শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘রাসেলস ভাইপার’ সাপের ছোবলে আক্রান্ত এক রোগী অ্যান্টিভেনম (বিষ প্রতিষেধক) প্রয়োগের ফলে সুস্থ হয়ে উঠেছেন। গত সোমবার উপজেলার পদ্মাবেষ্টিত চরজানাজাত ইউনিয়নে পাট জাগ দিতে গিয়ে কৃষক সুলতান ব্যাপারী (৫২) ওই সাপের ছোবলে আহত হন।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সুলতান ব্যাপারী উপজেলার চর জানাজাত ইউনিয়নের রশিদ মোল্লারকান্দি গ্রামের মৃত কাশেম ব্যাপারীর ছেলে। জমির পাট কেটে পাশের পদ্মানদীতে জাগ দিতে যান তিনি। পানিতে নামতেই রাসেলস ভাইপার তাঁকে ছোবল দেয়। স্থানীয়রা দ্রুত তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা করে ‘বিষধর’ সাপের কামড় বলে নিশ্চিত হন। তাৎক্ষণিকভাবে মেডিকেল বোর্ড গঠন করে তাঁর চিকিৎসা শুরু করা হয়। অ্যান্টিভেনম প্রয়োগের পর রোগী সুস্থ হয়ে ওঠেন।
সুলতান ব্যাপারী বলেন, ‘পদ্মার চরে রাসেলস ভাইপারের উপদ্রব দেখা দিয়েছে। সতর্ক থেকে কাজ করার পরও সাপের কামড়ের শিকার হই। পাট জাগ দেওয়ার সময় হাতে সাপটি কামড় দেয়। আমি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে হাতের বিভিন্ন স্থানে তিনটি বাঁধ দেয়। পরে হাসপাতালে নিয়ে যায। চিকিৎসা দেওয়ার পর এখন আমি আল্লাহর রহমতে সুস্থ আছি।’
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মো. ইব্রাহিম হোসেন বলেন, ‘গত সোমবার দুপুরে ওই রোগী হাসপাতালে আসেন। তখন তিনি খুবই অসুস্থ ছিলেন। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে বুঝতে পারি, বিষধর সাপে তাঁকে কামড় দিয়েছে। তা ছাড়া রোগী নিজেই সাপটি দেখেছেন। সাপটি রাসেলস ভাইপার। এরপর চিকিৎসকেরা মেডিকেল বোর্ড গঠন করে রোগীকে অ্যান্টিভেনম দিয়ে পর্যবেক্ষণে রাখি। তিন-চার ঘণ্টা পর রোগী ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন।’
ইব্রাহিম হোসেন আরও বলেন, ‘সাপের কামড়ের পর ওঝার কাছে ঝাড়-ফুঁকের জন্য গিয়ে সময় নষ্ট করবেন না। যত দ্রুত সম্ভব নিকটস্থ যেকোনো সরকারি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসবেন। শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগেও বেশ কয়েকজন সাপে কাটা রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে শিবচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাতিমা মাহজাবিন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা বুধবার সম্পূর্ণ সুস্থ অবস্থায় সাপের কামড়ে আহত ওই রোগীকে ছাড়পত্র দিয়েছি। আগামী শনিবার ফলোআপের জন্য তাঁকে আসতে বলা হয়েছে।’
ফাতিমা মাহজাবিন আরও বলেন, ‘আমাদের হাসপাতালে অ্যান্টিভেনম রয়েছে। শেষ হওয়ার আগেই আমরা চাহিদা দিয়ে থাকি। সাপের কামড়ে আক্রান্তদের দ্রুত হাসপাতালে নিয়ে এলে যথাযথ চিকিৎসার মধ্য দিয়ে সুস্থ করে তোলা সম্ভব। তা ছাড়া রোগীর অবস্থা খুব বেশি খারাপ না হলে আমরা অন্যত্র পাঠাই না। এখানেই সর্বোচ্চ চিকিৎসা সেবা দিয়ে থাকি।’

মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘রাসেলস ভাইপার’ সাপের ছোবলে আক্রান্ত এক রোগী অ্যান্টিভেনম (বিষ প্রতিষেধক) প্রয়োগের ফলে সুস্থ হয়ে উঠেছেন। গত সোমবার উপজেলার পদ্মাবেষ্টিত চরজানাজাত ইউনিয়নে পাট জাগ দিতে গিয়ে কৃষক সুলতান ব্যাপারী (৫২) ওই সাপের ছোবলে আহত হন।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সুলতান ব্যাপারী উপজেলার চর জানাজাত ইউনিয়নের রশিদ মোল্লারকান্দি গ্রামের মৃত কাশেম ব্যাপারীর ছেলে। জমির পাট কেটে পাশের পদ্মানদীতে জাগ দিতে যান তিনি। পানিতে নামতেই রাসেলস ভাইপার তাঁকে ছোবল দেয়। স্থানীয়রা দ্রুত তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা করে ‘বিষধর’ সাপের কামড় বলে নিশ্চিত হন। তাৎক্ষণিকভাবে মেডিকেল বোর্ড গঠন করে তাঁর চিকিৎসা শুরু করা হয়। অ্যান্টিভেনম প্রয়োগের পর রোগী সুস্থ হয়ে ওঠেন।
সুলতান ব্যাপারী বলেন, ‘পদ্মার চরে রাসেলস ভাইপারের উপদ্রব দেখা দিয়েছে। সতর্ক থেকে কাজ করার পরও সাপের কামড়ের শিকার হই। পাট জাগ দেওয়ার সময় হাতে সাপটি কামড় দেয়। আমি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে হাতের বিভিন্ন স্থানে তিনটি বাঁধ দেয়। পরে হাসপাতালে নিয়ে যায। চিকিৎসা দেওয়ার পর এখন আমি আল্লাহর রহমতে সুস্থ আছি।’
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মো. ইব্রাহিম হোসেন বলেন, ‘গত সোমবার দুপুরে ওই রোগী হাসপাতালে আসেন। তখন তিনি খুবই অসুস্থ ছিলেন। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে বুঝতে পারি, বিষধর সাপে তাঁকে কামড় দিয়েছে। তা ছাড়া রোগী নিজেই সাপটি দেখেছেন। সাপটি রাসেলস ভাইপার। এরপর চিকিৎসকেরা মেডিকেল বোর্ড গঠন করে রোগীকে অ্যান্টিভেনম দিয়ে পর্যবেক্ষণে রাখি। তিন-চার ঘণ্টা পর রোগী ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন।’
ইব্রাহিম হোসেন আরও বলেন, ‘সাপের কামড়ের পর ওঝার কাছে ঝাড়-ফুঁকের জন্য গিয়ে সময় নষ্ট করবেন না। যত দ্রুত সম্ভব নিকটস্থ যেকোনো সরকারি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসবেন। শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগেও বেশ কয়েকজন সাপে কাটা রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে শিবচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাতিমা মাহজাবিন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা বুধবার সম্পূর্ণ সুস্থ অবস্থায় সাপের কামড়ে আহত ওই রোগীকে ছাড়পত্র দিয়েছি। আগামী শনিবার ফলোআপের জন্য তাঁকে আসতে বলা হয়েছে।’
ফাতিমা মাহজাবিন আরও বলেন, ‘আমাদের হাসপাতালে অ্যান্টিভেনম রয়েছে। শেষ হওয়ার আগেই আমরা চাহিদা দিয়ে থাকি। সাপের কামড়ে আক্রান্তদের দ্রুত হাসপাতালে নিয়ে এলে যথাযথ চিকিৎসার মধ্য দিয়ে সুস্থ করে তোলা সম্ভব। তা ছাড়া রোগীর অবস্থা খুব বেশি খারাপ না হলে আমরা অন্যত্র পাঠাই না। এখানেই সর্বোচ্চ চিকিৎসা সেবা দিয়ে থাকি।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৩ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৪ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৪ ঘণ্টা আগে