শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের জাজিরা উপজেলায় এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিকেনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মুন্সিকান্দি গ্রামের এক বাড়িতে এ ঘটনা ঘটে। তাঁর বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত জসিম মোল্যা (৩৫) একই উপজেলার পার্শ্ববর্তী সেনেরচর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ও মোল্যাকান্দী গ্রামের বাসিন্দা আইয়ুব মোল্যার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জসিম মোল্যা ছোট থাকতেই মা বিলকিস বেগমের সঙ্গে বাবা আইয়ুব মোল্যার বিচ্ছেদ হয়। তখন থেকে মায়ের সঙ্গে একই ইউনিয়নের ক্লাবমোড় এলাকায় নানাবাড়িতে থাকতেন জসিম। এর কয়েক বছর পর মা বিলকিস বেগমের অন্যত্র বিয়ে হয়ে গেলে নানাবাড়ি ও মাঝেমধ্যে মায়ের কাছে থেকে বড় হন জসিম।
একপর্যায়ে চুরি, ডাকাতিসহ হত্যাকাণ্ডের মতো অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েন তিনি। তাঁর বিরুদ্ধে জাজিরা থানায় হত্যাসহ একাধিক মামলা হয়েছে। তিনি অনেকবার জেল খেটেছেন। তিন–চার মাস আগে তিনি জামিনে বের হন।
আজ দুপুর ১২টার দিকে বিকেনগর ইউনিয়নের মুন্সিকান্দি গ্রামের জলিল শিকদারের বাড়িতে কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ বেলা ৩টার দিকে ঘটনাস্থল থেকে জসিমের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সেনেরচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইসমাইল মোল্যার বাড়ির কাছেই জসিমের বাবা ইউপি সদস্য আইয়ুব মোল্যার বাড়ি। ইসমাইল মোল্যা বলেন, ‘জসিম ছিল একজন জঘন্য প্রকৃতির লোক। চুরি, ডাকাতি, হত্যাসহ এমন কোনো অপরাধ নাই যা জসিম করেনি। ও আমার ভাতিজাকে হত্যা করেছে। আজ শুনতে পাইলাম সে খুন হয়েছে। কারা তাকে হত্যা করেছে তা বলতে পারব না।’
জসিমের বাবা ও সেনেরচর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড সদস্য আইয়ুব মোল্যা বলেন, ‘জসিম ছোট থাকতে তার মায়ের সঙ্গে আমার ছাড়াছাড়ি হয়ে যায়। এরপর ও তার মায়ের সঙ্গে নানাবাড়ি থাকত। আমার সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। আমি শুনেছি তাকে কুপিয়ে মারা হয়েছে। আমি মানি আমার ছেলে খারাপ। তাই বলে তাকে হত্যা করবে? তাকে আইনের হাতে তুলে দিতে পারত। কে বা কারা এ ঘটনা ঘটিয়ে তা বলতে পারব না। আমি চাই যারা এ ঘটনা ঘটিয়েছে পুলিশ তাদের খুঁজে বের করুক।’
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, জসিম নামে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহে উদ্ধার করেছে। যে বাড়িতে ঘটনা ঘটেছে সেই বাড়ির লোকজন পালিয়ে গেছে।
ওসি বলেন, এ ঘটনায় তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে বলা যাবে কারা কী কারণে এ ঘটনা ঘটিয়েছে। তাঁর বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে জানিয়ে পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, তিনি তিন–চার মাস আগে জামিনে বের হন।

শরীয়তপুরের জাজিরা উপজেলায় এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিকেনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মুন্সিকান্দি গ্রামের এক বাড়িতে এ ঘটনা ঘটে। তাঁর বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত জসিম মোল্যা (৩৫) একই উপজেলার পার্শ্ববর্তী সেনেরচর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ও মোল্যাকান্দী গ্রামের বাসিন্দা আইয়ুব মোল্যার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জসিম মোল্যা ছোট থাকতেই মা বিলকিস বেগমের সঙ্গে বাবা আইয়ুব মোল্যার বিচ্ছেদ হয়। তখন থেকে মায়ের সঙ্গে একই ইউনিয়নের ক্লাবমোড় এলাকায় নানাবাড়িতে থাকতেন জসিম। এর কয়েক বছর পর মা বিলকিস বেগমের অন্যত্র বিয়ে হয়ে গেলে নানাবাড়ি ও মাঝেমধ্যে মায়ের কাছে থেকে বড় হন জসিম।
একপর্যায়ে চুরি, ডাকাতিসহ হত্যাকাণ্ডের মতো অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েন তিনি। তাঁর বিরুদ্ধে জাজিরা থানায় হত্যাসহ একাধিক মামলা হয়েছে। তিনি অনেকবার জেল খেটেছেন। তিন–চার মাস আগে তিনি জামিনে বের হন।
আজ দুপুর ১২টার দিকে বিকেনগর ইউনিয়নের মুন্সিকান্দি গ্রামের জলিল শিকদারের বাড়িতে কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ বেলা ৩টার দিকে ঘটনাস্থল থেকে জসিমের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সেনেরচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইসমাইল মোল্যার বাড়ির কাছেই জসিমের বাবা ইউপি সদস্য আইয়ুব মোল্যার বাড়ি। ইসমাইল মোল্যা বলেন, ‘জসিম ছিল একজন জঘন্য প্রকৃতির লোক। চুরি, ডাকাতি, হত্যাসহ এমন কোনো অপরাধ নাই যা জসিম করেনি। ও আমার ভাতিজাকে হত্যা করেছে। আজ শুনতে পাইলাম সে খুন হয়েছে। কারা তাকে হত্যা করেছে তা বলতে পারব না।’
জসিমের বাবা ও সেনেরচর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড সদস্য আইয়ুব মোল্যা বলেন, ‘জসিম ছোট থাকতে তার মায়ের সঙ্গে আমার ছাড়াছাড়ি হয়ে যায়। এরপর ও তার মায়ের সঙ্গে নানাবাড়ি থাকত। আমার সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। আমি শুনেছি তাকে কুপিয়ে মারা হয়েছে। আমি মানি আমার ছেলে খারাপ। তাই বলে তাকে হত্যা করবে? তাকে আইনের হাতে তুলে দিতে পারত। কে বা কারা এ ঘটনা ঘটিয়ে তা বলতে পারব না। আমি চাই যারা এ ঘটনা ঘটিয়েছে পুলিশ তাদের খুঁজে বের করুক।’
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, জসিম নামে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহে উদ্ধার করেছে। যে বাড়িতে ঘটনা ঘটেছে সেই বাড়ির লোকজন পালিয়ে গেছে।
ওসি বলেন, এ ঘটনায় তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে বলা যাবে কারা কী কারণে এ ঘটনা ঘটিয়েছে। তাঁর বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে জানিয়ে পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, তিনি তিন–চার মাস আগে জামিনে বের হন।

অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, ‘এই গণভোট শত বছরের দিকনির্দেশনা দেবে। জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে, যাতে ফ্যাসিবাদ আর ফিরে না আসে, আয়নাঘরের মতো নিপীড়নের পুনরাবৃত্তি না হয়, লুটপাট ও বিদেশে অর্থ পাচার বন্ধ হয়।’
৬ মিনিট আগে
পারিবারিক কলহের জেরে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করে স্ত্রীর নামে ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ তুলেছেন রাজধানীর উত্তরায় বসবাসরত এক পাকিস্তানি নাগরিক। পুলিশ জানায়, ওই ব্যক্তি আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন বলে ফোনে জানিয়েছিলেন।
১০ মিনিট আগে
কুলকান্দী ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ বলেন, আনন্দ বাজার এলাকায় দেশীয় অস্ত্রসহ ঘোরাফেরা করতে দেখে আনোয়ারকে আটক করে স্থানীয় লোকজন ইউপি কার্যালয়ে এনে গ্রাম পুলিশের কাছে হস্তান্তর করে। পরে সেনাবাহিনীর একটি দল তাঁকে থানায় নিয়ে যায়।
১ ঘণ্টা আগে
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে বদলি করা হয়। আজ বুধবার সকালে ইউএনও মাসুদুর রহমান নিজেই বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগে