আজকের পত্রিকা ডেস্ক

গণতান্ত্রিক উত্তরণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দূরত্ব কমিয়ে আনতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেছেন, ‘গণ-অভ্যুত্থানের পর রাজনৈতিক দল ও জনগণের নজিরবিহীন সমর্থন থাকা সত্ত্বেও সরকারের ওপর মানুষের আস্থা ও ভরসায় চিড় ধরছে। মনে হয় সরকারও রাজনৈতিক দলকে কিছুটা এড়িয়ে চলছে। দেশের গণতান্ত্রিক উত্তরণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের এই দূরত্ব কমিয়ে আনা দরকার।’
আজ শনিবার রাজধানীর সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে পার্টির ঢাকা জেলা শিল্পাঞ্চল কমিটির কাউন্সিল অধিবেশনে তিনি এ কথা বলেন।
সাইফুল হক বলেন, ‘সরকার প্রতিদিন এমন এমন বাক্স খুলছে, যা আর তারা বন্ধ করতে পারছে না। সরকার সবকিছু ছড়িয়ে ফেলছে, কিন্তু গুছিয়ে আনতে পারছে না। দেশ কেমন চলছে সচিবালয়ের দিকে তাকালেই তা খানিকটা বোঝা যায়। সচিবালয়ে, রাষ্ট্রের বিভিন্ন ক্যাডারের মধ্যে যে অস্থিতিশীলতা চলছে, তা ভালো লক্ষণ নয়। এভাবে চলতে থাকলে সরকারের স্থিতিশীলতাও ঝুঁকির মধ্যে পড়তে পারে।’
দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার তাগিদ দিয়ে সাইফুল হক বলেন, ‘দ্রুত সংস্কারের ব্যাপারে বোঝাপড়া তৈরি করে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট পথনকশা ঘোষণা করা দরকার। কারণ অনির্বাচিত সরকার অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় থাকতে চাইলে বহু ধরনের ঝুঁকি তৈরি হয়। সফল হতে চাইলে সরকারকে তার অ্যাজেন্ডা কমিয়ে এনে কাজের তালিকা নির্দিষ্ট করা প্রয়োজন। রাজনৈতিক দলগুলো সরকারকে সহযোগিতা করতে চায়। কিন্তু সরকারকে এই সহযোগিতা নিতে জানতে হবে।’
সাইফুল হক আরও বলেন, সরকার অনেকগুলো কমিশন গঠন করলেও এখনো পর্যন্ত বাজার সংস্কারের জন্য কোনো কমিশন গঠন করা হয়নি। অনতিবিলম্বে বাজার সংস্কার কমিশন গঠন করতে হবে। একই সঙ্গে শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি কমিশন গঠন, রেশনিং ব্যবস্থা চালু করতে হবে।

গণতান্ত্রিক উত্তরণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দূরত্ব কমিয়ে আনতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেছেন, ‘গণ-অভ্যুত্থানের পর রাজনৈতিক দল ও জনগণের নজিরবিহীন সমর্থন থাকা সত্ত্বেও সরকারের ওপর মানুষের আস্থা ও ভরসায় চিড় ধরছে। মনে হয় সরকারও রাজনৈতিক দলকে কিছুটা এড়িয়ে চলছে। দেশের গণতান্ত্রিক উত্তরণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের এই দূরত্ব কমিয়ে আনা দরকার।’
আজ শনিবার রাজধানীর সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে পার্টির ঢাকা জেলা শিল্পাঞ্চল কমিটির কাউন্সিল অধিবেশনে তিনি এ কথা বলেন।
সাইফুল হক বলেন, ‘সরকার প্রতিদিন এমন এমন বাক্স খুলছে, যা আর তারা বন্ধ করতে পারছে না। সরকার সবকিছু ছড়িয়ে ফেলছে, কিন্তু গুছিয়ে আনতে পারছে না। দেশ কেমন চলছে সচিবালয়ের দিকে তাকালেই তা খানিকটা বোঝা যায়। সচিবালয়ে, রাষ্ট্রের বিভিন্ন ক্যাডারের মধ্যে যে অস্থিতিশীলতা চলছে, তা ভালো লক্ষণ নয়। এভাবে চলতে থাকলে সরকারের স্থিতিশীলতাও ঝুঁকির মধ্যে পড়তে পারে।’
দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার তাগিদ দিয়ে সাইফুল হক বলেন, ‘দ্রুত সংস্কারের ব্যাপারে বোঝাপড়া তৈরি করে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট পথনকশা ঘোষণা করা দরকার। কারণ অনির্বাচিত সরকার অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় থাকতে চাইলে বহু ধরনের ঝুঁকি তৈরি হয়। সফল হতে চাইলে সরকারকে তার অ্যাজেন্ডা কমিয়ে এনে কাজের তালিকা নির্দিষ্ট করা প্রয়োজন। রাজনৈতিক দলগুলো সরকারকে সহযোগিতা করতে চায়। কিন্তু সরকারকে এই সহযোগিতা নিতে জানতে হবে।’
সাইফুল হক আরও বলেন, সরকার অনেকগুলো কমিশন গঠন করলেও এখনো পর্যন্ত বাজার সংস্কারের জন্য কোনো কমিশন গঠন করা হয়নি। অনতিবিলম্বে বাজার সংস্কার কমিশন গঠন করতে হবে। একই সঙ্গে শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি কমিশন গঠন, রেশনিং ব্যবস্থা চালু করতে হবে।

চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
১ ঘণ্টা আগে
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। একই সঙ্গে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা আগামীকাল বুধবার তাঁকে সশরীরে আদালতে তলব করা হয়েছে। আসনটির নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম বন্দরে চাকরি পেয়েছেন গেজেটভুক্ত ৯ জুলাই যোদ্ধা। তাঁদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)। গত ১২ জানুয়ারি তাঁদের সঙ্গে চুক্তি সম্পাদনের মাধ্যমে এই নিয়োগ কার্যকর হয়েছে।
২ ঘণ্টা আগে