
‘গভীর রাতে ঢেউটিনের শব্দে ঘুম ভাঙলে স্বামী ও দেবর-ভাশুর বাড়ির বাইরে বের হয়। এ সময় দেশীয় অস্ত্রের মুখে তাদের জিম্মি করা হয়। পরে তারা আমাদের বাড়িতে হামলা-লুটপাট চালায়। একপর্যায়ে আগুন জ্বালিয়ে বাড়িঘরসহ সব পুড়িয়ে দেয়।’
কথাগুলো বলছিলেন গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের গাজীপুর গ্রামের কৃষক মোস্তফা কামালের স্ত্রী পাপন আক্তার। তিনি আরও বলেন, ‘গতকাল সোমবার রাতে শতাধিক মুখোশধারী সন্ত্রাসী আমাদের পরিবারের সবাইকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে বসতবাড়িতে ভাঙচুর-লুটপাট শেষে আগুনে পুড়িয়ে দেয়। গতকাল রাত থেকে এক কাপড়ে আছি। তারা একটি জামাকাপড় পর্যন্ত রাখেনি। সব জ্বালিয়ে-পুড়িয়ে দিয়েছে।’
ভুক্তভোগী আব্দুল বারেক বলেন, ‘সবাই ঘুমিয়ে ছিলাম। রাত আড়াইটার দিকে টিনের শব্দে ঘুম ভাঙে। এরপর আমরা তিন ভাই বাইরে আসি। সঙ্গে সঙ্গে মুখোশধারী সন্ত্রাসীরা আমাদের গলায় ধারালো অস্ত্র ধরে। এরপর ঘরের সব আসবাবপত্র লুটে নেয় এবং বাড়িতে আগুন দেয়। ওরা চলে গেলে আমরা ডাক-চিৎকার শুরু করি। এরপর আশপাশের লোকজন এগিয়ে আসে। মুখ বাঁধা থাকায় আমরা কাউকে চিনতে পারিনি। প্রতিবেশী আবুল কালামের সঙ্গে দীর্ঘ দিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। সে কারণেই ভাড়াটে সন্ত্রাসী দিয়ে আমাদের বাড়িতে আগুন দিয়ে থাকতে পারে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’
তবে অভিযুক্ত আবুল কালাম বলেন, ‘যে জমিতে তারা বসতবাড়ি করেছে, সেই জমির মালিক আমি। কিন্তু আমি কোনো সন্ত্রাসী ভাড়া করে বসতবাড়ি ভাঙচুর করে আগুন দেইনি।’
এ বিষয়ে জানতে চাইলে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. হারুন অর রশিদ আজকের পত্রিকাকে বলেন, লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে বসতবাড়ি ভাঙচুর ও আগুন দেওয়ার সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

‘গভীর রাতে ঢেউটিনের শব্দে ঘুম ভাঙলে স্বামী ও দেবর-ভাশুর বাড়ির বাইরে বের হয়। এ সময় দেশীয় অস্ত্রের মুখে তাদের জিম্মি করা হয়। পরে তারা আমাদের বাড়িতে হামলা-লুটপাট চালায়। একপর্যায়ে আগুন জ্বালিয়ে বাড়িঘরসহ সব পুড়িয়ে দেয়।’
কথাগুলো বলছিলেন গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের গাজীপুর গ্রামের কৃষক মোস্তফা কামালের স্ত্রী পাপন আক্তার। তিনি আরও বলেন, ‘গতকাল সোমবার রাতে শতাধিক মুখোশধারী সন্ত্রাসী আমাদের পরিবারের সবাইকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে বসতবাড়িতে ভাঙচুর-লুটপাট শেষে আগুনে পুড়িয়ে দেয়। গতকাল রাত থেকে এক কাপড়ে আছি। তারা একটি জামাকাপড় পর্যন্ত রাখেনি। সব জ্বালিয়ে-পুড়িয়ে দিয়েছে।’
ভুক্তভোগী আব্দুল বারেক বলেন, ‘সবাই ঘুমিয়ে ছিলাম। রাত আড়াইটার দিকে টিনের শব্দে ঘুম ভাঙে। এরপর আমরা তিন ভাই বাইরে আসি। সঙ্গে সঙ্গে মুখোশধারী সন্ত্রাসীরা আমাদের গলায় ধারালো অস্ত্র ধরে। এরপর ঘরের সব আসবাবপত্র লুটে নেয় এবং বাড়িতে আগুন দেয়। ওরা চলে গেলে আমরা ডাক-চিৎকার শুরু করি। এরপর আশপাশের লোকজন এগিয়ে আসে। মুখ বাঁধা থাকায় আমরা কাউকে চিনতে পারিনি। প্রতিবেশী আবুল কালামের সঙ্গে দীর্ঘ দিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। সে কারণেই ভাড়াটে সন্ত্রাসী দিয়ে আমাদের বাড়িতে আগুন দিয়ে থাকতে পারে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’
তবে অভিযুক্ত আবুল কালাম বলেন, ‘যে জমিতে তারা বসতবাড়ি করেছে, সেই জমির মালিক আমি। কিন্তু আমি কোনো সন্ত্রাসী ভাড়া করে বসতবাড়ি ভাঙচুর করে আগুন দেইনি।’
এ বিষয়ে জানতে চাইলে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. হারুন অর রশিদ আজকের পত্রিকাকে বলেন, লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে বসতবাড়ি ভাঙচুর ও আগুন দেওয়ার সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ফসলি জমি থেকে মাটি কেটে সড়কে ব্যবহারের অভিযোগ উঠেছে। কৃষকেরা দাবি করেছেন, তাঁদের ফসলি জমি থেকে মাটি কেটে সড়ক নির্মাণের পর সেই জমি আবার ভরাট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও কথা রাখেনি তারা।
২ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে চারটি আসনে বইছে ভোটের আমেজ। সব কটি আসনে প্রার্থী ঘোষণা দিয়ে গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছে বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত। বসে নেই অন্য দলের প্রার্থীরাও। সকাল-বিকেল চালাচ্ছেন প্রচারণা।
২ ঘণ্টা আগে
রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
৪ ঘণ্টা আগে