
নারায়ণগঞ্জের চাষাঢ়ায় ফায়ার সার্ভিসের গাড়ির সঙ্গে রিকশা, প্রাইভেট কারসহ কয়েকটি যানবাহনের সংঘর্ষে ফায়ার সার্ভিসের গাড়িচালকসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও আটজন। ফায়ার সার্ভিসের গাড়িচালক হঠাৎ অসুস্থ হয়ে ঢলে পড়লে এ দুর্ঘটনা ঘটে।
আজ বেলা ১১টার দিকে চাষাঢ়া শান্তনা মার্কেটের সামনে এই দুর্ঘটনা ঘটে। গাড়িচালকের নাম মো. জাহাঙ্গীর হোসেন। হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের গাড়িচালক ছিলেন। তাৎক্ষণিক নিহত রিকশাচালকের নাম-পরিচয় জানা যায়নি।
এ তথ্য নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ওবায়দুল ইসলাম।
একাধিক প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে জানা যায়, চাষাঢ়ায় সাইরেন বাজিয়ে ফায়ার সার্ভিসের একটি গাড়ি দ্রুতগতিতে সিগনালে থাকা প্রাইভেট কারে ধাক্কা দেয়। এরপরে একে একে আনন্দ বাস, দুটি রিকশা, তিনটি ইজিবাইককে চাপা দেয়। ঘটনাস্থলেই বেশ কয়েকজন আহত হন। ফায়ার সার্ভিস ও আনন্দ বাসের মাঝে পরে গাড়িচাপায় এক রিকশাচালক ঘটনাস্থলেই মারা যান। পরে রিকশাসহ ফায়ার সার্ভিসের গাড়িটি টেনেহিঁচড়ে চাষাঢ়া বায়তুল আমান ভবনের সামনে গিয়ে থামে। পরে সেখান থেকে অসুস্থ অবস্থায় চালককে হাসপাতালে পাঠানো হয়।
স্টেশন অফিসার মো. ওবায়দুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ফতুল্লায় একটি আগুন লাগার খবর পেয়ে আমাদের টিম স্টেশন থেকে রওনা দেয়। পরে চাষাঢ়ায় আমাদের গাড়ি জ্যামে আটকা পড়ে। কিছুক্ষণ পর জ্যাম ছেড়ে দিলে আমাদের গাড়িচালক হঠাৎ অসুস্থ হয়ে ঢলে পড়েন। এ সময় পার্শ্ববর্তী যানবাহনগুলোর সঙ্গে সংঘর্ষ হয়। পরে আমাদের গাড়িচালককে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’
ওবায়দুল ইসলাম আরও বলেন, ‘সম্ভবত আমাদের গাড়িচালক স্ট্রোক করেছিলেন। আর ঘটনাস্থলে আরও একজনের মৃত্যু হয়েছে বলে জেনেছি।’
ঘটনাস্থল পরিদর্শন করে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা আজকের পত্রিকাকে বলেন, ‘ফতুল্লার বিসিকে একটি শিল্পকারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নেভাতে যাচ্ছিল ফায়ার সার্ভিসের একটি গাড়ি। পথিমধ্যে চালক অসুস্থ হয়ে যান। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বাস, প্রাইভেট কার ও বেশ কয়েকটি রিকশা চাপা দেয়। ঘটনাস্থলেই একজন মারা যান। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।’
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের উপপরিচালক আকতারুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘দমকল বাহিনীর গাড়িচালক জাহাঙ্গীর হাসপাতালে নেওয়ার পথেই মারা গেছেন। তিনি স্ট্রোক করেছেন বলে জানতে পেরেছি আমরা।’

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৬ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
৭ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৭ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৭ ঘণ্টা আগে