Ajker Patrika

শহীদ জিয়া কলেজের নাম পরিবর্তনের আদেশ হাইকোর্ট স্থগিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শহীদ জিয়া কলেজের নাম পরিবর্তনের আদেশ হাইকোর্ট স্থগিত

জয়পুরহাট শহীদ জিয়া কলেজের নাম পরিবর্তন করে জয়পুরহাট মহাবিদ্যালয় নামকরণের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের এই নতুন নামকরণের আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। 

আজ মঙ্গলবার বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ এ আদেশ দেন। ওই কলেজের সাবেক প্রিন্সিপাল শামসুল হকের করা রিটের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন আদালত। আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কায়সার কামাল ও গালিব আমিদ। 

ব্যারিস্টার কায়সার কামাল সাংবাদিকদের জানান, শহীদ জিয়া কলেজের নাম পরিবর্তনের আদেশের ওপর আদালত ছয় মাসের স্থগিতাদেশ দিয়েছেন এবং সংশ্লিষ্টদের ওপর রুল জারি করেছেন। 

আইনজীবীরা জানান, ১৯৮৫ সালে জয়পুরহাট শহীদ জিয়া কলেজ প্রতিষ্ঠিত হয়। পরে রাজশাহী বোর্ডের স্বীকৃতি পায় এবং এমপিওভুক্ত হয়। ২০২০ সালের ২৫ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব স্বাক্ষরিত চিঠিতে শহীদ জিয়া কলেজের নাম পরিবর্তন করে জয়পুরহাট মহাবিদ্যালয় করার জন্য রাজশাহী বোর্ডকে নির্দেশ দেওয়া হয়। 

এরপর জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২১ সালের ২৬ অক্টোবর জয়পুরহাট শহীদ জিয়া কলেজের নাম পরিবর্তন করে জয়পুরহাট মহাবিদ্যালয় নামকরণের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এই প্রজ্ঞাপনের বিরুদ্ধে শহীদ জিয়া কলেজের সাবেক প্রিন্সিপাল শামসুল হক হাইকোর্টে রিট করেন। ওই রিট আবেদনের শুনানি নিয়ে আজ আদেশ দিলেন উচ্চ আদালত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আইসিসির ভোটাভুটিতে মাত্র ২ ভোট পেয়েছে বাংলাদেশ

সরকারি প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯ হাজারের বেশি

খোলস পাল্টে বাংলাদেশে ভিত গড়ার চেষ্টায় জামায়াত, উদ্বেগে উদারপন্থী ও সংখ্যালঘুরা

শ্বশুরবাড়ি যাবেন তারেক রহমান, রান্না হচ্ছে চল্লিশ হাঁড়ি আখনি

জোটের সিদ্ধান্ত না মেনে ভোটে জামায়াত প্রার্থী, ক্ষুব্ধ এনসিপি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত