
রাজধানীর উত্তরার বিডিআর কাঁচাবাজারে চাঁদাবাজির অভিযোগে ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাওন সরকারসহ দুজনকে আটক করেছে পুলিশ। অপর জনের নাম জানা যায়নি। উত্তরা ৬ নম্বর সেক্টরের ওই বাজার থেকে আজ বুধবার দুপুরে তাঁদের আটক করে পুলিশ।
নাম প্রকাশে অনিচ্ছুক বিডিআর কাঁচাবাজারের মাছ ব্যবসায়ীদের অভিযোগ, উত্তরা সেক্টর ৬ কাঁচাবাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাওন সরকারসহ কয়েকজন মাছ ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিনিয়তের ন্যায় চাঁদা তুলতে এসেছিলেন। এ নিয়ে মাছ ব্যবসায়ীর সঙ্গে দ্বন্দ্ব হয়। সেখান থেকে পুলিশ এসে শাওন সরকারসহ দুজনকে আটক করে নিয়ে যায়। বাকিরা পালিয়ে যান।
ওই সময় ঘটনাস্থলে থাকা উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) এজাজ আজকের পত্রিকাকে বলেন, বাজারের মধ্যে দুই পক্ষ গ্যাঞ্জাম করেছিল। পরে সেখান থেকে দুজনকে থানায় নেওয়া হয়েছে। তারা দুই পক্ষ বসে মীমাংসা করবে। হাতাহাতির কারণ জানতে চাইলে এসআই এজাজ বলেন, দুই পক্ষই আলাদা আলাদা দাবি করছে। তবে তাদের দাবিগুলো জানতে চাইলেও জানাননি পুলিশের এই কর্মকর্তা।
অপর দিকে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, দুই পক্ষই মারামারি হাতাহাতি করেছে। যার কারণে দুই পক্ষের দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। দুই পক্ষের লোকজনকে ডাকা হচ্ছে। তারা আসলে মীমাংসার জন্য বসা হবে।
উল্লেখ্য, এই বাজারটিতে দুই সমিতির দ্বন্দ্বে ১৪ মার্চ বিকেল সাড়ে ৫টার দিকে ক্ষুদ্র ব্যবসায়ী সমিতিতে হামলা ও সমিতির অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজন আহত হয়েছিল। রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউকে) জমিতে অবৈধভাবে দখল করে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২০১৮ সাল থেকে বাজারটিতে ওই দুই সমিতির লোকজনের মধ্যে মারামারি-হানাহানির ঘটনা ঘটে আসছে।
এ নিয়ে থানা-পুলিশের কাছে এবং আদালতে উভয়পক্ষের একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। ১২ মার্চ বিডিআর কাঁচাবাজারে অবৈধ দখল উচ্ছেদের ঘোষণা দিয়েছিল রাজউক। কিন্তু তা আর বাস্তবে রূপ নেয়নি।

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৩২ জন।
৬ মিনিট আগে
জীবনের প্রতি ক্রমবর্ধমান বিতৃষ্ণা, হতাশা আর অনিশ্চয়তা মানুষকে ঠেলে দিচ্ছে চরম সিদ্ধান্তের দিকে। সামাজিক বন্ধন দুর্বল হওয়া, পারিবারিক উষ্ণতার অভাব, অর্থনৈতিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের অবহেলা মিলিয়ে আত্মহত্যা যেন অনেকের কাছে ‘শেষ মুক্তির পথ’ হয়ে উঠছে।
২১ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্তপথে বাড়ছে অবৈধ অস্ত্রের আনাগোনা। প্রায় প্রতিদিনই ঢুকছে আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি সামাল দিতে জড়িতদের তালিকা করে নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ।
৩১ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সিদ্ধান্তে ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামী প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে। তবে জোটের আরেক শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে প্রার্থী না থাকলেও জামায়াতের ভোট কোন বাক্সে গিয়ে পড়বে...
৩৬ মিনিট আগে