নিজস্ব প্রতিবেদক, ঢাকা

২০ রমজানের মধ্যে শ্রমিক-কর্মচারীদের উৎসব ভাতা ও বকেয়া বেতন পরিশোধ করা না হলে অপ্রীতিকর ঘটনার দায় মালিক ও সরকারকে নিতে বলে হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) নেতারা। আজ সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে স্কপের উদ্যোগে আয়োজিত সমাবেশে এ হুঁশিয়ারি দেন তাঁরা।
সমাবেশে জাতীয় শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আমিরুল হক আমিন বলেন, যখনই কোনো উৎসব আসে তখনই মালিকদের কান্না শুরু হয়। তাঁরা নানা অজুহাতে ঈদ বোনাস দিতে গড়িমসি শুরু করেন। মালিকেরা এবার বলছে ব্যাংকগুলো সহযোগিতা না করলে বোনাস দেওয়া তাঁদের জন্য কষ্টকর হবে। তিনি বলেন, ‘আমরা বলতে চাই, বেতন-বোনাস ব্যাংক দেবে নাকি অর্থমন্ত্রী দেবে সেটা আপনাদের আলোচনার বিষয়। আমরা ২০ রোজার মধ্যে সব কারখানায় বেতন-বোনাস চাই। যদি এর ব্যত্যয় হয় তাহলে অপ্রীতিকর ঘটনা ঘটলে তার কোনো দায় স্কপ নেবে না। তার দায় মালিক ও সরকারকেই নিতে হবে।’
জাতীয় শ্রমিক জোটের সভাপতি সাইফুজ্জামান বাদশাহ বলেন, ২০ রমজানের মধ্যেই গার্মেন্টসসহ সব শ্রমিকের বেতন-বোনাস পরিশোধ করতে হবে। এর ব্যত্যয় হলে যদি আন্দোলন শুরু হয় তাহলে তা নিবারণ করা সরকার তো দূরের কথা, কোনো শক্তিরই নেই।
সমাবেশে বক্তারা চাল-তেলসহ নিত্যপণ্যের দাম কমানো, আইন করে জাতীয় ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা ঘোষণা ও মহার্ঘ ভাতা চালু করার দাবি জানান।
সমাবেশে আরও বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সভাপতি আহসান হাবিব বুলবুল, শ্রমিকনেতা শামীম আরাসহ অন্যরা।

২০ রমজানের মধ্যে শ্রমিক-কর্মচারীদের উৎসব ভাতা ও বকেয়া বেতন পরিশোধ করা না হলে অপ্রীতিকর ঘটনার দায় মালিক ও সরকারকে নিতে বলে হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) নেতারা। আজ সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে স্কপের উদ্যোগে আয়োজিত সমাবেশে এ হুঁশিয়ারি দেন তাঁরা।
সমাবেশে জাতীয় শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আমিরুল হক আমিন বলেন, যখনই কোনো উৎসব আসে তখনই মালিকদের কান্না শুরু হয়। তাঁরা নানা অজুহাতে ঈদ বোনাস দিতে গড়িমসি শুরু করেন। মালিকেরা এবার বলছে ব্যাংকগুলো সহযোগিতা না করলে বোনাস দেওয়া তাঁদের জন্য কষ্টকর হবে। তিনি বলেন, ‘আমরা বলতে চাই, বেতন-বোনাস ব্যাংক দেবে নাকি অর্থমন্ত্রী দেবে সেটা আপনাদের আলোচনার বিষয়। আমরা ২০ রোজার মধ্যে সব কারখানায় বেতন-বোনাস চাই। যদি এর ব্যত্যয় হয় তাহলে অপ্রীতিকর ঘটনা ঘটলে তার কোনো দায় স্কপ নেবে না। তার দায় মালিক ও সরকারকেই নিতে হবে।’
জাতীয় শ্রমিক জোটের সভাপতি সাইফুজ্জামান বাদশাহ বলেন, ২০ রমজানের মধ্যেই গার্মেন্টসসহ সব শ্রমিকের বেতন-বোনাস পরিশোধ করতে হবে। এর ব্যত্যয় হলে যদি আন্দোলন শুরু হয় তাহলে তা নিবারণ করা সরকার তো দূরের কথা, কোনো শক্তিরই নেই।
সমাবেশে বক্তারা চাল-তেলসহ নিত্যপণ্যের দাম কমানো, আইন করে জাতীয় ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা ঘোষণা ও মহার্ঘ ভাতা চালু করার দাবি জানান।
সমাবেশে আরও বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সভাপতি আহসান হাবিব বুলবুল, শ্রমিকনেতা শামীম আরাসহ অন্যরা।

পৌষ সংক্রান্তি ও নবান্ন উৎসব উপলক্ষে মৌলভীবাজারের শেরপুরে ঐতিহ্যবাহী শতবর্ষী ‘মাছের মেলা’ শুরু হয়েছে। গতকাল সোমবার রাত থেকে সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের শেরপুরে কুশিয়ারা নদীর তীরে শতবর্ষী এই মেলা বসেছে। চলবে আগামীকাল বুধবার পর্যন্ত।
৬ মিনিট আগে
মাদারীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হন আরও দুজন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে মাদারীপুরের তাঁতিবাড়ি এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
১১ মিনিট আগে
ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার ও জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত উপজেলার তুজারপুর ইউনিয়নের সরইবাড়ি গ্রামে তালুকদার ও খান পক্ষের মধ্যে এই সংঘর্ষ হয়।
৪১ মিনিট আগে
গণ-অভ্যুত্থানের পরও এই গ্যাস সিন্ডিকেট ভাঙা সম্ভব হয়নি। বিভিন্ন অজুহাতে নতুন গ্যাস-সংযোগ বন্ধ থাকলেও তিতাস বিদ্যমান সংযোগগুলোতেও পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে। এমনকি গ্যাস পর্যাপ্ত থাকা সত্ত্বেও সিন্ডিকেট ও রেস্তোরাঁ ব্যবসা দখল নিতে করপোরেট প্রতিষ্ঠান কৃত্রিমভাবে গ্যাস-সংকট তৈরি করেছে।
১ ঘণ্টা আগে