নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বঙ্গবন্ধুর হত্যাকারীদের খণ্ডিত বিচার হয়েছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। আজ শনিবার জাতীয় শোক দিবস উপলক্ষে সুপ্রিম কোর্ট মিলনায়তনে পিরোজপুর জেলা সমিতির আয়োজনে অনুষ্ঠিত আলোচনাসভা ও দোয়া মাহফিলে এ মন্তব্য করেন তিনি।
প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার সম্পূর্ণ বিচার এখনো হয়নি। এই হত্যার পেছনে যাঁরা ছিলেন, তাঁদের বিচার হয়নি। হত্যার ষড়যন্ত্রের সঙ্গে জড়িতদের অনেকেই এখনো খোলস পরে ঘুরে বেড়াচ্ছেন। তাঁদের বিরুদ্ধে নতুন করে চার্জশিট দিতে কোনো বাধা নেই।’
প্রাণিসম্পদ মন্ত্রী আরও বলেন, ‘যাঁরা ’৭১-এ পরাজয় মেনে নিতে পারেননি, তাঁরাই এই হত্যার ষড়যন্ত্র করেছিলেন। জিয়াউর রহমান ছিলেন বঙ্গবন্ধু হত্যার মাস্টারমাইন্ড। খুনিদের সঙ্গে জিয়ার বৈঠক হয়। সেখানে জিয়া বলেছেন, গো অ্যাহেড। পরে খুনিদের নার্সিং করেছেন জিয়া, এরশাদ ও খালেদা। জিয়া মুক্তিযুদ্ধের চেতনাকে বিপরীতমুখী করেছিলেন। আর যাঁরা বলছেন, বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে, তাঁরা জ্ঞানপাপী। তাঁরা পাকিস্তানের দোসর।’
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেন, ‘সাম্প্রদায়িক শক্তি বঙ্গবন্ধুর স্বাধীনতাকে মেনে নিতে পারেনি। একাত্তরের পরাজিত শক্তি আর আন্তর্জাতিক শক্তি মিলে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। যদি শেখ হাসিনা ক্ষমতায় না আসতেন, তাহলে বিচারের রায় কার্যকর হতো না।’
আমির হোসেন আমু আরও জানান, এই দুর্দিনেও অন্য দেশের তুলনায় বাংলাদেশ অনেক ভালো আছে। আল্লাহর রহমত আছে। বিভিন্ন সংকটেও শেখ হাসিনার নেতৃত্বে দেশের মানুষ উত্তরণ ঘটিয়েছে।
পিরোজপুর জেলা সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা এম শামসুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টি জেপির সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু, সংসদ সদস্য রুস্তম আলী ফরাজী প্রমুখ।

বঙ্গবন্ধুর হত্যাকারীদের খণ্ডিত বিচার হয়েছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। আজ শনিবার জাতীয় শোক দিবস উপলক্ষে সুপ্রিম কোর্ট মিলনায়তনে পিরোজপুর জেলা সমিতির আয়োজনে অনুষ্ঠিত আলোচনাসভা ও দোয়া মাহফিলে এ মন্তব্য করেন তিনি।
প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার সম্পূর্ণ বিচার এখনো হয়নি। এই হত্যার পেছনে যাঁরা ছিলেন, তাঁদের বিচার হয়নি। হত্যার ষড়যন্ত্রের সঙ্গে জড়িতদের অনেকেই এখনো খোলস পরে ঘুরে বেড়াচ্ছেন। তাঁদের বিরুদ্ধে নতুন করে চার্জশিট দিতে কোনো বাধা নেই।’
প্রাণিসম্পদ মন্ত্রী আরও বলেন, ‘যাঁরা ’৭১-এ পরাজয় মেনে নিতে পারেননি, তাঁরাই এই হত্যার ষড়যন্ত্র করেছিলেন। জিয়াউর রহমান ছিলেন বঙ্গবন্ধু হত্যার মাস্টারমাইন্ড। খুনিদের সঙ্গে জিয়ার বৈঠক হয়। সেখানে জিয়া বলেছেন, গো অ্যাহেড। পরে খুনিদের নার্সিং করেছেন জিয়া, এরশাদ ও খালেদা। জিয়া মুক্তিযুদ্ধের চেতনাকে বিপরীতমুখী করেছিলেন। আর যাঁরা বলছেন, বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে, তাঁরা জ্ঞানপাপী। তাঁরা পাকিস্তানের দোসর।’
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেন, ‘সাম্প্রদায়িক শক্তি বঙ্গবন্ধুর স্বাধীনতাকে মেনে নিতে পারেনি। একাত্তরের পরাজিত শক্তি আর আন্তর্জাতিক শক্তি মিলে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। যদি শেখ হাসিনা ক্ষমতায় না আসতেন, তাহলে বিচারের রায় কার্যকর হতো না।’
আমির হোসেন আমু আরও জানান, এই দুর্দিনেও অন্য দেশের তুলনায় বাংলাদেশ অনেক ভালো আছে। আল্লাহর রহমত আছে। বিভিন্ন সংকটেও শেখ হাসিনার নেতৃত্বে দেশের মানুষ উত্তরণ ঘটিয়েছে।
পিরোজপুর জেলা সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা এম শামসুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টি জেপির সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু, সংসদ সদস্য রুস্তম আলী ফরাজী প্রমুখ।

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, তাঁর স্ত্রী শাহীন আক্তার এবং দুই মেয়ে আনিকা ফারিহা জামান ও মায়সা সামিহা জামানের নামে থাকা বিভিন্ন ব্যাংকের ৪১টি হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার (১১ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ সাব্বির ফয়েজ এ নির্দেশ দেন
২৯ মিনিট আগে
মধ্যপ্রাচ্যের দেশ ওমানে সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও একজন নারী ও এক শিশু।
৩৭ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। আজ সকালে হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে মিয়ানমারে সংঘর্ষের মুখে বাংলাদেশে পালিয়ে আসা মিয়ানমারের সন্ত্রাসী গোষ্ঠীর ৫২ সদস্য এবং এক বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
১ ঘণ্টা আগে
যশোরের বেনাপোল সীমান্তের রঘুনাথপুর থেকে দুটি পিস্তল ও ছয়টি গুলিসহ সাকিব হাসান (২২) নামে এক যুবককে আটক করেছেন র্যাব সদস্যরা। রোববার (১১ জানুয়ারি) সকাল ৭টার দিকে সাকিবের নিজ বাড়ি থেকে তাঁকে অবৈধ ভারতীয় অস্ত্রসহ আটক করা হয়। আটককৃত সাকিব হাসান বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের আসলাম আলীর ছেলে।
১ ঘণ্টা আগে