নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নির্বাচনের বছর এবং তার আগের ও পরের বছরগুলোতে সরকারের বৈদেশিক ও অভ্যন্তরীণ ঋণের পরিমাণ বাড়ছে বলে জানিয়েছেন সিপিডির ডিস্টিংগুইস ফেলো ও নির্বাহী পরিচালক, অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। আজ সোমবার সকালে ‘বাংলাদেশের সরকারি দায়-দেনা’ শীর্ষক অনলাইন আলোচনায় তিনি এ কথা জানান।
গত ৩ বছরে জিডিপির ২ দশমিক ৫ শতাংশ করে সরকারি ঋণ বৃদ্ধি পাচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত ঋণ গ্রহণের পরিমাণ খুব বেশি ছিল। আবার ২০১৮ সাল থেকে ঋণ গ্রহণের পরিমাণ বেড়েছে। ২০১৪ ও ২০১৮ সালে জাতীয় নির্বাচন হয়েছিল। যে বছরগুলোতে ঋণ নেওয়ার পরিমাণ বেড়েছে সেই বছরগুলো হয় নির্বাচনের বছর অথবা নির্বাচনের আগের বা পরের বছর। ২২-২৩ এর শেষের দিকে নির্বাচনের বছরে ঋণ আবারও বাড়ে কিনা তা এখন দেখার বিষয়।’
প্রকৃত অর্থে মোট দেশজ আয়ের ৪৪ দশমিক ১০ শতাংশ বর্তমানে বাংলাদেশের মোট ঋণ রয়েছে জানিয়ে তিনি বলেন, মোট দায়, অভ্যন্তরীণ ও বৈদেশিক এই তিন ধরনের দায়-দেনাই নির্বাচনী বছরগুলোতে বেড়েছে। এসব দায় পরিশোধের ক্ষেত্রে খুব বেশি ধারাবাহিকতা নেই জানিয়ে তিনি বলেন, প্রতি বছর এই বিশাল পরিমাণ দায় পরিশোধের কারণে বাজেট ঘাটতি হচ্ছে।
এক প্রশ্নের জবাবে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার ভেতরে যদি কোন ঘাটতি থাকে তাহলে দৃশ্যমান প্রকল্প দিয়ে তা পূরণের চেষ্টা করা হয়। শুধু আমাদের দেশের কথা বলছি না। শ্রীলঙ্কা এখন খুবই প্রাসঙ্গিক। নির্বাচনের আগে এবং সে বছরগুলোতে বিদেশে অর্থপাচারের পরিমাণও বাড়ে। আমরা এমনসব প্রকল্প নিচ্ছি যেগুলোতে উচ্চমূল্যে ঋণ নেওয়া অবশ্যম্ভাবী হয়ে উঠেছে। এগুলো পরিশোধ করার জন্য যে পরিমাণ কর আহরণ হওয়া উচিত তা হচ্ছে না।
উচ্চমূল্যে যে ঋণগুলো নেওয়া হয়েছে সেগুলোর ২০২৪-২৫ সালে পরিশোধের সময় শেষ হয়ে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, দেশের মাত্র ২৩ লাখ মানুষ কর দেয়। দেশজ আয়ের যে রাজস্ব হার তা খুবই বিপজ্জনক। জিডিপির চেয়ে ঋণ হার বৃদ্ধির হার বেশি। আমাদের বৈদেশিক মুদ্রার মজুত মাত্র ৪২ বিলিয়ন ডলার যা মাত্র ৫ মাসের আমদানি মূল্যের সমান। এত বড় রিজার্ভ নিয়ে যে আমরা আত্মতুষ্টিতে ভুগি সেই রিজার্ভের ক্ষমতা নেই টাকার মান স্থিতিশীল রাখার। সুতরাং যে কোন সময় মূল্যস্ফীতি আরও বাড়তে পারে। বড় ধরনের ব্যবস্থাপনা না হলে ২০২৪-২৫ অর্থ বছরের পর থেকে আমাদের স্বস্তির সময় শেষ হয়ে যেতে পারে।

নির্বাচনের বছর এবং তার আগের ও পরের বছরগুলোতে সরকারের বৈদেশিক ও অভ্যন্তরীণ ঋণের পরিমাণ বাড়ছে বলে জানিয়েছেন সিপিডির ডিস্টিংগুইস ফেলো ও নির্বাহী পরিচালক, অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। আজ সোমবার সকালে ‘বাংলাদেশের সরকারি দায়-দেনা’ শীর্ষক অনলাইন আলোচনায় তিনি এ কথা জানান।
গত ৩ বছরে জিডিপির ২ দশমিক ৫ শতাংশ করে সরকারি ঋণ বৃদ্ধি পাচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত ঋণ গ্রহণের পরিমাণ খুব বেশি ছিল। আবার ২০১৮ সাল থেকে ঋণ গ্রহণের পরিমাণ বেড়েছে। ২০১৪ ও ২০১৮ সালে জাতীয় নির্বাচন হয়েছিল। যে বছরগুলোতে ঋণ নেওয়ার পরিমাণ বেড়েছে সেই বছরগুলো হয় নির্বাচনের বছর অথবা নির্বাচনের আগের বা পরের বছর। ২২-২৩ এর শেষের দিকে নির্বাচনের বছরে ঋণ আবারও বাড়ে কিনা তা এখন দেখার বিষয়।’
