নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কানাডার সিটিজেন সুন্দরীর জন্য পাত্র চেয়ে বিজ্ঞাপন দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার নারীকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শান্ত ইসলাম মল্লিক এই আদেশ দেন।
কারাগারে পাঠানো ওই নারীর নাম শামীমা রহমান খান ওরফে সোনিয়া পারভিন ওরফে সীমা (২৯)। তিনি চুয়াডাঙ্গা সদরের খরপিটাল চক্ষু হাসপাতাল সংলগ্ন ৯ নম্বর সড়ক এলাকার মৃত হাবিবুর রহমাম খান ওরফে ইব্রাহিম আলীর মেয়ে।
আজ একদিনের রিমান্ড শেষে শামীমাকে আদালতে হাজির করে উত্তরা থানা–পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফারুক মিয়া তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত ওই আবেদন মঞ্জুর করেন। এর আগে গত সোমবার শামীমাকে একদিনের রিমান্ডে নেওয়া হয়। রোববার বিকেলে উত্তরার রাজলক্ষ্মীর একটি রেস্টুরেন্ট থেকে উত্তরা ১৪ নম্বর সেক্টরের ব্যবসায়ী আব্দুল আজিজের করা মামলায় শামীমাকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ প্রতিবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, শামীমা দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে কানাডার প্রবাসী ধনাঢ্য নারীর জন্য বয়স্ক পাত্র চাইতেন। বিজ্ঞাপনে ফোন নম্বর উল্লেখ থাকত। বিজ্ঞাপনে আরও বলা হত, পাত্র বিবাহিত ও তাঁর সন্তান থাকলেও কোনো সমস্যা নেই। পরে বিভিন্ন ব্যক্তি যোগাযোগ করলে তাঁদের কাছ থেকে কৌশলে টাকা নিয়ে সরে পড়তেন এই নারী।
মামলায় বলা হয়, ব্যবসায়ী আব্দুল আজিজ একটি বিজ্ঞাপনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করেন। পরে প্রতারকেরা একটি ই–মেইল অ্যাড্রেস দিয়ে জীবন বৃত্তান্ত পাঠাতে বলেন। আব্দুল আজিজ জীবন বৃত্তান্ত পাঠালে তাঁকে কল দিয়ে কখনো শামীমা রহমান, কখনো তাঁর সহযোগী নুরুল আলম কথা বলেন। একপর্যায়ে তাঁরা গুলশানের ওয়েস্টিন হোটেলে দেখা করে আলোচনা করেন। পরবর্তীতে উত্তরা ১৪ নম্বর সেক্টরের আব্দুল আজিজের ব্যবসা প্রতিষ্ঠানে বিয়ের আলোচনা হয়। সেখানে তাঁদের বিয়ের দিন–তারিখ ঠিক হয়।
প্রতারকেরা আব্দুল আজিজকে কানাডায় নিয়ে যাবেন বলে জানায় এবং তাঁর পাসপোর্ট করতে বলেন। সেই সঙ্গে তাঁরা জানান, কানাডায় যাওয়ার জন্য ভিসা প্রসেসিং, টিকিট, বিয়ের খরচ ও গয়না খরচ দিতে হবে। কথা অনুযায়ী তিনি সব মিলিয়ে ১৩ লাখ ৯২ হাজার টাকা ও তাঁর আগের বউয়ের দেড় ভরি স্বর্ণালংকার দেন।
মামলায় আরও বলা হয়, আব্দুল আজিজের বাসায় গত ২০ মে শাড়ি, গয়না পরে শামীমা কনে সেজে আব্দুল আজিজকে বিয়েও করেন। পরবর্তীতে কানাডায় যাওয়ার জন্য শামীমা তাঁকে কাগজপত্র দিয়ে গত ২৯ মে ফ্লাইটের কথা জানান। কিন্তু এর দুই দিন আগে ২৭ মে থেকে শামীমা তাঁর ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ করে দেন। সেই সঙ্গে আজিজের সঙ্গে যোগাযোগও বন্ধ করে দেন।
এর কিছুদিন পর এ ধরনের আরেকটি বিজ্ঞাপন দেখে ওই আজিজ আবার ভিন্ন ফোন নম্বর দিয়ে যোগাযোগ করে কৌশলে এই শামীমাকে শনাক্ত করেন এবং পুলিশের হাতে তুলে দেন।

