টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল পৌর শহরের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাত ৯টা ৪৫ মিনিটের দিকে টাঙ্গাইল পৌরসভার সামনে, পৌর উদ্যান, ছয়আনী পুকুরপাড়, আদালতপাড়া, পুরাতন বাসস্ট্যান্ড, থানাপাড়া এলাকায় এসব বিস্ফোরণ হয়। টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন ককটেলসদৃশ দুটি বিস্ফোরক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয় এবং পুলিশের মোটরসাইকেলের মোবাইল টিম শহরের বিভিন্ন পয়েন্টে টহল দেয়। এ ছাড়া শহরের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করে।
এদিকে টাঙ্গাইল শহরে আওয়ামী লীগের দুই গ্রুপের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার সকালে পৃথক সমাবেশের ডাক দেওয়া হয়েছে। জেলা আওয়ামী লীগের একাংশ সচেতন নাগরিক সমাজের ব্যানারে ধর্ষণ মামলার আসামি ও শহর আওয়ামী লীগের সহসভাপতি পদ থেকে অব্যাহতি পাওয়া গোলাম কিবরিয়া বড় মনিরকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে সমাবেশের ডাক দেয়। অন্যদিকে একই সময়ে আওয়ামী লীগের আরেক অংশ জেলা শ্রমিক ফেডারেশনের ব্যানারে আওয়ামী লীগ নেতা ফারুক হত্যা মামলার আসামিদের বিচারের দাবিতে সমাবেশের ঘোষণা দেয়।
শহরের বাসিন্দারা জানান, রাতে শহরে বিস্ফোরণের বিকট শব্দে আতঙ্কের সৃষ্টি হয়েছে। মোটরসাইকেলে চেপে দুষ্কৃতকারীরা শহরের বিভিন্ন স্থানে ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করেছে। আওয়ামী লীগের দুই গ্রুপের সমাবেশের কারণে হয়তো এমনটি হতে পারে।
টাঙ্গাইল সদর থানার ওসি মো. লোকমান হোসেন বলেন, রাতে কে বা কারা এসব ঘটনা ঘটিয়েছে। পৌরসভার সামনে থেকে ককটেলসদৃশ দুটি বিস্ফোরক পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। শহরে পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে।

টাঙ্গাইল পৌর শহরের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাত ৯টা ৪৫ মিনিটের দিকে টাঙ্গাইল পৌরসভার সামনে, পৌর উদ্যান, ছয়আনী পুকুরপাড়, আদালতপাড়া, পুরাতন বাসস্ট্যান্ড, থানাপাড়া এলাকায় এসব বিস্ফোরণ হয়। টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন ককটেলসদৃশ দুটি বিস্ফোরক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয় এবং পুলিশের মোটরসাইকেলের মোবাইল টিম শহরের বিভিন্ন পয়েন্টে টহল দেয়। এ ছাড়া শহরের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করে।
এদিকে টাঙ্গাইল শহরে আওয়ামী লীগের দুই গ্রুপের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার সকালে পৃথক সমাবেশের ডাক দেওয়া হয়েছে। জেলা আওয়ামী লীগের একাংশ সচেতন নাগরিক সমাজের ব্যানারে ধর্ষণ মামলার আসামি ও শহর আওয়ামী লীগের সহসভাপতি পদ থেকে অব্যাহতি পাওয়া গোলাম কিবরিয়া বড় মনিরকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে সমাবেশের ডাক দেয়। অন্যদিকে একই সময়ে আওয়ামী লীগের আরেক অংশ জেলা শ্রমিক ফেডারেশনের ব্যানারে আওয়ামী লীগ নেতা ফারুক হত্যা মামলার আসামিদের বিচারের দাবিতে সমাবেশের ঘোষণা দেয়।
শহরের বাসিন্দারা জানান, রাতে শহরে বিস্ফোরণের বিকট শব্দে আতঙ্কের সৃষ্টি হয়েছে। মোটরসাইকেলে চেপে দুষ্কৃতকারীরা শহরের বিভিন্ন স্থানে ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করেছে। আওয়ামী লীগের দুই গ্রুপের সমাবেশের কারণে হয়তো এমনটি হতে পারে।
টাঙ্গাইল সদর থানার ওসি মো. লোকমান হোসেন বলেন, রাতে কে বা কারা এসব ঘটনা ঘটিয়েছে। পৌরসভার সামনে থেকে ককটেলসদৃশ দুটি বিস্ফোরক পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। শহরে পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে।

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং নাফ নদী সীমান্তে মাছ ও কাঁকড়া শিকারের সময় মিয়ানমারের দিক থেকে ছোড়া গুলিতে বাংলাদেশি এক জেলে গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ আলমগীর (৩০) টেকনাফ উপজেলার হোয়াইক্যং বালুখালী এলাকার সৈয়দ আহমদের ছেলে।
৩৭ মিনিট আগে
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠির নলছিটিতে আয়োজিত দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে বিশৃঙ্খলা, মঞ্চ দখল এবং দুই পক্ষে হাতাহাতির ঘটনা ঘটেছে। প্রায় ১০ হাজার নেতা-কর্মীর উপস্থিতিতে সংঘটিত এই ঘটনায় কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের শীর্ষস্থানীয় নেতারা হতভম্ব হয়ে পড়েন।
১ ঘণ্টা আগে
বরিশালের নবাগত পুলিশ সুপার ফারজানা ইসলাম বলেছেন, সাংবাদিকেরা নির্বাচনের স্টেকহোল্ডার। যে কারণে সাংবাদিকদের জন্য নির্বাচন কমিশনের নির্দেশনা রয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্রের গোপন কক্ষে সাংবাদিকেরা প্রবেশ করতে পারবেন না। ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না।
২ ঘণ্টা আগে
পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেতা হাসান মামুন নির্বাচনী মাঠ গরমের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নানা মন্তব্য করে সরব রয়েছেন। আজ শুক্রবার রাত ৮টার দিকে তিনি নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন।
৩ ঘণ্টা আগে