নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নির্যাতনের অভিযোগে রাজধানীর গুলশান থানার উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমানের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন বিদিশা সিদ্দিকের গাড়িচালক মোর্শেদ মঞ্জুর। অবশ্য মামলার আবেদনে তিনি নিজেকে ব্যবসায়ী পরিচয় দিয়েছেন।
২০১৩ সালের নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইনের ৪ /৫ / ৭ ধারায় মামলাটি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালতে বাদী হয়ে মামলার করেন মোর্শেদ মঞ্জুর।
আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল এ তথ্য নিশ্চিত করেছেন।
বাদী মঞ্জুর মোর্শেদ প্রয়াত রাষ্ট্রপতি এইচএম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকের গাড়িচালক। তবে মামলায় তিনি নিজেকে ব্যবসায়ী পরিচয় দিয়েছেন।
মামলার আবেদনে বলা হয়েছে, বাদী তাঁর পূর্ব পরিচিত বিদিশা সিদ্দিকের কাছ থেকে একটি জাগুয়ার প্রাইভেটকার ৩৯ লাখ টাকায় কেনেন। গাড়ির টাকাসহ নাম পরিবর্তন বাবদ আরও ১ লাখ ৯৫ হাজার টাকা পরিশোধ করেন।
কিন্তু বিদিশা মিথ্যা তথ্য দিয়ে গুলশান থানায় তাঁর বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে একটি মামলা করেন। সেই মামলায় গত ২০ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে ডিবি পুলিশ তাঁকে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করে গুলশান থানায় নিয়ে আসে। সেখানে গাড়ি উদ্ধারের নামে তদন্ত কর্মকর্তা এসআই হাফিজুর রহমান গামছা দিয়ে চোখ বেঁধে মানসিকভাবে নির্যাতনসহ কিল, ঘুষি এবং লাঠি দিয়ে মারধর করেন। এ সময় তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং ক্রসফায়ারে হত্যা করার হুমকিও দেন ওই এসআই।
বাদী আরও উল্লেখ করেন, একপর্যায়ে গামছা দিয়ে চোখ বেঁধে নির্যাতনের সময় ছবি ধারণ করে বিভিন্ন জনের কাছে পাঠান এসআই হাফিজুর। মারধরের কথা আর কাউকে না বলতে হুমকি দেন। একপর্যায়ে কালো রঙের একটি ইলেকট্রিক মেশিনের মাধ্যমে শক দিলে তিনি অজ্ঞান হয়ে পড়েন। শারীরিক ও মানসিক নির্যাতনের কারণে তিনি স্বাভাবিক কাজকর্ম করার ক্ষমতা হারিয়ে ফেলেছেন।
উল্লেখ্য, বিদিশা সিদ্দিকের মামলায় গ্রেপ্তার হওয়ার পর মোর্শেদ মঞ্জুর এখন জামিনে আছেন। গাড়ি আত্মসাতের অভিযোগে এই মামলা করেছিলেন তিনি।

নির্যাতনের অভিযোগে রাজধানীর গুলশান থানার উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমানের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন বিদিশা সিদ্দিকের গাড়িচালক মোর্শেদ মঞ্জুর। অবশ্য মামলার আবেদনে তিনি নিজেকে ব্যবসায়ী পরিচয় দিয়েছেন।
২০১৩ সালের নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইনের ৪ /৫ / ৭ ধারায় মামলাটি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালতে বাদী হয়ে মামলার করেন মোর্শেদ মঞ্জুর।
আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল এ তথ্য নিশ্চিত করেছেন।
বাদী মঞ্জুর মোর্শেদ প্রয়াত রাষ্ট্রপতি এইচএম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকের গাড়িচালক। তবে মামলায় তিনি নিজেকে ব্যবসায়ী পরিচয় দিয়েছেন।
মামলার আবেদনে বলা হয়েছে, বাদী তাঁর পূর্ব পরিচিত বিদিশা সিদ্দিকের কাছ থেকে একটি জাগুয়ার প্রাইভেটকার ৩৯ লাখ টাকায় কেনেন। গাড়ির টাকাসহ নাম পরিবর্তন বাবদ আরও ১ লাখ ৯৫ হাজার টাকা পরিশোধ করেন।
কিন্তু বিদিশা মিথ্যা তথ্য দিয়ে গুলশান থানায় তাঁর বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে একটি মামলা করেন। সেই মামলায় গত ২০ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে ডিবি পুলিশ তাঁকে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করে গুলশান থানায় নিয়ে আসে। সেখানে গাড়ি উদ্ধারের নামে তদন্ত কর্মকর্তা এসআই হাফিজুর রহমান গামছা দিয়ে চোখ বেঁধে মানসিকভাবে নির্যাতনসহ কিল, ঘুষি এবং লাঠি দিয়ে মারধর করেন। এ সময় তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং ক্রসফায়ারে হত্যা করার হুমকিও দেন ওই এসআই।
বাদী আরও উল্লেখ করেন, একপর্যায়ে গামছা দিয়ে চোখ বেঁধে নির্যাতনের সময় ছবি ধারণ করে বিভিন্ন জনের কাছে পাঠান এসআই হাফিজুর। মারধরের কথা আর কাউকে না বলতে হুমকি দেন। একপর্যায়ে কালো রঙের একটি ইলেকট্রিক মেশিনের মাধ্যমে শক দিলে তিনি অজ্ঞান হয়ে পড়েন। শারীরিক ও মানসিক নির্যাতনের কারণে তিনি স্বাভাবিক কাজকর্ম করার ক্ষমতা হারিয়ে ফেলেছেন।
উল্লেখ্য, বিদিশা সিদ্দিকের মামলায় গ্রেপ্তার হওয়ার পর মোর্শেদ মঞ্জুর এখন জামিনে আছেন। গাড়ি আত্মসাতের অভিযোগে এই মামলা করেছিলেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৬ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৬ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৬ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৬ ঘণ্টা আগে