Ajker Patrika

মালয়েশিয়ায় ক্রেন উল্টে বাংলাদেশির মৃত্যু

প্রতিনিধি, ভাঙ্গা (ফরিদপুর) 
মালয়েশিয়ায় ক্রেন উল্টে বাংলাদেশির মৃত্যু

মালয়েশিয়ায় ক্রেন উল্টে মারা গেছেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের চর বালিয়া গ্রামের ফাইজুর মোল্লা (২৮)।

গতকাল শনিবার বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে তিনি মারা যান। নিহত ফাইজুর মোল্লা চর বালিয়া গ্রামের মৃত সামছুল হক মোল্লা ও সবেদা বেগম দম্পতির ছোট সন্তান। এ দম্পতির তিন ছেলে ও দুই মেয়ের মধ্যে ফাইজুর ছিলেন সবার ছোট।

পরিবারের সূত্রে জানা যায়, দেড় বছর আগে ফাইজুর মোল্লা মালয়েশিয়া যান। সেখানে ক্রেন চালানোর কাজ নেন। শনিবার বাংলাদেশ সময় সকাল ৭টার দিকে কাজে যান ফাইজুর। সকাল ১০টার দিকে তাঁর ক্রেনটি উল্টে যায়। এ সময় ফাইজুর নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। 

ফাইজুরের মৃত্যুতে তাঁর বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। বারবার মূর্ছা যাচ্ছেন মা। গত জুনে স্বামী সামছুল হক মোল্লাকে হারিয়েছেন তিনি। তিন মাসের ব্যবধানে সন্তানকে হারিয়ে সবেদা বেগম এখন পাগলপ্রায়। মারা যাওয়ার আগেরদিনও ফাইজুর মায়ের সঙ্গে কথা বলেছেন। 

আলগী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হাসিয়ার মাতুব্বর জানান, ফাইজুরের মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। ফাইজুরের বড় দুই ভাই সাইফুল মোল্লা ও সানোয়ার মোল্লাও মালয়েশিয়ায় থাকতেন। গত বছর করোনা মহামারি শুরুর আগে দুই ভাই দেশে আসেন। আর যেতে পারেননি। পরিবারের আদরের ছোট ভাই ফাইজুরকে হারিয়ে তাঁরা নির্বাক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

এমপিওভুক্ততে ৬৭ হাজার শিক্ষক নিয়োগের আবেদন শুরু, যোগ্যতা ও আবেদনের নিয়ম

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত