নিজস্ব প্রতিবেদক, সাভার

ঢাকার সাভারে সন্ত্রাসী হামলার শিকার স্বর্ণ ব্যবসায়ী আব্দুস সালাম (৫৫) আট দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন। আজ রোববার ভোরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী আজকের পত্রিকাকে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আব্দুস সালামের বাড়ি সাভার পৌর এলাকার পূর্ব জামসিং মহল্লায়। তিনি এলাকায়ই স্বর্ণের ব্যবসা করতেন।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১৫ মার্চ বিকেলে দোকান বন্ধ করে সালাম বাড়ি ফিরছিলেন। পথে রিকশায় বসা নিয়ে স্থানীয় এক যুবকের সঙ্গে তাঁর কথাকাটাকাটি হয়। কিছু সময় পর সালাম জামসিং জয়পাড়া এলাকায় বাবুর চায়ের দোকানে চা খাচ্ছিলেন। এ সময় মেহেদী (৪০), রুবেল (৩৮), আব্দুল মান্নান (৩৯), রমেজ (৪০), আব্বাস (৪৫), কবির হোসেনসহ (৪০) কয়েকজন ধারালো অস্ত্র ও হকিস্টিক নিয়ে এসে হামলা চালান। চলে যাওয়ার সময় তাঁরা সালামের কাছে থাকা ২ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটে নিয়ে যান।
আব্দুস সালামের স্ত্রী আলেয়া বেগম বলেন, ‘ঘটনার পর আমার স্বামীকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার ভোরে তিনি মারা যান। নির্মমভাবে কুপিয়ে ও পিটিয়ে ওরা আমার স্বামীকে হত্যা করেছে।’
আলেয়া বেগম আরও বলেন, ‘আমার স্বামীকে যারা মেরেছে, ওরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। তাদের সঙ্গে আমার স্বামীর কোনো বিরোধ ছিল না। শুধু রিকশায় ওঠাকে কেন্দ্র করে আমার স্বামীকে ওরা মেরেই ফেলল।’
এ বিষয়ে জানতে চাইলে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় থানায় মামলা হওয়ার পর একজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছি। অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

ঢাকার সাভারে সন্ত্রাসী হামলার শিকার স্বর্ণ ব্যবসায়ী আব্দুস সালাম (৫৫) আট দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন। আজ রোববার ভোরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী আজকের পত্রিকাকে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আব্দুস সালামের বাড়ি সাভার পৌর এলাকার পূর্ব জামসিং মহল্লায়। তিনি এলাকায়ই স্বর্ণের ব্যবসা করতেন।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১৫ মার্চ বিকেলে দোকান বন্ধ করে সালাম বাড়ি ফিরছিলেন। পথে রিকশায় বসা নিয়ে স্থানীয় এক যুবকের সঙ্গে তাঁর কথাকাটাকাটি হয়। কিছু সময় পর সালাম জামসিং জয়পাড়া এলাকায় বাবুর চায়ের দোকানে চা খাচ্ছিলেন। এ সময় মেহেদী (৪০), রুবেল (৩৮), আব্দুল মান্নান (৩৯), রমেজ (৪০), আব্বাস (৪৫), কবির হোসেনসহ (৪০) কয়েকজন ধারালো অস্ত্র ও হকিস্টিক নিয়ে এসে হামলা চালান। চলে যাওয়ার সময় তাঁরা সালামের কাছে থাকা ২ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটে নিয়ে যান।
আব্দুস সালামের স্ত্রী আলেয়া বেগম বলেন, ‘ঘটনার পর আমার স্বামীকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার ভোরে তিনি মারা যান। নির্মমভাবে কুপিয়ে ও পিটিয়ে ওরা আমার স্বামীকে হত্যা করেছে।’
আলেয়া বেগম আরও বলেন, ‘আমার স্বামীকে যারা মেরেছে, ওরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। তাদের সঙ্গে আমার স্বামীর কোনো বিরোধ ছিল না। শুধু রিকশায় ওঠাকে কেন্দ্র করে আমার স্বামীকে ওরা মেরেই ফেলল।’
এ বিষয়ে জানতে চাইলে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় থানায় মামলা হওয়ার পর একজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছি। অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসনিক ভবনে প্রাথমিক অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে সংগৃহীত নথিপত্র প্রাথমিক যাচাই শেষে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দুদকের টিম কমিশনের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে বলে জানা
১৬ মিনিট আগে
ঢাকার ধামরাইয়ে পাঁচটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ৩০ লাখ টাকা জরিমানা এবং কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি ইটভাটার চিমনি ধ্বংস করা হয়।
৩৩ মিনিট আগে
চট্টগ্রামের বাঁশখালীতে ঘুষের টাকাসহ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের (অফিস) সহকারী শাহ আলমকে (৪৮) আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়।
১ ঘণ্টা আগে
নোয়াখালীর সুবর্ণচরে সৈয়দ মুন্সি বাড়ি মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১২ বছরের এক প্রাক্তন ছাত্রীকে নিয়ে পালানোর অভিযোগ উঠেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে অজ্ঞাতনামা ব্যক্তিরা ওই মাদ্রাসায় আগুন ধরিয়ে দেয়।
১ ঘণ্টা আগে