নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে ট্রান্সজেন্ডার বান্ধব স্বাস্থ্যসেবা না থাকায় স্বাস্থ্যসেবা নিয়ে বিড়ম্বনায় পড়তে হয় এই গোষ্ঠীর মানুষদের। এই পরিস্থিতি উত্তরণে সরকারি-বেসরকারি সব পক্ষকে এগিয়ে আসতে হবে। রোববার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট কমপ্লেক্সে সম্পর্কের নয়া সেতুর আয়োজনে অনুষ্ঠিত ‘কোভিড-১৯ বিষয়ক সংযোগসভা’য় আলোচকেরা এসব কথা বলেন।
সংগঠনের সভাপতি জয়া সিকদার বলেন, ‘করোনাকালীন সবচেয়ে বেশি সংকটে পড়েছে হিজড়া জনগোষ্ঠীর মানুষেরা। তাঁরা নানা শারীরিক ও মানসিক সমস্যায় পড়লেও স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হয়েছেন। হাসপাতালে গিয়েও চিকিৎসকদের সহযোগিতা পায়নি। হিজড়া রোগীকে পুরুষ সিটে ভর্তি করাবেন, নাকি নারী সিটে ভর্তি করাবেন এ নিয়ে সিদ্ধান্তহীনতায় ভোগেন।’
করোনা টিকা পেতেও ট্রান্সজেন্ডাররা অসুবিধার মুখোমুখি হয়েছেন জানিয়ে জয়া সিকদার বলেন, ‘জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র না থাকায় অনেক হিজড়াই করোনা টিকা নিতে পারেননি। যারা টিকা পেয়েছেন, তাঁদের অনেকে টিকার সনদ পাননি। এ ছাড়া করোনায় তাঁদের স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় চরম খাদ্য ও অর্থ সংকটে পড়েছে তাঁরা।’
সম্পর্কের নয়া সেতুর সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম টুটুল বলেন, ‘করোনাকালে হিজড়াদের জীবনে চরম বিপর্যয় নেমে এসেছে। তাঁদের সম্পর্কের নয়া সেতুর পক্ষ থেকে খাদ্য সহায়তা, মানসিক সাপোর্ট আমরা দিয়েছি। ভবিষ্যতে এমন মহামারি আসলে আমরা যেন মোকাবিলা করতে পারি, এ জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।’
সংযোগ সভায় সমাজসেবা কর্মকর্তা শহীদুজ্জামান বলেন, ‘সরকার সামাজিক কর্মসূচির মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। জনসংখ্যা বেশি হওয়ায় হয়তো সব সমস্যা সমাধান করা সম্ভব হচ্ছে না।’
অনুষ্ঠানে নারী পক্ষ, সচেতন হিজড়া অধিকার সংঘ, সুস্থ জীবন, পদ্মকুঁড়ি হিজড়া সংঘ, আলোকিত শিশু সহ বেশ কিছু সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

দেশে ট্রান্সজেন্ডার বান্ধব স্বাস্থ্যসেবা না থাকায় স্বাস্থ্যসেবা নিয়ে বিড়ম্বনায় পড়তে হয় এই গোষ্ঠীর মানুষদের। এই পরিস্থিতি উত্তরণে সরকারি-বেসরকারি সব পক্ষকে এগিয়ে আসতে হবে। রোববার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট কমপ্লেক্সে সম্পর্কের নয়া সেতুর আয়োজনে অনুষ্ঠিত ‘কোভিড-১৯ বিষয়ক সংযোগসভা’য় আলোচকেরা এসব কথা বলেন।
সংগঠনের সভাপতি জয়া সিকদার বলেন, ‘করোনাকালীন সবচেয়ে বেশি সংকটে পড়েছে হিজড়া জনগোষ্ঠীর মানুষেরা। তাঁরা নানা শারীরিক ও মানসিক সমস্যায় পড়লেও স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হয়েছেন। হাসপাতালে গিয়েও চিকিৎসকদের সহযোগিতা পায়নি। হিজড়া রোগীকে পুরুষ সিটে ভর্তি করাবেন, নাকি নারী সিটে ভর্তি করাবেন এ নিয়ে সিদ্ধান্তহীনতায় ভোগেন।’
করোনা টিকা পেতেও ট্রান্সজেন্ডাররা অসুবিধার মুখোমুখি হয়েছেন জানিয়ে জয়া সিকদার বলেন, ‘জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র না থাকায় অনেক হিজড়াই করোনা টিকা নিতে পারেননি। যারা টিকা পেয়েছেন, তাঁদের অনেকে টিকার সনদ পাননি। এ ছাড়া করোনায় তাঁদের স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় চরম খাদ্য ও অর্থ সংকটে পড়েছে তাঁরা।’
সম্পর্কের নয়া সেতুর সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম টুটুল বলেন, ‘করোনাকালে হিজড়াদের জীবনে চরম বিপর্যয় নেমে এসেছে। তাঁদের সম্পর্কের নয়া সেতুর পক্ষ থেকে খাদ্য সহায়তা, মানসিক সাপোর্ট আমরা দিয়েছি। ভবিষ্যতে এমন মহামারি আসলে আমরা যেন মোকাবিলা করতে পারি, এ জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।’
সংযোগ সভায় সমাজসেবা কর্মকর্তা শহীদুজ্জামান বলেন, ‘সরকার সামাজিক কর্মসূচির মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। জনসংখ্যা বেশি হওয়ায় হয়তো সব সমস্যা সমাধান করা সম্ভব হচ্ছে না।’
অনুষ্ঠানে নারী পক্ষ, সচেতন হিজড়া অধিকার সংঘ, সুস্থ জীবন, পদ্মকুঁড়ি হিজড়া সংঘ, আলোকিত শিশু সহ বেশ কিছু সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
২ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
২ ঘণ্টা আগে