প্রকৃত অর্থে মোট দেশজ আয়ের ৪৪ দশমিক ১০ শতাংশ বর্তমানে বাংলাদেশের মোট ঋণ রয়েছে জানিয়ে তিনি বলেন, মোট দায়, অভ্যন্তরীণ ও বৈদেশিক এই তিন ধরনের দায়-দেনাই নির্বাচনী বছরগুলোতে বেড়েছে। এসব দায় পরিশোধের ক্ষেত্রে খুব বেশি ধারাবাহিকতা নেই জানিয়ে তিনি বলেন, প্রতি বছর এই বিশাল পরিমাণ দায় পরিশোধের কারণে বাজেট ঘাটতি হচ্ছে।
এক প্রশ্নের জবাবে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার ভেতরে যদি কোন ঘাটতি থাকে তাহলে দৃশ্যমান প্রকল্প দিয়ে তা পূরণের চেষ্টা করা হয়। শুধু আমাদের দেশের কথা বলছি না। শ্রীলঙ্কা এখন খুবই প্রাসঙ্গিক। নির্বাচনের আগে এবং সে বছরগুলোতে বিদেশে অর্থপাচারের পরিমাণও বাড়ে। আমরা এমনসব প্রকল্প নিচ্ছি যেগুলোতে উচ্চমূল্যে ঋণ নেওয়া অবশ্যম্ভাবী হয়ে উঠেছে। এগুলো পরিশোধ করার জন্য যে পরিমাণ কর আহরণ হওয়া উচিত তা হচ্ছে না।
উচ্চমূল্যে যে ঋণগুলো নেওয়া হয়েছে সেগুলোর ২০২৪-২৫ সালে পরিশোধের সময় শেষ হয়ে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, দেশের মাত্র ২৩ লাখ মানুষ কর দেয়। দেশজ আয়ের যে রাজস্ব হার তা খুবই বিপজ্জনক। জিডিপির চেয়ে ঋণ হার বৃদ্ধির হার বেশি। আমাদের বৈদেশিক মুদ্রার মজুত মাত্র ৪২ বিলিয়ন ডলার যা মাত্র ৫ মাসের আমদানি মূল্যের সমান। এত বড় রিজার্ভ নিয়ে যে আমরা আত্মতুষ্টিতে ভুগি সেই রিজার্ভের ক্ষমতা নেই টাকার মান স্থিতিশীল রাখার। সুতরাং যে কোন সময় মূল্যস্ফীতি আরও বাড়তে পারে। বড় ধরনের ব্যবস্থাপনা না হলে ২০২৪-২৫ অর্থ বছরের পর থেকে আমাদের স্বস্তির সময় শেষ হয়ে যেতে পারে।

সমাবেশে বক্তারা বলেন, ভেনেজুয়েলায় সামরিক হস্তক্ষেপের মাধ্যমে একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ও তাঁর স্ত্রীকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের চরম লঙ্ঘন।
৫ মিনিট আগে
শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় খোকন চন্দ্র দাসকে হত্যার ঘটনায় বরিশাল র্যাব-৮ ও কিশোরগঞ্জ র্যাব-১৪ যৌথ অভিযান চালিয়ে কিশোরগঞ্জ থেকে তিন আসামিকে গ্রেপ্তার করেছে।রোববার (৪ জানুয়ারি) রাতে মাদারীপুর র্যাব ক্যাম্পে এই ব্যাপারে সংবাদ সম্মেলন করেন বরিশাল র্যাব-৮-এর কমান্ডার অধিনায়ক মুহাম্মদ শাহাদত হোসেন।
১২ মিনিট আগে
রাজধানীর উত্তরায় উড়ালসড়কে প্রাইভেট কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তৌফিকুর রহমান (১৮) নামের এক পুলিশ কর্মকর্তার ছেলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন মো. মারুফ (২১) নামের আরেক যুবক। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার আব্দুল্লাহপুরের বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) উড়ালসড়কে শনিবার (৩ জানুয়ারি) রাতে...
২৫ মিনিট আগে
রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে ৩৮ জন প্রার্থীর মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। অন্য ১৯ জনের মনোনয়নপত্র বৈধ হয়েছে। এ ছাড়া ৯ স্বতন্ত্র প্রার্থীর সবার মনোনয়নপত্র বাতিল করা হয়।
৪৩ মিনিট আগে