নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে এক গার্মেন্টস কর্মী হত্যার ঘটনায় হওয়া মামলায় গ্রেপ্তার চুয়াডাঙ্গার জীবননগর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এই নির্দেশ দেন।
হত্যা মামলার আসামি জাহাঙ্গীরকে আজ বিকেলে গার্মেন্টস কর্মী মো. রুবেল (১৮) হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে আদাবর থানা-পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা আসামির সাত দিনের রিমান্ড আবেদন করেন। পরে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, গণ-অভ্যুত্থানের সময় মোহাম্মদপুরের আদাবরে সরকারবিরোধী বিক্ষোভ দমনে জাহাঙ্গীর জড়িত ছিলেন বলে তদন্তে জানা গেছে। তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে এই ঘটনায় কারা জড়িত ছিলেন, তা উদ্ঘাটন করা সম্ভব হবে।
মামলার অভিযোগে বলা হয়, সরকার পতনের দাবিতে গার্মেন্টস কর্মী রুবেলসহ কয়েক শ ছাত্র-জনতা গত বছরের ৫ আগস্ট বেলা ১১টার দিকে আদাবর থানাধীন রিং রোড এলাকায় মিছিল বের করে। এ সময় তাদের লক্ষ্য করে গুলি চালায় পুলিশ এবং আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতী লীগ, কৃষক লীগ ও মৎসজীবী লীগের নেতা-কর্মীরা। এতে গুলিবিদ্ধ রুবেলের দুদিন পর মৃত্যু হয়।
এ ঘটনায় গত বছরের ২২ আগস্ট আদাবর থানায় মামলাটি করেন রুবেলের বাবা রফিকুল ইসলাম। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীরসহ কয়েকজনকে মামলায় আসামি করা হয়।

চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে এক গার্মেন্টস কর্মী হত্যার ঘটনায় হওয়া মামলায় গ্রেপ্তার চুয়াডাঙ্গার জীবননগর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এই নির্দেশ দেন।
হত্যা মামলার আসামি জাহাঙ্গীরকে আজ বিকেলে গার্মেন্টস কর্মী মো. রুবেল (১৮) হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে আদাবর থানা-পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা আসামির সাত দিনের রিমান্ড আবেদন করেন। পরে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, গণ-অভ্যুত্থানের সময় মোহাম্মদপুরের আদাবরে সরকারবিরোধী বিক্ষোভ দমনে জাহাঙ্গীর জড়িত ছিলেন বলে তদন্তে জানা গেছে। তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে এই ঘটনায় কারা জড়িত ছিলেন, তা উদ্ঘাটন করা সম্ভব হবে।
মামলার অভিযোগে বলা হয়, সরকার পতনের দাবিতে গার্মেন্টস কর্মী রুবেলসহ কয়েক শ ছাত্র-জনতা গত বছরের ৫ আগস্ট বেলা ১১টার দিকে আদাবর থানাধীন রিং রোড এলাকায় মিছিল বের করে। এ সময় তাদের লক্ষ্য করে গুলি চালায় পুলিশ এবং আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতী লীগ, কৃষক লীগ ও মৎসজীবী লীগের নেতা-কর্মীরা। এতে গুলিবিদ্ধ রুবেলের দুদিন পর মৃত্যু হয়।
এ ঘটনায় গত বছরের ২২ আগস্ট আদাবর থানায় মামলাটি করেন রুবেলের বাবা রফিকুল ইসলাম। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীরসহ কয়েকজনকে মামলায় আসামি করা হয়।

কুষ্টিয়া সদর আসনে জামায়াতের সংসদ সদস্য (এমপি) প্রার্থী ইসলামি বক্তা মুফতি আমির হামজার পুরোনো একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে তাঁকে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে উপস্থাপন...
৩ মিনিট আগে
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী শাহজাহান চৌধুরীর সম্পদের পরিমাণ প্রায় দেড় কোটি টাকা। ‘ব্যাংকে কোনো অ্যাকাউন্ট নেই’ দাবি করা এই নেতার ইসলামী ব্যাংকে দুটি অ্যাকাউন্ট ও এফডিআরে প্রায় ১০ লাখ টাকা রয়েছে। তাঁর নির্বাচনী হলফনামা বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে।
৪৩ মিনিট আগে
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহানকে ‘আপু’ সম্বোধন করাকে কেন্দ্র করে এক অনুষ্ঠানের আয়োজকের সঙ্গে বাগবিতণ্ডার ঘটনা ঘটেছে।
১ ঘণ্টা আগে
কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত ‘বাংলা চ্যানেল’ নামে পরিচিত সাগরপথ সাঁতরে পাড়ি দিচ্ছেন ৩৫ জন সাঁতারু। ১৬ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ এই চ্যানেল পাড়ি দিতে ৩৭ জন সাঁতারু নাম নিবন্ধন করলেও চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নিয়েছেন ৩৫ জন।
২ ঘণ্টা আগে