Ajker Patrika

শ্বশুরবাড়ি থেকে মেয়ে এসে ঘরে পেলেন মা ও দুই ভাইয়ের লাশ

নিজস্ব প্রতিবেদক, সাভার
আপডেট : ০২ জুন ২০২৫, ২০: ০৪
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ঢাকার ধামরাইয়ে ঘরের মধ্যে এক নারী ও তাঁর দুই ছেলের লাশ পাওয়া গেছে। পুলিশ আজ সোমবার দুপুরে গাঙ্গুটিয়া ইউনিয়নের রক্ষিত গ্রাম থেকে লাশগুলো উদ্ধার করে।

তিনজন হলো রক্ষিত গ্রামের মৃত রাজা মিয়ার স্ত্রী নার্গিস বেগম (৪০) এবং ছেলে শামীম হোসেন (১৫) ও সোলায়মান (৮)। তাদের মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, লাশ আঘাতের কোনো চিহ্ন নেই। বিষপান বা অন্য কোনো আলামতও পাওয়া যায়নি।

নার্গিসের বিবাহিত মেয়ে নাসরিন আক্তার বলেন, ‘গতকাল রোববার বাড়ি এসেছিলাম। বিকেলে শুলধন গ্রামে শ্বশুরবাড়ি যাওয়ার সময় ভুল করে মায়ের মোবাইল নিয়ে যাই। এ নিয়ে রাতে মায়ের সঙ্গে আমার মোবাইল ফোনে কথা হয়। আজ সকাল থেকে তাকে ফোনে পাচ্ছিলাম না। ফোন বন্ধ পাওয়ায় বেলা ২টার দিকে আবার বাড়ি আসি। এসে মা এবং দুই ভাইকে মৃত অবস্থায় পাই।’

নাসরিন জানান, তাঁর মা এবং ভাইয়েরা যে ঘরে ঘুমাত ওই ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। দরজা খুলে ভেতরে গিয়ে দেখেন মা ও দুই ভাই কাঁথা গায়ে দিয়ে খাটে শুয়ে আছে। তখন নাড়াচাড়া করে বুঝতে পারেন তারা জীবিত নেই। কীভাবে তারা মারা গেল, তা বুঝতে পারছেন না বলে জানান নাসরিন।

এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে মা ও তাঁর দুই সন্তানকে হত্যার কোনো আলামত পাওয়া যায়নি। আবার আত্মহত্যা করেছে কি না, এমন কোনো আলামতও পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে তিনটি লাশ উদ্ধার করে সুরতহাল তৈরি শেষে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আগামীকাল মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য লাশগুলো শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরাতে ইতিবাচক আইসিসি

১২০ বছরে ৩৬ দেশের সরকার উৎখাতে যুক্তরাষ্ট্র, পরিণতি ভয়াবহ

শীতের সকালে গুলশানের মাদ্রাসায় নারীকে খুঁটিতে বেঁধে পানি ঢেলে নির্যাতন

বিএনপি প্রার্থীর এনআইডিতে স্নাতক, হলফনামায় এইচএসসি

ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসন: হুমকিতে চীনের ১০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত