নিজস্ব প্রতিবেদক, ঢাকা।

বঙ্গবাজারের আগুন পুলিশ সদর দপ্তরের একটি ব্যারাকেও লেগেছিল। ব্যারাকটি আগুনে পুড়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। আগুন নিয়ন্ত্রণের পর আজ বেলা সোয়া তিনটার দিকে সার্বিক পরিস্থিতি নিয়ে পুলিশ সদর দপ্তরের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইজিপি।
আইজিপি বলেন, ‘পুলিশ সদর দপ্তরের একটি ব্যারাকেও আগুন লেগেছিল। সেখানে থাকা আমাদের সকল সদস্য নিরাপদে বের হতে পেরেছে। মালামাল বের করা যায়নি। তবে ডকুমেন্টস ও মালামাল কী কী ক্ষতি হয়েছে, তা খতিয়ে দেখতে হবে।’
আইজিপি আরও বলেন, ‘আমরা ভোরবেলা আগুনের খবর পেয়েই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে এসেছি। পৌনে সাতটার মধ্যে সকল সিনিয়র অফিসার ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে যোগ দেন। আমরা এসে মারাত্মক আগুন দেখি, ফায়ার সার্ভিস চারদিক থেকে কাজ করছে। আমরাও রাজারবাগ থেকে ৫টা ওয়াটার ক্যানন এনে ফায়ার সার্ভিসের সঙ্গে কাজ শুরু করি। আমাদের ওয়াটার রিজার্ভার থেকে প্রায় ২ লাখ লিটার পানি সাপ্লাই দিয়েছি, আমাদের প্রায় ২ হাজার ফোর্স অত্র এলাকায় দায়িত্ব পালন করেছে।’
ফায়ার সার্ভিসের কর্মীরা অত্যন্ত পরিশ্রম করেছেন উল্লেখ করে পুলিশের মহাপরিদর্শক বলেন, ‘র্যাব-বিজিবিসহ তিন বাহিনীর সদস্যরা একযোগে দায়িত্ব পালন করেছে। সবকিছু মিলিয়ে আমরা কিছুক্ষণ আগে আগুন নিয়ন্ত্রণের খবর পেয়েছি।’
ফায়ার সার্ভিস সদর দপ্তরে হামলা প্রসঙ্গে আইজিপি বলেন, ‘আপনারা দেখেছেন কী অবস্থা, এখানে হাজার হাজার মানুষ। হামলার খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গেই গিয়েছি, এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। পরে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।’
ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। নাশকতার কোনো ঘটনা ঘটে থাকলে কমিটির তদন্তে বের হয়ে আসবে। সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে বলে জানান তিনি।

বঙ্গবাজারের আগুন পুলিশ সদর দপ্তরের একটি ব্যারাকেও লেগেছিল। ব্যারাকটি আগুনে পুড়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। আগুন নিয়ন্ত্রণের পর আজ বেলা সোয়া তিনটার দিকে সার্বিক পরিস্থিতি নিয়ে পুলিশ সদর দপ্তরের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইজিপি।
আইজিপি বলেন, ‘পুলিশ সদর দপ্তরের একটি ব্যারাকেও আগুন লেগেছিল। সেখানে থাকা আমাদের সকল সদস্য নিরাপদে বের হতে পেরেছে। মালামাল বের করা যায়নি। তবে ডকুমেন্টস ও মালামাল কী কী ক্ষতি হয়েছে, তা খতিয়ে দেখতে হবে।’
আইজিপি আরও বলেন, ‘আমরা ভোরবেলা আগুনের খবর পেয়েই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে এসেছি। পৌনে সাতটার মধ্যে সকল সিনিয়র অফিসার ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে যোগ দেন। আমরা এসে মারাত্মক আগুন দেখি, ফায়ার সার্ভিস চারদিক থেকে কাজ করছে। আমরাও রাজারবাগ থেকে ৫টা ওয়াটার ক্যানন এনে ফায়ার সার্ভিসের সঙ্গে কাজ শুরু করি। আমাদের ওয়াটার রিজার্ভার থেকে প্রায় ২ লাখ লিটার পানি সাপ্লাই দিয়েছি, আমাদের প্রায় ২ হাজার ফোর্স অত্র এলাকায় দায়িত্ব পালন করেছে।’
ফায়ার সার্ভিসের কর্মীরা অত্যন্ত পরিশ্রম করেছেন উল্লেখ করে পুলিশের মহাপরিদর্শক বলেন, ‘র্যাব-বিজিবিসহ তিন বাহিনীর সদস্যরা একযোগে দায়িত্ব পালন করেছে। সবকিছু মিলিয়ে আমরা কিছুক্ষণ আগে আগুন নিয়ন্ত্রণের খবর পেয়েছি।’
ফায়ার সার্ভিস সদর দপ্তরে হামলা প্রসঙ্গে আইজিপি বলেন, ‘আপনারা দেখেছেন কী অবস্থা, এখানে হাজার হাজার মানুষ। হামলার খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গেই গিয়েছি, এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। পরে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।’
ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। নাশকতার কোনো ঘটনা ঘটে থাকলে কমিটির তদন্তে বের হয়ে আসবে। সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে বলে জানান তিনি।

চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় পারিবারিক বিরোধের জেরে স্বামীর ছুরিকাঘাতে সালমা আক্তার (৩৮) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত স্বামীকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন।
৬ মিনিট আগে
নির্বাচনকালীন দায়িত্ব প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জনগণের আস্থা অর্জন ছাড়া কেবল শক্তি প্রয়োগ করে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
১ ঘণ্টা আগে
নিহত আমেনা বেগমের বড় ভাই মোহাম্মদ ফোরকান বলেন, ‘বিয়ের সময় যৌতুক ও নগদ ২ লাখ ৬০ হাজার টাকা দেওয়া হয়েছিল। এরপরও বিভিন্ন সময়ে টাকা দাবি করে নির্যাতন চালানো হয়েছে। এখন আমার বোনকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, হামলার অভিযোগ এনে জামায়াতের যুব বিভাগের চরশাহী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সভাপতি হেজবুল্লাহ সোহেল বাদী হয়ে ১৭০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এতে ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৬০ জনকে আসামি করা হয়।
২ ঘণ্টা আগে