নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এলাকাবাসীর আন্দোলন, স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাস আর পরিবেশবাদী ও নাগরিক সংগঠনসমূহের আপত্তি সত্ত্বেও তেঁতুলতলা মাঠে দেয়াল নির্মাণের কাজ শেষ করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কলাবাগান থানার স্থায়ী ভবন নির্মাণের উদ্দেশ্যে এই দেয়াল তুলেছে পুলিশ।
এর আগে গতকাল বুধবার পরিবেশবাদী ও নাগরিক সংগঠনসমূহের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আশ্বাসের পরিপ্রেক্ষিতে দেয়াল নির্মাণের কাজ সাময়িকভাবে বন্ধ রেখেছিল পুলিশ।
আজ বৃহস্পতিবার সরেজমিন তেঁতুলতলা মাঠে গিয়ে দেখা যায়, মাঠটির পূর্ব পাশে পুরো সীমানায় চার ফুট উচ্চতায় দেয়াল তোলার কাজ শেষ হয়েছে। এ সময় মাঠের আশপাশে আন্দোলনকারীদের কোনো উপস্থিতি না থাকলেও মাঠের মাঝে চেয়ার পেতে জনা বিশেক পুলিশ সদস্যকে বসে থাকতে দেখা গেছে। স্থানীয় লোকজন জানিয়েছে, গতকাল রাতেই দেয়াল তোলার এই কাজ সম্পন্ন করা হয়।
মাঠে বসে থাকা পুলিশের কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশের উচ্চ পর্যায়ের নির্দেশনার আলোকেই এই দেয়াল তোলার কাজটি রাতের মধ্যে শেষ করা হয়েছে।’
এ সময় এসআই জানান, আজকে তাঁরা রুটিন দায়িত্ব হিসেবেই মাঠে অবস্থান করছেন।
মাঠ রক্ষার আন্দোলনের সমন্বয়ক আলমগীর আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে গতকাল মাঠ ছেড়ে গিয়েছিলাম। কিন্তু রাতের মধ্যেই মাঠে দেয়াল তুলে দেওয়াটা খুব খারাপ কাজ হয়েছে।’
পরবর্তী কর্মসূচি প্রসঙ্গে আলমগীর বলেন, ‘আমরা আন্দোলনকারী সংগঠনসমূহের সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মসূচি ঠিক করব। এই মাঠ রক্ষার জন্য আমাদের যে আন্দোলন আছে, তা অব্যাহত থাকবে।’

এলাকাবাসীর আন্দোলন, স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাস আর পরিবেশবাদী ও নাগরিক সংগঠনসমূহের আপত্তি সত্ত্বেও তেঁতুলতলা মাঠে দেয়াল নির্মাণের কাজ শেষ করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কলাবাগান থানার স্থায়ী ভবন নির্মাণের উদ্দেশ্যে এই দেয়াল তুলেছে পুলিশ।
এর আগে গতকাল বুধবার পরিবেশবাদী ও নাগরিক সংগঠনসমূহের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আশ্বাসের পরিপ্রেক্ষিতে দেয়াল নির্মাণের কাজ সাময়িকভাবে বন্ধ রেখেছিল পুলিশ।
আজ বৃহস্পতিবার সরেজমিন তেঁতুলতলা মাঠে গিয়ে দেখা যায়, মাঠটির পূর্ব পাশে পুরো সীমানায় চার ফুট উচ্চতায় দেয়াল তোলার কাজ শেষ হয়েছে। এ সময় মাঠের আশপাশে আন্দোলনকারীদের কোনো উপস্থিতি না থাকলেও মাঠের মাঝে চেয়ার পেতে জনা বিশেক পুলিশ সদস্যকে বসে থাকতে দেখা গেছে। স্থানীয় লোকজন জানিয়েছে, গতকাল রাতেই দেয়াল তোলার এই কাজ সম্পন্ন করা হয়।
মাঠে বসে থাকা পুলিশের কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশের উচ্চ পর্যায়ের নির্দেশনার আলোকেই এই দেয়াল তোলার কাজটি রাতের মধ্যে শেষ করা হয়েছে।’
এ সময় এসআই জানান, আজকে তাঁরা রুটিন দায়িত্ব হিসেবেই মাঠে অবস্থান করছেন।
মাঠ রক্ষার আন্দোলনের সমন্বয়ক আলমগীর আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে গতকাল মাঠ ছেড়ে গিয়েছিলাম। কিন্তু রাতের মধ্যেই মাঠে দেয়াল তুলে দেওয়াটা খুব খারাপ কাজ হয়েছে।’
পরবর্তী কর্মসূচি প্রসঙ্গে আলমগীর বলেন, ‘আমরা আন্দোলনকারী সংগঠনসমূহের সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মসূচি ঠিক করব। এই মাঠ রক্ষার জন্য আমাদের যে আন্দোলন আছে, তা অব্যাহত থাকবে।’

সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-৩ আসন। এই আসনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। এর মধ্যে যাচাই-বাছাইকালে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। আর প্রার্থীরা প্রবাসী স্ত্রী, ভাই, বোন ও ছেলের টাকায় নির্বাচনী ব্যয় মেটাবেন বলে
৩ ঘণ্টা আগে
সদর, আমতলী ও তালতলী উপজেলা নিয়ে বরগুনা-১ আসন এবং বামনা, পাথরঘাটা ও বেতাগী নিয়ে গঠিত বরগুনা-২ আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন দুটিতে মোট বৈধ প্রার্থী ১৮ জন। রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থীদের দেওয়া হলফনামা বিশ্লেষণে দেখা গেছে, কোনো প্রার্থীরই বার্ষিক আয় ১ কোটি টাকা নেই।
৩ ঘণ্টা আগে
পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে বিএনপির প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন। তিনি জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি। এবারই প্রথম তিনি জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সম্প্রতি তিনি আজকের পত্রিকার পাবনা প্রতিনিধি শাহীন রহমানের মুখোমুখি হয়েছিলেন।
৩ ঘণ্টা আগে
দেশে এলপি গ্যাসের তীব্র সংকট শিগগির অবসানের কোনো আভাস নেই। জ্বালানি মন্ত্রণালয় পর্যাপ্ত মজুতের কথা বললেও এলপি গ্যাস আমদানিকারকেরা বলছেন ভিন্ন কথা। তাঁরা বলছেন, সরবরাহ সংকটই এই অবস্থার কারণ।
৩ ঘণ্টা আগে