Ajker Patrika

পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের মানববন্ধন

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ১৫: ৪৪
পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের মানববন্ধন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২২ সালের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা তাঁদের ফাইনাল পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে মানববন্ধন করেছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় গাজীপুর মহানগরীর বোর্ড বাজার এলাকায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে শিক্ষার্থীরা এই মানববন্ধন কর্মসূচি পালন করছেন। 

শিক্ষার্থীরা জানান, আগামী মে মাসে তাঁদের ২০২২ সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। প্রতিটি পরীক্ষার মধ্যে এক দিনের বন্ধ রয়েছে। এই রুটিন তাঁরা মেনে নেননি। প্রতিটি পরীক্ষার মধ্যে ২-৩ দিন বিরতি চান। দাবি মেনে নিয়ে রুটিন পরিবর্তন করতে হবে, না হলে পরে আরও বড় কর্মসূচি নেওয়া হবে বলেও জানান তাঁরা। 

আমিনুর রহমান নামের এক শিক্ষার্থী বলেন, ‘পরীক্ষার সময় কমানোর নামে শিক্ষার্থীদের জীবন হুমকির মুখে ফেলে দিতে চায় জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আমরা চাই, প্রকাশিত রুটিন পরিবর্তন করে প্রত্যেক পরীক্ষার মাঝে কমপক্ষে দুই থেকে তিন দিন ছুটি দেওয়া হোক।’ 

ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার্থী ফয়সাল আহমেদ জয় বলেন, ‘পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে গাজীপুর ও আশপাশের অনেক কলেজের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। দ্রুত এটি পরিবর্তনের দাবি জানাচ্ছি।’ 

প্রকাশিত রুটিন অনুযায়ী, আগামী ১৯ মে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষা শুরু হওয়ার কথা, যা ৬ জুন পর্যন্ত চলবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গোপালগঞ্জ-৩: বঙ্গবন্ধুর কবর জিয়ারত করে নির্বাচনী প্রচারে সাবেক বিএনপি নেতা হাবিব

বাংলাদেশে জামায়াতকে ‘বন্ধু’ হিসেবে চায় যুক্তরাষ্ট্র, মার্কিন কূটনীতিকের অডিও ফাঁস

কেরানীগঞ্জে বিএনপি নেতাকে গুলি

নির্বাচন ঘিরে টানা চার দিন ছুটি

নবম বেতন কমিশন: সরকারি চাকরিজীবীদের কোন পে স্কেলে বেতন বেড়ে কত হচ্ছে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত