রিফাত মেহেদী, ধামরাই থেকে

ঢাকার ধামরাই উপজেলার ১৫টি ইউনিয়নে সকাল ৮টা থেকে উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের সঙ্গে এক যোগে চলছে এ ভোটগ্রহণ।
ভোটগ্রহণ শুরুর আগে থেকেই উৎসুক ভোটাররা ভোটকেন্দ্রে জড় হতে থাকেন। ভোটগ্রহণের প্রথম ঘণ্টায় ভোটারদের সারি ছোট হলেও ঘণ্টা পার না হতেই বাড়তে থাকে ভোটারদের উপস্থিতি।
ধামরাই উপজেলার ১৫টি ইউনিয়নের মোট ১৫৫টি কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ২ লাখ ৬৯ হাজার ৯২১ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৩৪ হাজার ৮৪৫ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৩৫ হাজার ৭৬ জন।
ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের ৬ নম্বর দেপাশাই ভোট কেন্দ্রে দেখা যায় ভোটাররা দলবেঁধে ভোট দিতে আসছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভোট কেন্দ্রের আশেপাশেও কোন বিশৃঙ্খলা দেখা যায়নি। তবে নির্বাচনের আগের সহিংসতা কেন্দ্র করে এই ইউনিয়নকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছিল।
দেপাশাই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. আলাউদ্দিন মোল্লা আজকের পত্রিকাকে বলেন, আমাদের পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাকই আছে। ভোটগ্রহণ চলছে শান্তিপূর্ণভাবে। আশা করছি কোন সহিংসতার ঘটনা ঘটবেনা।
ধামরাই উপজেলা নির্বাচন কর্মকর্তা আয়েশা আক্তার বলেন, সকাল ৮টা থেকেই ১৫টি ইউনিয়নে ভোটগ্রহণ শুরু হয়েছে। এর মধ্যে ধামরাই সদর ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে এবং বাকিগুলোতে ব্যালট পদ্ধতিতে ভোটগ্রহণ চলছে।

ঢাকার ধামরাই উপজেলার ১৫টি ইউনিয়নে সকাল ৮টা থেকে উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের সঙ্গে এক যোগে চলছে এ ভোটগ্রহণ।
ভোটগ্রহণ শুরুর আগে থেকেই উৎসুক ভোটাররা ভোটকেন্দ্রে জড় হতে থাকেন। ভোটগ্রহণের প্রথম ঘণ্টায় ভোটারদের সারি ছোট হলেও ঘণ্টা পার না হতেই বাড়তে থাকে ভোটারদের উপস্থিতি।
ধামরাই উপজেলার ১৫টি ইউনিয়নের মোট ১৫৫টি কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ২ লাখ ৬৯ হাজার ৯২১ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৩৪ হাজার ৮৪৫ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৩৫ হাজার ৭৬ জন।
ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের ৬ নম্বর দেপাশাই ভোট কেন্দ্রে দেখা যায় ভোটাররা দলবেঁধে ভোট দিতে আসছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভোট কেন্দ্রের আশেপাশেও কোন বিশৃঙ্খলা দেখা যায়নি। তবে নির্বাচনের আগের সহিংসতা কেন্দ্র করে এই ইউনিয়নকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছিল।
দেপাশাই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. আলাউদ্দিন মোল্লা আজকের পত্রিকাকে বলেন, আমাদের পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাকই আছে। ভোটগ্রহণ চলছে শান্তিপূর্ণভাবে। আশা করছি কোন সহিংসতার ঘটনা ঘটবেনা।
ধামরাই উপজেলা নির্বাচন কর্মকর্তা আয়েশা আক্তার বলেন, সকাল ৮টা থেকেই ১৫টি ইউনিয়নে ভোটগ্রহণ শুরু হয়েছে। এর মধ্যে ধামরাই সদর ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে এবং বাকিগুলোতে ব্যালট পদ্ধতিতে ভোটগ্রহণ চলছে।

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলার বানিয়াচং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের শিলাপাঞ্জা গ্রামের ওমানপ্রবাসী মো. মতিউর রহমানের বাড়ির পাশ থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়।
৩ মিনিট আগে
চুয়াডাঙ্গার জীবননগরে যৌথ বাহিনীর হেফাজতে মারা যাওয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর (৫২) জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে জীবননগর পৌর ঈদগাহ মাঠে তাঁর জানাজা হয়। এতে পুলিশের কর্মকর্তা, বিএনপির নেতা-কর্মীসহ হাজারো মানুষ অংশ নেন। এদিকে ডাবলুর মৃত্যুর...
৫ মিনিট আগে
নরসিংদীর রায়পুরায় ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে দুটি ফার্মেসির মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-সংলগ্ন তুলাতুলি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল।
৩৮ মিনিট আগে
শরীয়তপুরের জাজিরা উপজেলায় ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনায় নয়ন মোল্লা (২৩) নামের আরও এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ৯টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে ওই বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিনজনে।
৪০ মিনিট আগে