নিজস্ব প্রতিবেদক

ঢাকা: করোনাভাইরাস মহামারির মধ্যে চলমান লকডাউন আরও এক সপ্তাহ বাড়িয়ে ২৩ মে পর্যন্ত দিয়েছে সরকার। পরিবহন মালিক- শ্রমিকদের হুমকি-ধমকি আন্দোলনের পরেও চালু হয়নি দূরপাল্লার বাস। ফলে দূরপাল্লার বাস চালুর দাবিতে সোমবার নতুন কর্মসূচি ঘোষণা করার কথা ভাবছে পরিবহন মালিক-শ্রমিক সংগঠনগুলো।
দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকলেও বিচ্ছিন্নভাবে সড়ক-মহাসড়কগুলোতে চলতে দেখা যাচ্ছে এসব পরিবহন। সেক্ষেত্রে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও বাধা দিচ্ছে না দূরপাল্লার পরিবহন চলাচলে। একই সাথে সরকারি নির্দেশে জেলা শহরের মধ্যে চলছে গণপরিবহন।
নতুন কর্মসূচির বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী আজকের পত্রিকাকে বলেন, 'কাল যদি দূরপাল্লার পরিবহন চালুর সিদ্ধান্ত না আসে তাহলে আমরা পরিবহন মালিক-শ্রমিক নেতারা আলোচনায় বসবো। বাসদ চালু করতে আমরা কঠোর কর্মসূচি দেব। সরকার কোনভাবেই পরিবহন সেক্টরের কথা চিন্তা করছেন না'।
ওসমান আলী আরও বলেন,' ঈদে মানুষ যেভাবে বাড়ি গিয়েছে, সেভাবেই আবার ঢাকায় ফিরতে শুরু করেছেন। দূরপাল্লার বাস বন্ধ করে কি মানুষের যাওয়া আটকাতে পেরেছে সরকার? এর চেয়ে ভালো হতো দূরপাল্লার বাস চালু করে দিলে সাধারণ মানুষের ভোগান্তি কম হত এবং সংক্রমণ ছড়ানোর আশঙ্কা কম থাকতো । আমরা সরকারকে বলেছিলাম, ঈদের সাতদিন দূরপাল্লার বাস চালু করা হোক, সে কথাও রাখেনি'।
টানা প্রায় ৪১ দিন বন্ধ আছে দূরপাল্লার বাস। ঈদের দিন দূরপাল্লার বাস খুলে দেওয়ার দাবিতে টার্মিনাল এলাকায় অবস্থান কর্মসূচি পালন করছে পরিবহন সংগঠনগুলো। লকডাউনে বাস বন্ধ রাখার বিষয়ে পরিবহন সংশ্লিষ্টদের মতামত নেওয়া জরুরি। শুধুমাত্র বিশেষজ্ঞদের কথায় পরিবহন বন্ধ রাখা উচিত নয় বলে জানিয়েছেন পরিবহন সংগঠনের নেতারা।
দূরপাল্লার বাস চলাচলের বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ আজকের পত্রিকাকে বলেন, 'বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাস কোথাও ছেড়ে যাচ্ছে না। যেসব পরিবহন চলাচলের খবর পাওয়া যাচ্ছে সেগুলো বিচ্ছিন্নভাবে চলছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চোখ ফাঁকি দিয়ে কিছু অসাধু পরিবহন মালিকরা দূরপাল্লার বাস চালিয়ে থাকতে পারেন। তবে সামগ্রিক ভাবে সরকারের নির্দেশে বন্ধ আছে বাস'।
নির্দেশনা উপেক্ষা করে মহাসড়কে দূরপাল্লার বাস চলাচলের পাশাপাশি রাজধানীতেও দেখা যাচ্ছে এক জেলার বাস চলছে অন্য জেলায়। নারায়ণগঞ্জ ও গাজীপুরের বাসগুলো অনায়াসে রাজধানীতে চলতে দেখা যাচ্ছে।
সার্বিক বিষয় নিয়ে জানতে চাইলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএর পরিচালক (এনফর্সমেন্ট) সরওয়ার আলম আজকের পত্রিকাকে বলেন, মহাসড়কে কোনো দূরপাল্লার বাস চলাচল করতে দেওয়া হচ্ছে না। যদি নির্দেশনা অমান্য করে দূরপাল্লার বাস চলে তবে আমরা ব্যবস্থা নিব সংশ্লিষ্ট পরিবহন মালিকের বিরুদ্ধে। আমাদের লোকবল কম থাকায় সব মহাসড়কে নজরদারি করা সম্ভব হচ্ছে না। আমাদের ম্যাজিস্ট্রেটরা মাঠে আছেন তারা যথাযথ ব্যবস্থা নিবেন'।
করোনার প্রকোপ বেড়ে গেলে গত ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা করে সরকার। এরপর কয়েক ধাপে তার মেয়াদ বাড়িয়ে ১৬ মে পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়। লকডাউন আরও এক সপ্তাহ বাড়িয়ে করা হচ্ছে ১৭ থেকে ২৩ মে পর্যন্ত। তবে এসময় মার্কেট, শপিং মল খোলা থাকবে বলে জানা গেছে। বন্ধ থাকবে দূরপাল্লার বাস, ট্রেন ও লঞ্চ চলাচল।

