Ajker Patrika

জাকসু নির্বাচন: পরিবেশ পরিষদের পরামর্শে হয়নি তফসিল ঘোষণা, উত্তপ্ত ক্যাম্পাস

জাবি প্রতিনিধি 
উত্তপ্ত জাবি ক্যাম্পাস। ছবি: আজকের পত্রিকা
উত্তপ্ত জাবি ক্যাম্পাস। ছবি: আজকের পত্রিকা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন নিয়ে ক্যাম্পাস উত্তপ্ত হয়ে উঠেছে। পূর্বঘোষিত রূপরেখা অনুযায়ী আজ ১ ফেব্রুয়ারি জাকসু নির্বাচনের তফসিল ঘোষণার কথা ছিল। তবে জাকসু নির্বাচনসংক্রান্ত পরিবেশ পরিষদের পরামর্শক্রমে যথাসময়ে ঘোষণা করা হয়নি নির্বাচনী তফসিল।

ছাত্রদল চায় জাকসুর গঠনতন্ত্রসহ প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচন হোক। এ নিয়ে তারা গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে বেলা সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেছে।

অন্যদিকে তফসিল ঘোষণাসহ দ্রুত নির্বাচনের দাবিতে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাল্টা অবস্থান নেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রশিবির, জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটভুক্ত দুটি সংগঠন, গণ-অভ্যুত্থান রক্ষা আন্দোলন, জুলাই গণহত্যা বিচার নিশ্চিত পরিষদসহ বেশ কিছু সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় অনতিবিলম্বে জাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানান তাঁরা। অন্যথায় আসন্ন ভর্তি পরীক্ষা বন্ধের হুঁশিয়ারি দেওয়া হয়।

এদিকে গতকাল বিকেল ৪টায় জাকসু নির্বাচনের পরিবেশ পরিষদের এক সভায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রবকে আহ্বায়ক করে ১০ সদস্যের জাকসু গঠনতন্ত্র সংস্কার কমিশন গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সংস্কার কমিটিকে আগামী চার কর্মদিবসের মধ্যে সংস্কার বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দিতে বলা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার সদস্যসচিব তৌহিদ মোহাম্মদ সিয়াম বলেন, ‘ছাত্রদলের ব্যানারে কিছু অছাত্র আজ (গতকাল) রেজিস্ট্রার ভবনের সামনে অবস্থান নিয়ে জাকসুর তফসিল ঘোষণা না করতে চাপ প্রয়োগ করেছে। তাই তফসিল ঘোষণা করা হয়নি। তারই পরিপ্রেক্ষিতে জাকসুর পক্ষের সব শক্তিকে এক করে আমরা ক্যাম্পাসে মিছিলের পর অবস্থান নিয়েছি। আসন্ন ভর্তি পরীক্ষার আগে তফসিল ঘোষণা করা না হলে ভর্তি পরীক্ষা হতে দেওয়া হবে না।’

গণ-অভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক আব্দুর রশিদ জিতু বলেন, ‘ভর্তি পরীক্ষার আগেই তফসিল ঘোষণা করতে হবে। অন্যথায় ভর্তি পরীক্ষা হতে দেওয়া হবে না। প্রশাসন এক মাস আগে জাকসু বাস্তবায়নের লক্ষ্যে একটি রোডম্যাপ প্রকাশ করেছিল। সেই লক্ষ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছিল এবং আজ (গতকাল) ছিল তফসিল ঘোষণার তারিখ। কিন্তু একটি কুচক্রী মহলের দাবির পরিপ্রেক্ষিতে জাকসু বানচালের চেষ্টা করা হচ্ছে।’

উত্তপ্ত জাবি ক্যাম্পাস। ছবি: আজকের পত্রিকা
উত্তপ্ত জাবি ক্যাম্পাস। ছবি: আজকের পত্রিকা

প্রয়োজনীয় সংস্কার ছাড়া জাকসু নির্বাচন সুষ্ঠু হবে না বলে দাবি করেন শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা। এ বিষয়ে শাখা ছাত্রদলের সদস্যসচিব ওয়াসিম আহমেদ অনিক বলেন, ‘জাকসু নির্বাচনের গুরুত্বপূর্ণ চেয়ারে যাঁরা বসে আছেন, তাঁরা আওয়ামী লীগের দোসর। তাঁদের বসিয়ে রেখে কোনোভাবে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। তা ছাড়া জাকসুর যে গঠনতন্ত্র রয়েছে, সেটা অনেক আগের। এই গঠনতন্ত্র সংস্কার করতে হবে এবং এই কাজগুলো সম্পন্ন করে নির্বাচন দিতে হবে। অন্যথায় নির্বাচন মেনে নেওয়া হবে না।’

সার্বিক বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান আজকের পত্রিকাকে বলেন, ‘ছাত্র সংগঠনগুলো দুটি পক্ষে বিভক্ত হয়েছে, এক পক্ষ নির্বাচন-সূচি অবিলম্বে ঘোষণা করার দাবি জানাচ্ছে; অন্য পক্ষ নির্বাচন-সূচি ঘোষণার আগে সংস্কার কমিশন গঠন চাচ্ছে। আমরা ইতিমধ্যে পরিবেশ পরিষদের পরামর্শক্রমে জাকসু নির্বাচনের গঠনতন্ত্র সংস্কারের বিষয়ে একটি কমিটি গঠন করেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিবিসি বাংলার সমালোচনার পর দুঃখপ্রকাশ করলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব

ছুটি না দেওয়ায় চার সহকর্মীকে ছুরিকাঘাত করে সদর্পে হাঁটা দিলেন সরকারি কর্মকর্তা

ভারতকে যুদ্ধের হুমকি পাকিস্তানের সেনাপ্রধানের

হাসিনার বক্তব্যে ‘ভারতের দায় নেই’, বাংলাদেশের দূতকে পাল্টা তলব

বেনজীর আহমেদের বক্তব্যে সব পুলিশ সদস্য ক্ষুব্ধ: পুলিশ অ্যাসোসিয়েশন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত