Ajker Patrika

হত্যা মামলাসহ ১৫ মামলার আসামি আমিনুল কারাগারে

আজকের পত্রিকা ডেস্ক­
হত্যা মামলাসহ ১৫ মামলার আসামি আমিনুল কারাগারে

রাজধানীর মোহাম্মদপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে আল শাহরিয়ার হোসেন হত্যা মামলাসহ ১৫টি মামলার এজাহারনামীয় আসামি আমিনুল ইসলাম ওরফে হৃদয়কে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুদ্দিন হোসেন কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিকেলে আমিনুল ইসলামকে আদালতে হাজির করে মোহাম্মদপুর থানা-পুলিশ। আল শাহরিয়ার হোসেন (২৩) হত্যা মামলায় তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গতকাল রোববার দিনগত রাত ২:৪৫ ঘটিকায় মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। পরে এই মামলায় গ্রেপ্তার দেখে আদালতে পাঠানো হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, যুবক আল শাহরিয়ার হোসেন হত্যার ঘটনায় তার বাবা মো. মনির হোসেন গত ৩ সেপ্টেম্বর মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়, গত ১৯ জুলাই সকালে সাড়ে ১০ ঘটিকার দিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় হাজার হাজার ছাত্র-জনতা বৈষম্যবিরোধী আন্দোলনে যোগ দেন।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলিবর্ষণ শুরু করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনায় ভিকটিম আল শাহরিয়ার হোসেন গুলিবিদ্ধ হয়ে মারা যান।

মামলায় শেখ হাসিনাসহ তার মন্ত্রিসভার সদস্য এবং সংসদ সদস্য ছাড়াও পুলিশ এবং স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের আসামি করা হয়।

প্রসঙ্গত, গ্রেপ্তার আমিনুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকসহ ১৫টি মামলা রয়েছে। তিনি শাহবাগ থানার একটি চুরি মামলায় সাজা প্রাপ্ত পলাতক আসামি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফের আসছে শৈত্যপ্রবাহ, থাকবে কয় দিন

বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরা আর নেই

রাজধানীর ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ

জামায়াতের সঙ্গে আসন নিয়ে টানাপোড়েন, আজই চূড়ান্ত করবে ১১ দল

আজকের রাশিফল: নেতিবাচক মানুষ থেকে দূরে থাকুন, পুরোনো প্রেমের স্মৃতি তাজা হবে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত