
টাঙ্গাইলের কালিহাতীতে ড্রাম ট্রাকের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত ও দুজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আজ রবিবার সকালে উপজেলার ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের পৌলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মোটরসাইকেল আরোহী রেজাউল (২৫) ভূঞাপুর উপজেলার গাবসাড়া ইউনিয়নের মেঘার পটল গ্রামের আবুল হোসেনের ছেলে। আর আহতরা হলেন একই উপজেলার চণ্ডীপুর গ্রামের বাছেদ তালুকদারের ছেলে শামীম (২৭) এবং পুংলীপাড়ার আব্দুর খালেকের ছেলে নাজমুল (২৬)।
স্থানীয়রা জানান, সকালে টাঙ্গাইলে জেলা প্রশাসকের কার্যালয়ে ভূঞাপুর উপজেলার গাবসাড়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান শাহ্ আলম আকন্দ শাপলার শপথগ্রহণ অনুষ্ঠান শেষে মোটরসাইকেলের বহর নিয়ে নিজ এলাকায় ফিরছিলেন। বহরটি ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার পৌলী আলিফ স্টিল মিলসের সামনে পৌঁছালে মহাসড়কের পূর্ব পাশ থেকে একটি ড্রামট্রাক টার্নিং নিয়ে পশ্চিম পাশে যাওয়ার সময় বহরটির ওপর দিয়ে চলে যায়। এ সময় ঘটনাস্থলেই রেজাউল নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হন। অপর দুই মোটরসাইকেল আরোহীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়।
এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, ভূঞাপুরের গাবসারা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানের শপথগ্রহণ অনুষ্ঠান শেষে মোটরসাইকেলের বহর নিয়ে ভূঞাপুরে ফেরার পথে মহাসড়কের পৌলী স্টিল মিলের সামনে পৌঁছালে একটি ট্রাক বহরটির ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই রেজাউল নামের এক যুবকের মৃত্যু হয়। আহত দুজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ট্রাকটি আটক করা যায়নি। মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে আনা হয়েছে।

জামায়াতের চোখ ফোটাল বিএনপি, এমপি থেকে মন্ত্রীও বানানো হয়েছিল, এখন তারাই আবার বিএনপিকে ভয় দেখায়। এরা আওয়ামী লীগের চেয়েও বেশি ভয়ংকর।
১ সেকেন্ড আগে
নরসিংদীর রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের স্মৃতির স্মরণে নির্মিত ‘বীরশ্রেষ্ঠ মতিউরনগর’ তোরণটি ভেঙে ফেলা হয়েছে। গতকাল বুধবার উপজেলার মাহমুদাবাদ এলাকায় সড়ক ও জনপথ বিভাগের (সওজ) কর্মীরা এক্সকাভেটর দিয়ে তোরণটি ভেঙে ফেলেন।
২১ মিনিট আগে
চট্টগ্রামের বোয়ালখালীতে অপহরণের শিকার গেগেনার ত্রিপুরা (৪৫) নামে এক রিকশাচালককে উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার (২১ জানুয়ারি) রাতে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডীর একটি ঘর থেকে শিকল বাঁধা অবস্থায় তাঁকে পাওয়া যায়।
৪৪ মিনিট আগে
দুর্নীতি ও অশালীন আচরণের অভিযোগ তুলে নড়াইল নার্সিং কলেজের অধ্যক্ষ ও এক প্রশিক্ষককে এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। পরে পদত্যাগপত্র লিখে অধ্যক্ষ ও প্রশিক্ষকের স্বাক্ষর নেন তাঁরা। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে