শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

আওয়ামী লীগের ‘প্রেতাত্মা’ প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন দাবি করে ইউনিয়ন পরিষদ আওয়ামী লীগ মুক্ত করার এবং বিএনপির মেম্বারদের দিয়ে পরিচালনা করার দাবি জানিয়েছেন শ্রীপুরের কাওরাইদ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান আতা।
কাওরাইদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সদস্য এবং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদকে প্যানেল চেয়ারম্যান থেকে অপসারণের দাবিতে আজ রোববার সকালে উপজেলার কাওরাইদ ইউনিয়ন বিএনপির ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজিত মানববন্ধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
মো. আতাউর রহমান আতা বলেন, ‘আমাদের একটি কথাই গত ১৭ বছরে বিনা ভোটে অন্যায়ভাবে চেয়ারম্যান-মেম্বার নির্বাচিত হয়েছে। আমাদের বিএনপির যে দুজন মেম্বার ছিল তাদের একটুও মূল্যায়ন করা হয় নাই। বিগত বছরগুলোতে বিএনপির মেম্বাররা অনেক জ্বালা-যন্ত্রণা ভোগ করেছে। আওয়ামী লীগের স্বৈরাচারী সরকারের দোসর মেম্বারদের কোনো অবস্থাতেই এই ইউনিয়ন পরিষদে স্থান দিব না। স্পষ্টভাবে বলতে চাই, আমাদের ইউনিয়ন পরিষদ হবে বিএনপির মেম্বারদের ধারা পরিচালিত ইউনিয়ন পরিষদ। এই জন্য যা যা করা দরকার আমরা কাওরাইদ ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ তা করে যাব।’
এ সময় আরও বক্তব্য দেন, গাজীপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. এমদদ হোসেন মণ্ডল, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন মণ্ডল, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মঞ্জুরুল ইসলাম, কাওরাইদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেনসহ বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী।

আওয়ামী লীগের ‘প্রেতাত্মা’ প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন দাবি করে ইউনিয়ন পরিষদ আওয়ামী লীগ মুক্ত করার এবং বিএনপির মেম্বারদের দিয়ে পরিচালনা করার দাবি জানিয়েছেন শ্রীপুরের কাওরাইদ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান আতা।
কাওরাইদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সদস্য এবং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদকে প্যানেল চেয়ারম্যান থেকে অপসারণের দাবিতে আজ রোববার সকালে উপজেলার কাওরাইদ ইউনিয়ন বিএনপির ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজিত মানববন্ধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
মো. আতাউর রহমান আতা বলেন, ‘আমাদের একটি কথাই গত ১৭ বছরে বিনা ভোটে অন্যায়ভাবে চেয়ারম্যান-মেম্বার নির্বাচিত হয়েছে। আমাদের বিএনপির যে দুজন মেম্বার ছিল তাদের একটুও মূল্যায়ন করা হয় নাই। বিগত বছরগুলোতে বিএনপির মেম্বাররা অনেক জ্বালা-যন্ত্রণা ভোগ করেছে। আওয়ামী লীগের স্বৈরাচারী সরকারের দোসর মেম্বারদের কোনো অবস্থাতেই এই ইউনিয়ন পরিষদে স্থান দিব না। স্পষ্টভাবে বলতে চাই, আমাদের ইউনিয়ন পরিষদ হবে বিএনপির মেম্বারদের ধারা পরিচালিত ইউনিয়ন পরিষদ। এই জন্য যা যা করা দরকার আমরা কাওরাইদ ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ তা করে যাব।’
এ সময় আরও বক্তব্য দেন, গাজীপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. এমদদ হোসেন মণ্ডল, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন মণ্ডল, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মঞ্জুরুল ইসলাম, কাওরাইদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেনসহ বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের নির্বাচন আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
৩৩ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৮ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৮ ঘণ্টা আগে