নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডেঙ্গুর চোখ রাঙানি এখনো কমছে না। গত ২৪ ঘণ্টায়ও তিন শতাধিক রোগী শনাক্ত ও হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে আরও একজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এই তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে আরও জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন ১৩ হাজার ৭ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ হাজার ৭০৮ জন। এ সময় মৃত্যু হয়েছে মোট ৫৪ জনের। বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত রোগী ভর্তি আছে ১ হাজার ২৪৫ জন। ঢাকার ৪১টি সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ৭৫ জন এবং ঢাকার বাইরে ভর্তি আছে ১৭০ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৩১৭ জন। এদের মধ্যে ঢাকায় ২৫৯ জন এবং বাইরে ৫৮ জন। আগের দিন শনাক্ত ও ভর্তি হয়েছিলেন ২৫৬ জন। এদের মধ্যে ঢাকায় ২১২ জন এবং বাইরে ৪৪ জন। এ সময়ে একজনের মৃত্যু হয়েছে। দুই দিন আগে সর্বোচ্চ ৩৪৩ জন রোগী শনাক্ত ও ভর্তি হয়েছিলেন।
গত জুলাই মাসের ৩১ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে রোগী ভর্তি হয়েছিলেন ২ হাজার ২৮৬ জন এবং মৃত্যু হয়েছিল ১২ জনের। আগস্টে ভর্তি হন ৭ হাজার ৬৯৮ জন এবং মৃত্যু হয় ৩৪ জনের। আর চলতি সেপ্টেম্বরের ৯ দিনেই রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন ২ হাজার ৬৫১ জন। মারা গেছে আটজন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের ৪৪ জন, ঢাকা শিশু হাসপাতালের ১১ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ১৭ জন, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ৮ জন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দুজন, বিজিবি হাসপাতালে তিনজন ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে দুই জনসহ মোট ১০০ জন সরকারি ও স্বায়ত্তশাসিত স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন। অন্যরা বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।
ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য স্বাস্থ্য অধিদপ্তর থেকে ৬টি ডেডিকেটেড হাসপাতাল তৈরি করা হলেও তাঁদের চারটি অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। কীটতত্ত্ব ব্যক্তিরা জানিয়েছেন, চলতি মাসের ১৫ দিন পর্যন্ত ডেঙ্গুর প্রাদুর্ভাব কমার কোন সম্ভাবনা নেই এ সময়ে মশক নিধন কার্যক্রম এবং এডিস মশার লার্ভা নিধনে কার্যক্রমকে জোরদার করতে হবে।

ডেঙ্গুর চোখ রাঙানি এখনো কমছে না। গত ২৪ ঘণ্টায়ও তিন শতাধিক রোগী শনাক্ত ও হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে আরও একজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এই তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে আরও জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন ১৩ হাজার ৭ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ হাজার ৭০৮ জন। এ সময় মৃত্যু হয়েছে মোট ৫৪ জনের। বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত রোগী ভর্তি আছে ১ হাজার ২৪৫ জন। ঢাকার ৪১টি সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ৭৫ জন এবং ঢাকার বাইরে ভর্তি আছে ১৭০ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৩১৭ জন। এদের মধ্যে ঢাকায় ২৫৯ জন এবং বাইরে ৫৮ জন। আগের দিন শনাক্ত ও ভর্তি হয়েছিলেন ২৫৬ জন। এদের মধ্যে ঢাকায় ২১২ জন এবং বাইরে ৪৪ জন। এ সময়ে একজনের মৃত্যু হয়েছে। দুই দিন আগে সর্বোচ্চ ৩৪৩ জন রোগী শনাক্ত ও ভর্তি হয়েছিলেন।
গত জুলাই মাসের ৩১ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে রোগী ভর্তি হয়েছিলেন ২ হাজার ২৮৬ জন এবং মৃত্যু হয়েছিল ১২ জনের। আগস্টে ভর্তি হন ৭ হাজার ৬৯৮ জন এবং মৃত্যু হয় ৩৪ জনের। আর চলতি সেপ্টেম্বরের ৯ দিনেই রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন ২ হাজার ৬৫১ জন। মারা গেছে আটজন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের ৪৪ জন, ঢাকা শিশু হাসপাতালের ১১ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ১৭ জন, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ৮ জন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দুজন, বিজিবি হাসপাতালে তিনজন ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে দুই জনসহ মোট ১০০ জন সরকারি ও স্বায়ত্তশাসিত স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন। অন্যরা বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।
ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য স্বাস্থ্য অধিদপ্তর থেকে ৬টি ডেডিকেটেড হাসপাতাল তৈরি করা হলেও তাঁদের চারটি অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। কীটতত্ত্ব ব্যক্তিরা জানিয়েছেন, চলতি মাসের ১৫ দিন পর্যন্ত ডেঙ্গুর প্রাদুর্ভাব কমার কোন সম্ভাবনা নেই এ সময়ে মশক নিধন কার্যক্রম এবং এডিস মশার লার্ভা নিধনে কার্যক্রমকে জোরদার করতে হবে।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৫ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৫ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৫ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৫ ঘণ্টা আগে