Ajker Patrika

জাবি সাংবাদিক সমিতির সভাপতি বেলাল, সম্পাদক আজাদ

জাবি প্রতিনিধি
আপডেট : ২৮ মে ২০২২, ২১: ০৭
জাবি সাংবাদিক সমিতির সভাপতি বেলাল, সম্পাদক আজাদ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সাংবাদিক সমিতির কার্যকরী পরিষদ নির্বাচন-২০২২-এ সভাপতি নির্বাচিত হয়েছেন আজকের পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. বেলাল হোসেন। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেছে ঢাকাপোস্টের আলকামা আজাদ।

নবনির্বাচিত সভাপতি বেলাল হোসেন বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৪৬ ব্যাচের শিক্ষার্থী। 

আজ শনিবার বেলা দেড়টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক সৈয়দ হাফিজুর রহমান। এর আগে সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত সাংবাদিক সমিতির কার্যালয়ে ভোট গ্রহণ সম্পন্ন হয়।

কার্যকরী পরিষদের অন্যান্য পদে বিজয়ীরা হলেন সহসভাপতি মার্কেটিং বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী আরিফুজ্জামান ‍উজ্জ্বল (দৈনিক ইত্তেফাক), যুগ্ম সাধারণ সম্পাদক রসায়ন বিভাগের ৪৭তম ব্যাচের শাহাদাত হোসেন (নিউএইজ), কোষাধ্যক্ষ বাংলা বিভাগের ৪৭তম ব্যাচের ইমরান হোসাইন (মানবজমিন), দপ্তর ও প্রকাশনা সম্পাদক সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ৪৭তম ব্যাচের ফারুক হোসেন (দেশ রূপান্তর)।

এ ছাড়াও কার্যকরী সদস্য পদে ইংরেজি বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী মেহেদি মামুন (দ্য নিউ নেশন), একই ব্যাচের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের আব্দুর রহমান খান সার্জিল (নিউজবাংলা২৪.কম) এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের আব্দুল মান্নান (সময় ট্রিবিউন) নির্বাচিত হয়েছেন।

এবারের নির্বাচনে দুইটি প্যানেলে সাতটি পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বেলাল-রাসেল পরিষদ থেকে ৯ জন ও মাইদুল-আজাদ পরিষদ থেকে ৭ জন প্রার্থী নির্বাচনে অংশ নেন। মাইদুল-আজাদ পরিষদ থেকে সাধারণ সম্পাদক এবং দপ্তর ও প্রকাশনা সম্পাদক পদে দু্জন প্রার্থী জয়লাভ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রযুক্তি ও অর্থনীতিতে দুর্বল পাকিস্তান কীভাবে আধুনিক যুদ্ধবিমান বানাল

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত