সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে এক প্রবাসীর হারিয়ে যাওয়া এক লাখ টাকা ফেরত দিয়েছে মারিয়া (১১) ও রাবিয়া (১২) নামের দুই মাদ্রাসাছাত্রী। তারা উপজেলার কালিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। এ কাজের জন্য তারা এলাকায় ও মাদ্রাসায় প্রশংসিত হচ্ছে।
আজ বুধবার সকালে মাদ্রাসায় যাওয়ার পথে এ ঘটনা ঘটে। শিশু মারিয়া আড়াইপাড়া গ্রামের ফরহাদ হোসেনের মেয়ে এবং রাবিয়া একই এলাকার রহিম বাদশার মেয়ে।
স্থানীয়রা বলছেন, বুধবার সকালে মারিয়া ও রাবিয়া বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার পথে এক লাখ টাকার একটি বান্ডিল কুড়িয়ে পায়। এ সময় তারা টাকার প্রকৃত মালিক খুঁজে পেতে আশপাশের লোকজনকে জিজ্ঞেস করতে থাকে। অন্যদিকে টাকা হারিয়ে প্রবাসী আশরাফ (৩৮) দিগ্বিদিক খোঁজাখুঁজি করে মাদ্রাসার দুই শিক্ষার্থী টাকা পেয়েছে বলে জানতে পারেন। পরে ওই দুই ছাত্রী সবার সামনেই প্রবাসী আশরাফের হাতে টাকাগুলো তুলে দেন।
প্রবাসী আশরাফ বলেন, ‘আমি সকালে ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফিরছিলাম। কিন্তু পথে কখন যে টাকাগুলো পড়ে যায় বুঝতে পারিনি। আমার ভাগ্য ভালো, টাকাগুলো কোমলমতি শিক্ষার্থীদের হাতে পড়েছিল। আমি দুই ছাত্রীর সততায় মুগ্ধ হয়ে তাদের তিন হাজার টাকা পুরস্কার দিয়েছি।’
স্থানীয় বাসিন্দা জয়নাল আবেদীন আজমিশ ও আব্দুল লতিফ মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘আজকাল টাকা পেয়ে ফেরত দেওয়ার দৃষ্টান্ত দেখা যায় না। অথচ ওই দুই মেয়ে এতগুলো টাকা ফেরত দিয়েছে। এটা অবশ্যই সমাজের জন্য শিক্ষণীয় এবং অনন্য দৃষ্টান্ত। ওই দুই শিক্ষার্থীর এলাকাবাসী হিসেবে আমরা গর্ববোধ করছি।’
এ ঘটনার বিষয়ে কালিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আবুল খায়ের গুলজারী আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতিষ্ঠানের দুই ছাত্রীর সততায় আমরা গর্বিত। আজ মনে হচ্ছে, আমরা শিক্ষার্থীদের নৈতিক শিক্ষাটা দিতে পারছি।’

টাঙ্গাইলের সখীপুরে এক প্রবাসীর হারিয়ে যাওয়া এক লাখ টাকা ফেরত দিয়েছে মারিয়া (১১) ও রাবিয়া (১২) নামের দুই মাদ্রাসাছাত্রী। তারা উপজেলার কালিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। এ কাজের জন্য তারা এলাকায় ও মাদ্রাসায় প্রশংসিত হচ্ছে।
আজ বুধবার সকালে মাদ্রাসায় যাওয়ার পথে এ ঘটনা ঘটে। শিশু মারিয়া আড়াইপাড়া গ্রামের ফরহাদ হোসেনের মেয়ে এবং রাবিয়া একই এলাকার রহিম বাদশার মেয়ে।
স্থানীয়রা বলছেন, বুধবার সকালে মারিয়া ও রাবিয়া বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার পথে এক লাখ টাকার একটি বান্ডিল কুড়িয়ে পায়। এ সময় তারা টাকার প্রকৃত মালিক খুঁজে পেতে আশপাশের লোকজনকে জিজ্ঞেস করতে থাকে। অন্যদিকে টাকা হারিয়ে প্রবাসী আশরাফ (৩৮) দিগ্বিদিক খোঁজাখুঁজি করে মাদ্রাসার দুই শিক্ষার্থী টাকা পেয়েছে বলে জানতে পারেন। পরে ওই দুই ছাত্রী সবার সামনেই প্রবাসী আশরাফের হাতে টাকাগুলো তুলে দেন।
প্রবাসী আশরাফ বলেন, ‘আমি সকালে ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফিরছিলাম। কিন্তু পথে কখন যে টাকাগুলো পড়ে যায় বুঝতে পারিনি। আমার ভাগ্য ভালো, টাকাগুলো কোমলমতি শিক্ষার্থীদের হাতে পড়েছিল। আমি দুই ছাত্রীর সততায় মুগ্ধ হয়ে তাদের তিন হাজার টাকা পুরস্কার দিয়েছি।’
স্থানীয় বাসিন্দা জয়নাল আবেদীন আজমিশ ও আব্দুল লতিফ মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘আজকাল টাকা পেয়ে ফেরত দেওয়ার দৃষ্টান্ত দেখা যায় না। অথচ ওই দুই মেয়ে এতগুলো টাকা ফেরত দিয়েছে। এটা অবশ্যই সমাজের জন্য শিক্ষণীয় এবং অনন্য দৃষ্টান্ত। ওই দুই শিক্ষার্থীর এলাকাবাসী হিসেবে আমরা গর্ববোধ করছি।’
এ ঘটনার বিষয়ে কালিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আবুল খায়ের গুলজারী আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতিষ্ঠানের দুই ছাত্রীর সততায় আমরা গর্বিত। আজ মনে হচ্ছে, আমরা শিক্ষার্থীদের নৈতিক শিক্ষাটা দিতে পারছি।’

ঢাকার ধামরাইয়ে পাঁচটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ৩০ লাখ টাকা জরিমানা এবং কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি ইটভাটার চিমনি ধ্বংস করা হয়।
১৬ মিনিট আগে
চট্টগ্রামের বাঁশখালীতে ঘুষের টাকাসহ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের (অফিস) সহকারী শাহ আলমকে (৪৮) আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়।
২৯ মিনিট আগে
নোয়াখালীর সুবর্ণচরে সৈয়দ মুন্সি বাড়ি মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১২ বছরের এক প্রাক্তন ছাত্রীকে নিয়ে পালানোর অভিযোগ উঠেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে অজ্ঞাতনামা ব্যক্তিরা ওই মাদ্রাসায় আগুন ধরিয়ে দেয়।
৩২ মিনিট আগে
সাত কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর আন্দোলনের ডাকে আজ দুপুর পৌনে ১২টার দিকে পুরান ঢাকার তাঁতীবাজার মোড়, সাড়ে ১২টায় মিরপুর টেকনিক্যাল মোড় ও বেলা ১টার দিকে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা।
১ ঘণ্টা আগে