নিজস্ব প্রতিবেদক, সাভার

ঢাকার ধামরাইয়ে ঘরের মধ্যে এক নারী ও তাঁর দুই ছেলের লাশ পাওয়া গেছে। পুলিশ আজ সোমবার দুপুরে গাঙ্গুটিয়া ইউনিয়নের রক্ষিত গ্রাম থেকে লাশগুলো উদ্ধার করে।
তিনজন হলো রক্ষিত গ্রামের মৃত রাজা মিয়ার স্ত্রী নার্গিস বেগম (৪০) এবং ছেলে শামীম হোসেন (১৫) ও সোলায়মান (৮)। তাদের মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, লাশ আঘাতের কোনো চিহ্ন নেই। বিষপান বা অন্য কোনো আলামতও পাওয়া যায়নি।
নার্গিসের বিবাহিত মেয়ে নাসরিন আক্তার বলেন, ‘গতকাল রোববার বাড়ি এসেছিলাম। বিকেলে শুলধন গ্রামে শ্বশুরবাড়ি যাওয়ার সময় ভুল করে মায়ের মোবাইল নিয়ে যাই। এ নিয়ে রাতে মায়ের সঙ্গে আমার মোবাইল ফোনে কথা হয়। আজ সকাল থেকে তাকে ফোনে পাচ্ছিলাম না। ফোন বন্ধ পাওয়ায় বেলা ২টার দিকে আবার বাড়ি আসি। এসে মা এবং দুই ভাইকে মৃত অবস্থায় পাই।’
নাসরিন জানান, তাঁর মা এবং ভাইয়েরা যে ঘরে ঘুমাত ওই ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। দরজা খুলে ভেতরে গিয়ে দেখেন মা ও দুই ভাই কাঁথা গায়ে দিয়ে খাটে শুয়ে আছে। তখন নাড়াচাড়া করে বুঝতে পারেন তারা জীবিত নেই। কীভাবে তারা মারা গেল, তা বুঝতে পারছেন না বলে জানান নাসরিন।
এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে মা ও তাঁর দুই সন্তানকে হত্যার কোনো আলামত পাওয়া যায়নি। আবার আত্মহত্যা করেছে কি না, এমন কোনো আলামতও পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে তিনটি লাশ উদ্ধার করে সুরতহাল তৈরি শেষে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আগামীকাল মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য লাশগুলো শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

ঢাকার ধামরাইয়ে ঘরের মধ্যে এক নারী ও তাঁর দুই ছেলের লাশ পাওয়া গেছে। পুলিশ আজ সোমবার দুপুরে গাঙ্গুটিয়া ইউনিয়নের রক্ষিত গ্রাম থেকে লাশগুলো উদ্ধার করে।
তিনজন হলো রক্ষিত গ্রামের মৃত রাজা মিয়ার স্ত্রী নার্গিস বেগম (৪০) এবং ছেলে শামীম হোসেন (১৫) ও সোলায়মান (৮)। তাদের মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, লাশ আঘাতের কোনো চিহ্ন নেই। বিষপান বা অন্য কোনো আলামতও পাওয়া যায়নি।
নার্গিসের বিবাহিত মেয়ে নাসরিন আক্তার বলেন, ‘গতকাল রোববার বাড়ি এসেছিলাম। বিকেলে শুলধন গ্রামে শ্বশুরবাড়ি যাওয়ার সময় ভুল করে মায়ের মোবাইল নিয়ে যাই। এ নিয়ে রাতে মায়ের সঙ্গে আমার মোবাইল ফোনে কথা হয়। আজ সকাল থেকে তাকে ফোনে পাচ্ছিলাম না। ফোন বন্ধ পাওয়ায় বেলা ২টার দিকে আবার বাড়ি আসি। এসে মা এবং দুই ভাইকে মৃত অবস্থায় পাই।’
নাসরিন জানান, তাঁর মা এবং ভাইয়েরা যে ঘরে ঘুমাত ওই ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। দরজা খুলে ভেতরে গিয়ে দেখেন মা ও দুই ভাই কাঁথা গায়ে দিয়ে খাটে শুয়ে আছে। তখন নাড়াচাড়া করে বুঝতে পারেন তারা জীবিত নেই। কীভাবে তারা মারা গেল, তা বুঝতে পারছেন না বলে জানান নাসরিন।
এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে মা ও তাঁর দুই সন্তানকে হত্যার কোনো আলামত পাওয়া যায়নি। আবার আত্মহত্যা করেছে কি না, এমন কোনো আলামতও পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে তিনটি লাশ উদ্ধার করে সুরতহাল তৈরি শেষে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আগামীকাল মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য লাশগুলো শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

সুন্দরবনে অপহৃত রিসোর্ট মালিকসহ দুই পর্যটককে উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে তাঁদের উদ্ধারের তথ্য জানায় পুলিশ ও কোস্ট গার্ড। এর আগে মুক্তিপণের দাবিতে গত শুক্রবার তাঁদের অপহরণ করা হয়েছিল।
২ মিনিট আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের আগেই নির্দিষ্ট প্রতীকে ভোট চাওয়াসহ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী বিএনপি নেতা তাইফুল ইসলাম টিপুকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারক কমিটি।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের সালথায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনের দলীয় প্রার্থী শামা ওবায়েদ ইসলামের হাতে ফুল দিয়ে দলে যোগদান করেছেন আনোয়ার হোসেন মিয়া নামে এক আওয়ামী লীগ নেতা।
১ ঘণ্টা আগে
নীলফামারীর সৈয়দপুরে আওয়ামী লীগ নেতা ও বর্তমান ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেনের নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। গতকাল রোববার রাতে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ মো. আব্দুল গফুর সরকারের হাতে ফুলের তোড়া দিয়ে তাঁরা আনুষ্ঠানিকভাবে...
২ ঘণ্টা আগে