ঢাকা: করোনাভাইরাস মহামারির মধ্যে চলমান লকডাউন আরও এক সপ্তাহ বাড়িয়ে ২৩ মে পর্যন্ত দিয়েছে সরকার। পরিবহন মালিক- শ্রমিকদের হুমকি-ধমকি আন্দোলনের পরেও চালু হয়নি দূরপাল্লার বাস। ফলে দূরপাল্লার বাস চালুর দাবিতে সোমবার নতুন কর্মসূচি ঘোষণা করার কথা ভাবছে পরিবহন মালিক-শ্রমিক সংগঠনগুলো।
দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকলেও বিচ্ছিন্নভাবে সড়ক-মহাসড়কগুলোতে চলতে দেখা যাচ্ছে এসব পরিবহন। সেক্ষেত্রে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও বাধা দিচ্ছে না দূরপাল্লার পরিবহন চলাচলে। একই সাথে সরকারি নির্দেশে জেলা শহরের মধ্যে চলছে গণপরিবহন।
নতুন কর্মসূচির বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী আজকের পত্রিকাকে বলেন, 'কাল যদি দূরপাল্লার পরিবহন চালুর সিদ্ধান্ত না আসে তাহলে আমরা পরিবহন মালিক-শ্রমিক নেতারা আলোচনায় বসবো। বাসদ চালু করতে আমরা কঠোর কর্মসূচি দেব। সরকার কোনভাবেই পরিবহন সেক্টরের কথা চিন্তা করছেন না'।
ওসমান আলী আরও বলেন,' ঈদে মানুষ যেভাবে বাড়ি গিয়েছে, সেভাবেই আবার ঢাকায় ফিরতে শুরু করেছেন। দূরপাল্লার বাস বন্ধ করে কি মানুষের যাওয়া আটকাতে পেরেছে সরকার? এর চেয়ে ভালো হতো দূরপাল্লার বাস চালু করে দিলে সাধারণ মানুষের ভোগান্তি কম হত এবং সংক্রমণ ছড়ানোর আশঙ্কা কম থাকতো । আমরা সরকারকে বলেছিলাম, ঈদের সাতদিন দূরপাল্লার বাস চালু করা হোক, সে কথাও রাখেনি'।
টানা প্রায় ৪১ দিন বন্ধ আছে দূরপাল্লার বাস। ঈদের দিন দূরপাল্লার বাস খুলে দেওয়ার দাবিতে টার্মিনাল এলাকায় অবস্থান কর্মসূচি পালন করছে পরিবহন সংগঠনগুলো। লকডাউনে বাস বন্ধ রাখার বিষয়ে পরিবহন সংশ্লিষ্টদের মতামত নেওয়া জরুরি। শুধুমাত্র বিশেষজ্ঞদের কথায় পরিবহন বন্ধ রাখা উচিত নয় বলে জানিয়েছেন পরিবহন সংগঠনের নেতারা।
দূরপাল্লার বাস চলাচলের বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ আজকের পত্রিকাকে বলেন, 'বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাস কোথাও ছেড়ে যাচ্ছে না। যেসব পরিবহন চলাচলের খবর পাওয়া যাচ্ছে সেগুলো বিচ্ছিন্নভাবে চলছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চোখ ফাঁকি দিয়ে কিছু অসাধু পরিবহন মালিকরা দূরপাল্লার বাস চালিয়ে থাকতে পারেন। তবে সামগ্রিক ভাবে সরকারের নির্দেশে বন্ধ আছে বাস'।
নির্দেশনা উপেক্ষা করে মহাসড়কে দূরপাল্লার বাস চলাচলের পাশাপাশি রাজধানীতেও দেখা যাচ্ছে এক জেলার বাস চলছে অন্য জেলায়। নারায়ণগঞ্জ ও গাজীপুরের বাসগুলো অনায়াসে রাজধানীতে চলতে দেখা যাচ্ছে।
সার্বিক বিষয় নিয়ে জানতে চাইলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএর পরিচালক (এনফর্সমেন্ট) সরওয়ার আলম আজকের পত্রিকাকে বলেন, মহাসড়কে কোনো দূরপাল্লার বাস চলাচল করতে দেওয়া হচ্ছে না। যদি নির্দেশনা অমান্য করে দূরপাল্লার বাস চলে তবে আমরা ব্যবস্থা নিব সংশ্লিষ্ট পরিবহন মালিকের বিরুদ্ধে। আমাদের লোকবল কম থাকায় সব মহাসড়কে নজরদারি করা সম্ভব হচ্ছে না। আমাদের ম্যাজিস্ট্রেটরা মাঠে আছেন তারা যথাযথ ব্যবস্থা নিবেন'।
করোনার প্রকোপ বেড়ে গেলে গত ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা করে সরকার। এরপর কয়েক ধাপে তার মেয়াদ বাড়িয়ে ১৬ মে পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়। লকডাউন আরও এক সপ্তাহ বাড়িয়ে করা হচ্ছে ১৭ থেকে ২৩ মে পর্যন্ত। তবে এসময় মার্কেট, শপিং মল খোলা থাকবে বলে জানা গেছে। বন্ধ থাকবে দূরপাল্লার বাস, ট্রেন ও লঞ্চ চলাচল।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৬ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৬ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৬ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৬ ঘণ্টা আগে