Ajker Patrika

আজ মে দিবস: আধাবেলা সড়কে গণপরিবহন থাকবে কম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ মে ২০২৪, ১০: ২৮
আজ মে দিবস: আধাবেলা সড়কে গণপরিবহন থাকবে কম

শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস আজ। এ উপলক্ষে আজ বুধবার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পরিবহনশ্রমিকেরাও দিবসটি পালন করবেন। ফলে ঢাকা থেকে আন্তজেলা রুটে চলাচল করা যাত্রীবাহী বাসগুলো বন্ধ থাকবে। এ ছাড়া ঢাকা মহানগর ও আশপাশের জেলায় চলাচল করা বাসগুলোও দুপুর পর্যন্ত বন্ধ রাখার ইঙ্গিত দিয়েছে মালিক সমিতি। 

শ্রমিক নেতারা জানিয়েছেন, মে দিবসে নানা কর্মসূচি আছে। সেই সব কর্মসূচিতে শ্রমিকদের যুক্ত হতে হবে বলেই বাস চালানো যাচ্ছে না। মহাখালী আন্তজেলা বাস টার্মিনাল মালিক সমিতির সভাপতি আবুল কালাম বলেন, ‘১ মে শ্রমিক দিবস। এদিন পরিবহন শ্রমিকেরা দুপুর পর্যন্ত গাড়ি চালায় না। হয়তো দুপুর ২টা পর্যন্ত গাড়ি চলবে না।’ 

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির দপ্তর সম্পাদক সামদানী খন্দকার আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা গাড়ি চালাব। হয়তো লং রুটে (দূরপাল্লার রুটে) দুপুর ১২টা বা ১টা পর্যন্ত গাড়ি চলাচল বন্ধ থাকবে।’ তিনি বলেন, ‘গাড়ি চলছে। তবে পরিমাণে একটু কম থাকতে পারে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ির পরিমাণও বাড়বে।’ 

সামদানী খন্দকার আরও বলেন, ‘কিছু কিছু স্টাফ হয়তো বিভিন্ন প্রোগ্রামের সঙ্গে যুক্ত হতে পারেন। তবে সিটি পরিবহন আছে। মহাখালী টার্মিনালে কিছু বাস দুপুর পর্যন্ত বন্ধ থাকতে পারে।’ 

প্রসঙ্গত, ১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকেরা ন্যায্য মজুরি ও দৈনিক আট ঘণ্টা শ্রমের অধিকার প্রতিষ্ঠার দাবিতে আন্দোলনে নামেন। শ্রমিকদের এই কর্মসূচির ওপর পুলিশ গুলি চালায়। এতে অনেকে হতাহত হন। শ্রমিকদের এই আত্মত্যাগের মধ্য দিয়ে দৈনিক কাজের সময় আট ঘণ্টা করার দাবি প্রতিষ্ঠিত হওয়ার স্বীকৃতি হিসেবে দিনটি মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের সঙ্গে গ্রুপ পরিবর্তনে রাজি ‘না’ আয়ারল্যান্ড

ইসির ভেতরে আপিল শুনানি, বাইরে ছাত্রদলের ঘেরাও কর্মসূচি

১০০ কোটি ডলার দিলেই কেবল মিলবে ট্রাম্পের শান্তি পরিষদের সদস্যপদ

নুরের আসনে কমিটি বিলুপ্ত: বিএনপি নেতা-কর্মীদের উল্লাসের কারণ কী

মাঘেও তাপমাত্রা কি বাড়তেই থাকবে— যা জানাল আবহাওয়া অধিদপ্তর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত