উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর দক্ষিণখানে গভীর রাতে দুটি ফার্নিচার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কারখানা দুটি সম্পূর্ণ পুড়ে গেলেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কারখানার মালিকপক্ষ।
ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার (৩ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে দক্ষিণখানের আজমপুর রেলগেটসংলগ্ন হালিমা সুপার মার্কেটে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট রাত সোয়া ১টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় সাড়ে তিন ঘণ্টা চেষ্টার পর ভোর সাড়ে ৪টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানাগুলো হলো, ‘আর কে ডোর কমপ্লেক্স অ্যান্ড ফার্নিচার’ ও ‘সুমি এন্টারপ্রাইজ বোর্ড অ্যান্ড কাট’। কারখানাগুলোতে থাকা কাঠের ফার্নিচার, সিএনসি (কম্পিউটার নিউমেরিক্যাল কন্ট্রোল) মেশিন এবং অন্যান্য সরঞ্জাম পুড়ে গেছে। এতে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট বা সিএনসি মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে সঠিক কারণ জানতে তদন্ত চলছে।
দিয়াবাড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. আলম হোসেন জানান, ‘রাত ১টা ৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। আগুন নিয়ন্ত্রণে আনতে সোয়া ২টা পর্যন্ত কাজ করা হয় এবং ভোর সাড়ে ৪টার দিকে পুরোপুরি নেভানো সম্ভব হয়।’
মো. আলম হোসেন আরও জানান, ‘অগ্নিকাণ্ডে কারখানার আনুমানিক ২ কোটি টাকার মালামাল ধ্বংস হয়েছে। তবে দ্রুত পদক্ষেপ নেওয়ার ফলে প্রায় ১০ কোটি টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে।’

রাজধানীর দক্ষিণখানে গভীর রাতে দুটি ফার্নিচার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কারখানা দুটি সম্পূর্ণ পুড়ে গেলেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কারখানার মালিকপক্ষ।
ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার (৩ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে দক্ষিণখানের আজমপুর রেলগেটসংলগ্ন হালিমা সুপার মার্কেটে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট রাত সোয়া ১টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় সাড়ে তিন ঘণ্টা চেষ্টার পর ভোর সাড়ে ৪টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানাগুলো হলো, ‘আর কে ডোর কমপ্লেক্স অ্যান্ড ফার্নিচার’ ও ‘সুমি এন্টারপ্রাইজ বোর্ড অ্যান্ড কাট’। কারখানাগুলোতে থাকা কাঠের ফার্নিচার, সিএনসি (কম্পিউটার নিউমেরিক্যাল কন্ট্রোল) মেশিন এবং অন্যান্য সরঞ্জাম পুড়ে গেছে। এতে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট বা সিএনসি মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে সঠিক কারণ জানতে তদন্ত চলছে।
দিয়াবাড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. আলম হোসেন জানান, ‘রাত ১টা ৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। আগুন নিয়ন্ত্রণে আনতে সোয়া ২টা পর্যন্ত কাজ করা হয় এবং ভোর সাড়ে ৪টার দিকে পুরোপুরি নেভানো সম্ভব হয়।’
মো. আলম হোসেন আরও জানান, ‘অগ্নিকাণ্ডে কারখানার আনুমানিক ২ কোটি টাকার মালামাল ধ্বংস হয়েছে। তবে দ্রুত পদক্ষেপ নেওয়ার ফলে প্রায় ১০ কোটি টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৪ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৫ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৫ ঘণ্টা আগে