নিজস্ব প্রতিবেদক, সাভার

ঢাকার ধামরাইয়ে ঘরের মধ্যে এক নারী ও তাঁর দুই ছেলের লাশ পাওয়া গেছে। পুলিশ আজ সোমবার দুপুরে গাঙ্গুটিয়া ইউনিয়নের রক্ষিত গ্রাম থেকে লাশগুলো উদ্ধার করে।
তিনজন হলো রক্ষিত গ্রামের মৃত রাজা মিয়ার স্ত্রী নার্গিস বেগম (৪০) এবং ছেলে শামীম হোসেন (১৫) ও সোলায়মান (৮)। তাদের মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, লাশ আঘাতের কোনো চিহ্ন নেই। বিষপান বা অন্য কোনো আলামতও পাওয়া যায়নি।
নার্গিসের বিবাহিত মেয়ে নাসরিন আক্তার বলেন, ‘গতকাল রোববার বাড়ি এসেছিলাম। বিকেলে শুলধন গ্রামে শ্বশুরবাড়ি যাওয়ার সময় ভুল করে মায়ের মোবাইল নিয়ে যাই। এ নিয়ে রাতে মায়ের সঙ্গে আমার মোবাইল ফোনে কথা হয়। আজ সকাল থেকে তাকে ফোনে পাচ্ছিলাম না। ফোন বন্ধ পাওয়ায় বেলা ২টার দিকে আবার বাড়ি আসি। এসে মা এবং দুই ভাইকে মৃত অবস্থায় পাই।’
নাসরিন জানান, তাঁর মা এবং ভাইয়েরা যে ঘরে ঘুমাত ওই ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। দরজা খুলে ভেতরে গিয়ে দেখেন মা ও দুই ভাই কাঁথা গায়ে দিয়ে খাটে শুয়ে আছে। তখন নাড়াচাড়া করে বুঝতে পারেন তারা জীবিত নেই। কীভাবে তারা মারা গেল, তা বুঝতে পারছেন না বলে জানান নাসরিন।
এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে মা ও তাঁর দুই সন্তানকে হত্যার কোনো আলামত পাওয়া যায়নি। আবার আত্মহত্যা করেছে কি না, এমন কোনো আলামতও পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে তিনটি লাশ উদ্ধার করে সুরতহাল তৈরি শেষে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আগামীকাল মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য লাশগুলো শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

ঢাকার ধামরাইয়ে ঘরের মধ্যে এক নারী ও তাঁর দুই ছেলের লাশ পাওয়া গেছে। পুলিশ আজ সোমবার দুপুরে গাঙ্গুটিয়া ইউনিয়নের রক্ষিত গ্রাম থেকে লাশগুলো উদ্ধার করে।
তিনজন হলো রক্ষিত গ্রামের মৃত রাজা মিয়ার স্ত্রী নার্গিস বেগম (৪০) এবং ছেলে শামীম হোসেন (১৫) ও সোলায়মান (৮)। তাদের মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, লাশ আঘাতের কোনো চিহ্ন নেই। বিষপান বা অন্য কোনো আলামতও পাওয়া যায়নি।
নার্গিসের বিবাহিত মেয়ে নাসরিন আক্তার বলেন, ‘গতকাল রোববার বাড়ি এসেছিলাম। বিকেলে শুলধন গ্রামে শ্বশুরবাড়ি যাওয়ার সময় ভুল করে মায়ের মোবাইল নিয়ে যাই। এ নিয়ে রাতে মায়ের সঙ্গে আমার মোবাইল ফোনে কথা হয়। আজ সকাল থেকে তাকে ফোনে পাচ্ছিলাম না। ফোন বন্ধ পাওয়ায় বেলা ২টার দিকে আবার বাড়ি আসি। এসে মা এবং দুই ভাইকে মৃত অবস্থায় পাই।’
নাসরিন জানান, তাঁর মা এবং ভাইয়েরা যে ঘরে ঘুমাত ওই ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। দরজা খুলে ভেতরে গিয়ে দেখেন মা ও দুই ভাই কাঁথা গায়ে দিয়ে খাটে শুয়ে আছে। তখন নাড়াচাড়া করে বুঝতে পারেন তারা জীবিত নেই। কীভাবে তারা মারা গেল, তা বুঝতে পারছেন না বলে জানান নাসরিন।
এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে মা ও তাঁর দুই সন্তানকে হত্যার কোনো আলামত পাওয়া যায়নি। আবার আত্মহত্যা করেছে কি না, এমন কোনো আলামতও পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে তিনটি লাশ উদ্ধার করে সুরতহাল তৈরি শেষে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আগামীকাল মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য লাশগুলো শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

পাউবোর নীলফামারী উপবিভাগীয় প্রকৌশলী জুলফিকার আলী বাদী হয়ে জলঢাকা থানায় শুক্র ও শনিবার পৃথক দুটি মামলা করেন। এতে ১৯ ও ২২ জনের নাম উল্লেখ করে ৬৯১ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টা থেকে এই নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
২ ঘণ্টা আগে
নেত্রকোনায় টাকার বিনিময়ে রোহিঙ্গাদের বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও জন্মনিবন্ধন তৈরি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, নেত্রকোনা সদর উপজেলা নির্বাচন অফিসের একটি সংঘবদ্ধ চক্র নিয়মবহির্ভূতভাবে রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করছে। এর মাধ্যমে রোহিঙ্গারা পাচ্ছে বাংলাদেশি নাগরিকত্ব।
৭ ঘণ্টা আগে
যশোরের মনিরামপুরে ২০২৫-২৬ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা) কর্মসূচির আওতায় নেওয়া ১৮টি প্রকল্পের বিল এক মাস আগে স্বাক্ষর হলেও এখন পর্যন্ত টাকা পাননি প্রকল্পের সভাপতিরা। অভিযোগ উঠেছে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) দপ্তর বিলে স্বাক্ষর করিয়ে টাকা আটকে রেখে সভাপতিদের ঘুরাচ্ছে।
৭ ঘণ্টা আগে