রাজবাড়ী প্রতিনিধি

ঘন কুয়াশায় সাড়ে ৭ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয়। বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে ঘন কুয়াশায় কারণে শনিবার দিবাগত রাত ৩টা থেকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। সে সময় মাঝ নদীতে আটকা পড়ে তিনটি ফেরি। ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় অর্ধশত যানবাহন আটকা পড়ে। এতে ভোগান্তিতে পড়েন এসব যানবাহনের চালক ও যাত্রীরা।
বেনাপোল থেকে ছেড়ে আসা ট্রাকের চালক ইউসুফ বলেন, ‘রাত ৪টার দিকে ফেরিঘাটে এসে জানতে পারি ফেরি চলাচল বন্ধ। তখন থেকেই পাড় হওয়ার অপেক্ষায় বসে আছি।’
অপর ট্রাকচালক সোহেল রানা বলেন, ‘আমি ঝিনাইদহ থেকে সবজি নিয়ে ঢাকায় যাচ্ছি। রাতে যখন রওনা দেই, তখন থেকেই কুয়াশায় সড়কে কিছু কিছু এলাকা দেখা যাচ্ছিল না। ভোর ৫টার দিকে ঘাটে পৌঁছানোর পর জানতে পারি ফেরি বন্ধ। এখন ফেরি চালুর অপেক্ষায় আছি।’
নাসির উদ্দিন নামের এক ব্যক্তি বলেন, ‘খুব জরুরি কাজে ঢাকায় যেতে হচ্ছে। সকাল ৭টায় ঘাটে এসে দেখি কুয়াশায় ফেরি চলছে না। এখন সকাল সাড়ে ৯টা বাজে। এতক্ষণে আমার ঢাকায় পৌঁছে যাওয়ার কথা। অথচ এখনো আমি ঘাটেই বসে আছি।’
রাবেয়া পরিবহনের যাত্রী সুমাইয়া আক্তার বলেন, ‘একে শীত, তার ওপর ফেরি পারের জন্য বসে থাকা। কষ্ট তো হয়ই। কিন্তু কী করার আছে বলেন? আমাদের তো একটা পদ্মা সেতু নেই যে ঝড়-বৃষ্টি-কুয়াশায়ও বসে থাকতে হবে না। এসবে অভ্যাস হয়ে গেছে। এখন আর ভোগান্তি মনে হয় না।’
বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, রাত ৩টায় ঘন কুয়াশায় নদীপথ অস্পষ্ট হয়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় কিছু যানবাহন আটকা পড়ে। এতে করে শীতে দুর্ভোগে পড়েন চালক ও যাত্রীরা। কুয়াশা কেটে গেলে সকাল সাড়ে ১০টা থেকে ফেরি চলাচল শুরু হয়।

ঘন কুয়াশায় সাড়ে ৭ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয়। বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে ঘন কুয়াশায় কারণে শনিবার দিবাগত রাত ৩টা থেকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। সে সময় মাঝ নদীতে আটকা পড়ে তিনটি ফেরি। ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় অর্ধশত যানবাহন আটকা পড়ে। এতে ভোগান্তিতে পড়েন এসব যানবাহনের চালক ও যাত্রীরা।
বেনাপোল থেকে ছেড়ে আসা ট্রাকের চালক ইউসুফ বলেন, ‘রাত ৪টার দিকে ফেরিঘাটে এসে জানতে পারি ফেরি চলাচল বন্ধ। তখন থেকেই পাড় হওয়ার অপেক্ষায় বসে আছি।’
অপর ট্রাকচালক সোহেল রানা বলেন, ‘আমি ঝিনাইদহ থেকে সবজি নিয়ে ঢাকায় যাচ্ছি। রাতে যখন রওনা দেই, তখন থেকেই কুয়াশায় সড়কে কিছু কিছু এলাকা দেখা যাচ্ছিল না। ভোর ৫টার দিকে ঘাটে পৌঁছানোর পর জানতে পারি ফেরি বন্ধ। এখন ফেরি চালুর অপেক্ষায় আছি।’
নাসির উদ্দিন নামের এক ব্যক্তি বলেন, ‘খুব জরুরি কাজে ঢাকায় যেতে হচ্ছে। সকাল ৭টায় ঘাটে এসে দেখি কুয়াশায় ফেরি চলছে না। এখন সকাল সাড়ে ৯টা বাজে। এতক্ষণে আমার ঢাকায় পৌঁছে যাওয়ার কথা। অথচ এখনো আমি ঘাটেই বসে আছি।’
রাবেয়া পরিবহনের যাত্রী সুমাইয়া আক্তার বলেন, ‘একে শীত, তার ওপর ফেরি পারের জন্য বসে থাকা। কষ্ট তো হয়ই। কিন্তু কী করার আছে বলেন? আমাদের তো একটা পদ্মা সেতু নেই যে ঝড়-বৃষ্টি-কুয়াশায়ও বসে থাকতে হবে না। এসবে অভ্যাস হয়ে গেছে। এখন আর ভোগান্তি মনে হয় না।’
বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, রাত ৩টায় ঘন কুয়াশায় নদীপথ অস্পষ্ট হয়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় কিছু যানবাহন আটকা পড়ে। এতে করে শীতে দুর্ভোগে পড়েন চালক ও যাত্রীরা। কুয়াশা কেটে গেলে সকাল সাড়ে ১০টা থেকে ফেরি চলাচল শুরু হয়।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৬ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৬ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৬ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৬ ঘণ্টা আগে