ঢামেক প্রতিনিধি

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগ অগ্নিকাণ্ডের ঝুঁকিতে বলে মনে করছে ফায়ার সার্ভিস ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা দল। আজ বুধবার বেলা ১১টার দিকে ফায়ার সার্ভিস ও জাতীয় গোয়েন্দা সংস্থা দল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করে বিভিন্ন বিভাগকে ঝুঁকিপূর্ণ বলেন।
ফায়ার সদর দপ্তরের পরিদর্শক পলাশ চন্দ্র মোদক বলেন, ‘সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেছি। সঙ্গে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা দল ছিল। হাসপাতালের জেনারেটর কক্ষ ও পাশের অক্সিজেন কক্ষ পরিদর্শন করেছি। এখানে কোনো নিয়ম না মেনেই চলছে সবকিছু। জেনারেটর কক্ষে রাতে লোক ঘুমিয়ে থাকে। ভেতরে হিটার দিয়ে রান্না করে খায়। এটা অবশ্যই বেআইনি কাজ এবং নিজের জন্যও ঝুঁকিপূর্ণ।’
পলাশ চন্দ্র বলেন, ‘হাসপাতালের কিচেনে গিয়ে দেখলাম সেখানে কোনো দুর্ঘটনা হলে লোকজনের বাইরে বের হওয়ার সুযোগ নাই। এমনকি ছাদের প্লাস্টার খসে পড়ছে। হাসপাতালের বিদ্যুতের সাবস্টেশন গুলো নিয়ম না মেনেই চলছে। অনেক জায়গায় আগুন নেভানোর কোনো যন্ত্র নাই। যেগুলো আছে তার মধ্যে বেশির ভাগই অকেজো। সব মিলিয়ে আমাদের কাছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল অগ্নিকাণ্ডের জন্য ঝুঁকিপূর্ণ বলেই মনে হচ্ছে। আমরা হাসপাতালের ওয়ার্ড মাস্টারসহ কয়েকজনের সঙ্গে কথা বলেছি এবং পরামর্শ দিয়েছি।’
হাসপাতালের নতুন ভবনের নিচতলায় ডা. ক্যানটিনে গিয়ে একই অবস্থা দেখা যায়। সেখানে রান্না ঘরের ভেতর দিয়ে বের হওয়ার একটি জরুরি দরজা থাকলেও সেটি বন্ধ করে রাখা হয়েছে। খাবার দাবারের পরিবেশও খুবই খারাপ। আগুন নেভানোর কোনো যন্ত্রও ছিল না সেখানে।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বলেন, ‘গোয়েন্দা সংস্থা ও ফায়ার সার্ভিস তাদের কার্যক্রমের অংশ হিসেবে হাসপাতাল পরিদর্শনে এসেছিলেন। উনাদের পরামর্শ অনুযায়ী আমরা যথাসাধ্য চেষ্টা করি। আমদের অবহেলা আছে তা নয়। প্রতি বছর ফায়ার সার্ভিস থেকে মহড়া হয়।’
ঢাকা মেডিকেল পরিচালক আরও বলেন, ‘অনেক সময় তাদের পরামর্শ অনুযায়ী কাজ করা সম্ভব হয় না। তবে এবার তাদের পরামর্শ অনুযায়ী করার চেষ্টা করব।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগ অগ্নিকাণ্ডের ঝুঁকিতে বলে মনে করছে ফায়ার সার্ভিস ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা দল। আজ বুধবার বেলা ১১টার দিকে ফায়ার সার্ভিস ও জাতীয় গোয়েন্দা সংস্থা দল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করে বিভিন্ন বিভাগকে ঝুঁকিপূর্ণ বলেন।
ফায়ার সদর দপ্তরের পরিদর্শক পলাশ চন্দ্র মোদক বলেন, ‘সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেছি। সঙ্গে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা দল ছিল। হাসপাতালের জেনারেটর কক্ষ ও পাশের অক্সিজেন কক্ষ পরিদর্শন করেছি। এখানে কোনো নিয়ম না মেনেই চলছে সবকিছু। জেনারেটর কক্ষে রাতে লোক ঘুমিয়ে থাকে। ভেতরে হিটার দিয়ে রান্না করে খায়। এটা অবশ্যই বেআইনি কাজ এবং নিজের জন্যও ঝুঁকিপূর্ণ।’