কানাডার সিটিজেন সুন্দরীর জন্য পাত্র চেয়ে বিজ্ঞাপন দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার নারীকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শান্ত ইসলাম মল্লিক এই আদেশ দেন।
কারাগারে পাঠানো ওই নারীর নাম শামীমা রহমান খান ওরফে সোনিয়া পারভিন ওরফে সীমা (২৯)। তিনি চুয়াডাঙ্গা সদরের খরপিটাল চক্ষু হাসপাতাল সংলগ্ন ৯ নম্বর সড়ক এলাকার মৃত হাবিবুর রহমাম খান ওরফে ইব্রাহিম আলীর মেয়ে।
আজ একদিনের রিমান্ড শেষে শামীমাকে আদালতে হাজির করে উত্তরা থানা–পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফারুক মিয়া তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত ওই আবেদন মঞ্জুর করেন। এর আগে গত সোমবার শামীমাকে একদিনের রিমান্ডে নেওয়া হয়। রোববার বিকেলে উত্তরার রাজলক্ষ্মীর একটি রেস্টুরেন্ট থেকে উত্তরা ১৪ নম্বর সেক্টরের ব্যবসায়ী আব্দুল আজিজের করা মামলায় শামীমাকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ প্রতিবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, শামীমা দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে কানাডার প্রবাসী ধনাঢ্য নারীর জন্য বয়স্ক পাত্র চাইতেন। বিজ্ঞাপনে ফোন নম্বর উল্লেখ থাকত। বিজ্ঞাপনে আরও বলা হত, পাত্র বিবাহিত ও তাঁর সন্তান থাকলেও কোনো সমস্যা নেই। পরে বিভিন্ন ব্যক্তি যোগাযোগ করলে তাঁদের কাছ থেকে কৌশলে টাকা নিয়ে সরে পড়তেন এই নারী।
মামলায় বলা হয়, ব্যবসায়ী আব্দুল আজিজ একটি বিজ্ঞাপনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করেন। পরে প্রতারকেরা একটি ই–মেইল অ্যাড্রেস দিয়ে জীবন বৃত্তান্ত পাঠাতে বলেন। আব্দুল আজিজ জীবন বৃত্তান্ত পাঠালে তাঁকে কল দিয়ে কখনো শামীমা রহমান, কখনো তাঁর সহযোগী নুরুল আলম কথা বলেন। একপর্যায়ে তাঁরা গুলশানের ওয়েস্টিন হোটেলে দেখা করে আলোচনা করেন। পরবর্তীতে উত্তরা ১৪ নম্বর সেক্টরের আব্দুল আজিজের ব্যবসা প্রতিষ্ঠানে বিয়ের আলোচনা হয়। সেখানে তাঁদের বিয়ের দিন–তারিখ ঠিক হয়।
প্রতারকেরা আব্দুল আজিজকে কানাডায় নিয়ে যাবেন বলে জানায় এবং তাঁর পাসপোর্ট করতে বলেন। সেই সঙ্গে তাঁরা জানান, কানাডায় যাওয়ার জন্য ভিসা প্রসেসিং, টিকিট, বিয়ের খরচ ও গয়না খরচ দিতে হবে। কথা অনুযায়ী তিনি সব মিলিয়ে ১৩ লাখ ৯২ হাজার টাকা ও তাঁর আগের বউয়ের দেড় ভরি স্বর্ণালংকার দেন।
মামলায় আরও বলা হয়, আব্দুল আজিজের বাসায় গত ২০ মে শাড়ি, গয়না পরে শামীমা কনে সেজে আব্দুল আজিজকে বিয়েও করেন। পরবর্তীতে কানাডায় যাওয়ার জন্য শামীমা তাঁকে কাগজপত্র দিয়ে গত ২৯ মে ফ্লাইটের কথা জানান। কিন্তু এর দুই দিন আগে ২৭ মে থেকে শামীমা তাঁর ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ করে দেন। সেই সঙ্গে আজিজের সঙ্গে যোগাযোগও বন্ধ করে দেন।
এর কিছুদিন পর এ ধরনের আরেকটি বিজ্ঞাপন দেখে ওই আজিজ আবার ভিন্ন ফোন নম্বর দিয়ে যোগাযোগ করে কৌশলে এই শামীমাকে শনাক্ত করেন এবং পুলিশের হাতে তুলে দেন।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
২ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
২ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
২ ঘণ্টা আগে