উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর দক্ষিণখানে গভীর রাতে দুটি ফার্নিচার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কারখানা দুটি সম্পূর্ণ পুড়ে গেলেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কারখানার মালিকপক্ষ।
ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার (৩ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে দক্ষিণখানের আজমপুর রেলগেটসংলগ্ন হালিমা সুপার মার্কেটে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট রাত সোয়া ১টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় সাড়ে তিন ঘণ্টা চেষ্টার পর ভোর সাড়ে ৪টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানাগুলো হলো, ‘আর কে ডোর কমপ্লেক্স অ্যান্ড ফার্নিচার’ ও ‘সুমি এন্টারপ্রাইজ বোর্ড অ্যান্ড কাট’। কারখানাগুলোতে থাকা কাঠের ফার্নিচার, সিএনসি (কম্পিউটার নিউমেরিক্যাল কন্ট্রোল) মেশিন এবং অন্যান্য সরঞ্জাম পুড়ে গেছে। এতে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট বা সিএনসি মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে সঠিক কারণ জানতে তদন্ত চলছে।
দিয়াবাড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. আলম হোসেন জানান, ‘রাত ১টা ৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। আগুন নিয়ন্ত্রণে আনতে সোয়া ২টা পর্যন্ত কাজ করা হয় এবং ভোর সাড়ে ৪টার দিকে পুরোপুরি নেভানো সম্ভব হয়।’
মো. আলম হোসেন আরও জানান, ‘অগ্নিকাণ্ডে কারখানার আনুমানিক ২ কোটি টাকার মালামাল ধ্বংস হয়েছে। তবে দ্রুত পদক্ষেপ নেওয়ার ফলে প্রায় ১০ কোটি টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে।’

রাজধানীর দক্ষিণখানে গভীর রাতে দুটি ফার্নিচার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কারখানা দুটি সম্পূর্ণ পুড়ে গেলেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কারখানার মালিকপক্ষ।
ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার (৩ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে দক্ষিণখানের আজমপুর রেলগেটসংলগ্ন হালিমা সুপার মার্কেটে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট রাত সোয়া ১টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় সাড়ে তিন ঘণ্টা চেষ্টার পর ভোর সাড়ে ৪টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানাগুলো হলো, ‘আর কে ডোর কমপ্লেক্স অ্যান্ড ফার্নিচার’ ও ‘সুমি এন্টারপ্রাইজ বোর্ড অ্যান্ড কাট’। কারখানাগুলোতে থাকা কাঠের ফার্নিচার, সিএনসি (কম্পিউটার নিউমেরিক্যাল কন্ট্রোল) মেশিন এবং অন্যান্য সরঞ্জাম পুড়ে গেছে। এতে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট বা সিএনসি মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে সঠিক কারণ জানতে তদন্ত চলছে।
দিয়াবাড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. আলম হোসেন জানান, ‘রাত ১টা ৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। আগুন নিয়ন্ত্রণে আনতে সোয়া ২টা পর্যন্ত কাজ করা হয় এবং ভোর সাড়ে ৪টার দিকে পুরোপুরি নেভানো সম্ভব হয়।’
মো. আলম হোসেন আরও জানান, ‘অগ্নিকাণ্ডে কারখানার আনুমানিক ২ কোটি টাকার মালামাল ধ্বংস হয়েছে। তবে দ্রুত পদক্ষেপ নেওয়ার ফলে প্রায় ১০ কোটি টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে।’

যশোরের অভয়নগরে ৭৪টি অবৈধ কয়লার চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নে ভৈরব নদের পাড় ঘেঁষে কয়লা তৈরির এসব অবৈধ চুল্লি গড়ে তোলা হয়েছিল। খুলনা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম আজ সোমবার (১২ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত এই অভিযান চালান।
৬ মিনিট আগে
ফরিদপুরের বোয়ালমারীতে চলন্ত ট্রেনের ধাক্কায় জুট মিলের শ্রমিক বহনকারী পিকআপে থাকা দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহত ব্যক্তিরা সবাই উপজেলার ডোবরা জনতা জুট মিলের শ্রমিক।
১৩ মিনিট আগে
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ‘গুলিবর্ষণের’ পর মিস্টার আলী (২৫) নামের বাংলাদেশি এক যুবককে আটকের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের খাটিয়ামারী সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২-এর নিকটবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
১৭ মিনিট আগে
শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুরে ঘরের মধ্যে বিস্ফোরণে দুজনের মৃত্যুর ঘটনায় এলাকাটিতে বড় ধরনের অভিযান চালিয়েছে পুলিশ ও সেনাবাহিনী। যৌথ অভিযানে ৪৫টি ককটেল, ককটেল তৈরির সরঞ্জাম ও দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য তিন নারীসহ চারজনকে আটক করা হয়েছে।
২১ মিনিট আগে