পলাশ চন্দ্র বলেন, ‘হাসপাতালের কিচেনে গিয়ে দেখলাম সেখানে কোনো দুর্ঘটনা হলে লোকজনের বাইরে বের হওয়ার সুযোগ নাই। এমনকি ছাদের প্লাস্টার খসে পড়ছে। হাসপাতালের বিদ্যুতের সাবস্টেশন গুলো নিয়ম না মেনেই চলছে। অনেক জায়গায় আগুন নেভানোর কোনো যন্ত্র নাই। যেগুলো আছে তার মধ্যে বেশির ভাগই অকেজো। সব মিলিয়ে আমাদের কাছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল অগ্নিকাণ্ডের জন্য ঝুঁকিপূর্ণ বলেই মনে হচ্ছে। আমরা হাসপাতালের ওয়ার্ড মাস্টারসহ কয়েকজনের সঙ্গে কথা বলেছি এবং পরামর্শ দিয়েছি।’
হাসপাতালের নতুন ভবনের নিচতলায় ডা. ক্যানটিনে গিয়ে একই অবস্থা দেখা যায়। সেখানে রান্না ঘরের ভেতর দিয়ে বের হওয়ার একটি জরুরি দরজা থাকলেও সেটি বন্ধ করে রাখা হয়েছে। খাবার দাবারের পরিবেশও খুবই খারাপ। আগুন নেভানোর কোনো যন্ত্রও ছিল না সেখানে।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বলেন, ‘গোয়েন্দা সংস্থা ও ফায়ার সার্ভিস তাদের কার্যক্রমের অংশ হিসেবে হাসপাতাল পরিদর্শনে এসেছিলেন। উনাদের পরামর্শ অনুযায়ী আমরা যথাসাধ্য চেষ্টা করি। আমদের অবহেলা আছে তা নয়। প্রতি বছর ফায়ার সার্ভিস থেকে মহড়া হয়।’
ঢাকা মেডিকেল পরিচালক আরও বলেন, ‘অনেক সময় তাদের পরামর্শ অনুযায়ী কাজ করা সম্ভব হয় না। তবে এবার তাদের পরামর্শ অনুযায়ী করার চেষ্টা করব।’

নৌ পুলিশ জানায়, রাতে ইঞ্জিনচালিত নৌকা নিয়ে তাঁরা মেঘনা নদীতে নিয়মিত টহল দিচ্ছিলেন। রাত ৩টার দিকে শান্তির বাজার এলাকায় নদীর পাড়ে লাশ দেখতে পেয়ে তা উদ্ধার করা হয়। পরে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২৩ মিনিট আগে
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে যশোর ছাত্রদল ব্যতিক্রমধর্মী আয়োজন করেছে। এই মিনি ম্যারাথন শিক্ষার্থী ও তরুণদের স্বাস্থ্য সচেতন হতে সহায়তা করবে। এ ছাড়া বিশেষ মানুষদের কর্মময় জীবন থেকে অনুপ্রেরণা নিতে পারব, যাতে নিজেদের তৈরি করে দেশ গঠনে ভূমিকা রাখতে পারি।’
২৭ মিনিট আগে
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) সংসদীয় আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য (এমপি) মুশফিকুর রহমান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত ধানের শীষ প্রতীক বরাদ্দের চিঠি তিনি রোববার রাতে (১৮ জানুয়ারি)...
৪০ মিনিট আগে
প্রসিকিউটর গাজী এম এইচ তামিম সাংবাদিকদের বলেন, জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে সারা দেশের মতো নারায়ণগঞ্জেও ব্যাপক হত্যাযজ্ঞ চলেছে। এ ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত সংস্থার প্রতিবেদন অনুযায়ী ট্রাইব্যুনালে ফরমাল চার্জ দাখিল করেছে প্রসিকিউশন।
১ ঘণ্টা আগে