শরীয়তপুর প্রতিনিধি

পদ্মা সেতুর রেলিংয়ের নাট খোলা বায়েজিদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে জামিন শুনানি শেষে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সামসুল আলম আসামির জামিন আবেদন নামঞ্জুর করেন।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, গত ২৬ জুন পদ্মা সেতুতে এসে জাজিরা প্রান্তের একটি রেলিংয়ের নাট খোলেন বায়েজিদ তালহা নামের এক যুবক। পরবর্তীতে ভিডিওটি টিকটক অ্যাকাউন্টে ছড়িয়ে দেন তিনি। নাট খোলার দৃশ্য অনলাইনে ছড়িয়ে পরলে দেশব্যাপী তোলপাড় শুরু হয়। পরে সিআইডি পুলিশ ঢাকার পল্টন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।
সিআইডি পুলিশের পরিদর্শক শাহীনুল ইসলাম বাদী হয়ে পদ্মা সেতু দক্ষিণ থানায় ওই দিনই বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন। সহযোগিতা করায় মামলায় আরও আসামি করা হয় কায়সার আহম্মেদ (২৬) নামের এক যুবককে। তার বাড়ি সাভারের নালিয়াসুর মুশুরিখোলা গ্রামে। এ ঘটনার পর থেকে কয়সার পলাতক রয়েছেন।
ঘটনা তদন্ত করার জন্য সিআইডি পুলিশ বায়েজিদ তালহাকে রিমান্ডে নেওয়ার আবেদন করে। আদালত গত ২৭ জুন তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে গতকাল মঙ্গলবার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। আজ বুধবার সকালে তার আইনজীবী শহীদুল ইসলাম সজিব জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে জামিনের আবেদন নামঞ্জুর করেন।
আসামি পক্ষের আইনজীবী শহীদুল ইসলাম সজিব আজকের পত্রিকাকে বলেন, ‘জামিন চাওয়া প্রত্যেক আসামির অধিকার। এ আদালত সেটা মূল্যায়ন করেননি। আমরা ন্যায় বিচার পেতে উচ্চ আদালতে যাব।’
শরীয়তপুর জেলা আদালত পুলিশের পরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, সেতুর রেলিংয়ের নাট খোলা যুবককে রিমান্ড শেষে আদালতে উপস্থাপন করা হয়। তার আইনজীবী জামিনের আবেদন করলে শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। ওই আসামি এখন শরীয়তপুর জেলা কারাগারে রয়েছেন।

পদ্মা সেতুর রেলিংয়ের নাট খোলা বায়েজিদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে জামিন শুনানি শেষে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সামসুল আলম আসামির জামিন আবেদন নামঞ্জুর করেন।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, গত ২৬ জুন পদ্মা সেতুতে এসে জাজিরা প্রান্তের একটি রেলিংয়ের নাট খোলেন বায়েজিদ তালহা নামের এক যুবক। পরবর্তীতে ভিডিওটি টিকটক অ্যাকাউন্টে ছড়িয়ে দেন তিনি। নাট খোলার দৃশ্য অনলাইনে ছড়িয়ে পরলে দেশব্যাপী তোলপাড় শুরু হয়। পরে সিআইডি পুলিশ ঢাকার পল্টন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।
সিআইডি পুলিশের পরিদর্শক শাহীনুল ইসলাম বাদী হয়ে পদ্মা সেতু দক্ষিণ থানায় ওই দিনই বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন। সহযোগিতা করায় মামলায় আরও আসামি করা হয় কায়সার আহম্মেদ (২৬) নামের এক যুবককে। তার বাড়ি সাভারের নালিয়াসুর মুশুরিখোলা গ্রামে। এ ঘটনার পর থেকে কয়সার পলাতক রয়েছেন।
ঘটনা তদন্ত করার জন্য সিআইডি পুলিশ বায়েজিদ তালহাকে রিমান্ডে নেওয়ার আবেদন করে। আদালত গত ২৭ জুন তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে গতকাল মঙ্গলবার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। আজ বুধবার সকালে তার আইনজীবী শহীদুল ইসলাম সজিব জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে জামিনের আবেদন নামঞ্জুর করেন।
আসামি পক্ষের আইনজীবী শহীদুল ইসলাম সজিব আজকের পত্রিকাকে বলেন, ‘জামিন চাওয়া প্রত্যেক আসামির অধিকার। এ আদালত সেটা মূল্যায়ন করেননি। আমরা ন্যায় বিচার পেতে উচ্চ আদালতে যাব।’
শরীয়তপুর জেলা আদালত পুলিশের পরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, সেতুর রেলিংয়ের নাট খোলা যুবককে রিমান্ড শেষে আদালতে উপস্থাপন করা হয়। তার আইনজীবী জামিনের আবেদন করলে শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। ওই আসামি এখন শরীয়তপুর জেলা কারাগারে রয়েছেন।

টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনে বিএনপি প্রার্থী সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর ১৭ কোটি টাকার সম্পদ রয়েছে এবং ব্যক্তিগত দেনা রয়েছে ১ কোটি ৪৫ লাখ ৪৪ হাজার ৭৫৬ টাকা। তাঁর বার্ষিক আয় ৪৭ লাখ ৫৯ হাজার ৭১২ টাকা।
৩৪ মিনিট আগে
বগুড়ার কাহালুতে মোটরসাইকেলের ধাক্কায় মমতাজ সোনার (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল বুধবার বিকেলে কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের গুড়বিশা বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহত মমতাজ সোনার গুড়বিশা গ্রামের বাসিন্দা। তিনি মালঞ্চা ইউনিয়ন পরিষদের নারী ভাইস চেয়ারম্যান মনজিলা বেগমের স্বামী।
২ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ফসলি জমি থেকে মাটি কেটে সড়কে ব্যবহারের অভিযোগ উঠেছে। কৃষকেরা দাবি করেছেন, তাঁদের ফসলি জমি থেকে মাটি কেটে সড়ক নির্মাণের পর সেই জমি আবার ভরাট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও কথা রাখেনি তারা।
৮ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে চারটি আসনে বইছে ভোটের আমেজ। সব কটি আসনে প্রার্থী ঘোষণা দিয়ে গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছে বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত। বসে নেই অন্য দলের প্রার্থীরাও। সকাল-বিকেল চালাচ্ছেন প্রচারণা।
৮ ঘণ্টা আগে