শরীয়তপুর প্রতিনিধি

পদ্মা সেতুর রেলিংয়ের নাট খোলা বায়েজিদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে জামিন শুনানি শেষে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সামসুল আলম আসামির জামিন আবেদন নামঞ্জুর করেন।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, গত ২৬ জুন পদ্মা সেতুতে এসে জাজিরা প্রান্তের একটি রেলিংয়ের নাট খোলেন বায়েজিদ তালহা নামের এক যুবক। পরবর্তীতে ভিডিওটি টিকটক অ্যাকাউন্টে ছড়িয়ে দেন তিনি। নাট খোলার দৃশ্য অনলাইনে ছড়িয়ে পরলে দেশব্যাপী তোলপাড় শুরু হয়। পরে সিআইডি পুলিশ ঢাকার পল্টন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।
সিআইডি পুলিশের পরিদর্শক শাহীনুল ইসলাম বাদী হয়ে পদ্মা সেতু দক্ষিণ থানায় ওই দিনই বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন। সহযোগিতা করায় মামলায় আরও আসামি করা হয় কায়সার আহম্মেদ (২৬) নামের এক যুবককে। তার বাড়ি সাভারের নালিয়াসুর মুশুরিখোলা গ্রামে। এ ঘটনার পর থেকে কয়সার পলাতক রয়েছেন।
ঘটনা তদন্ত করার জন্য সিআইডি পুলিশ বায়েজিদ তালহাকে রিমান্ডে নেওয়ার আবেদন করে। আদালত গত ২৭ জুন তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে গতকাল মঙ্গলবার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। আজ বুধবার সকালে তার আইনজীবী শহীদুল ইসলাম সজিব জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে জামিনের আবেদন নামঞ্জুর করেন।
আসামি পক্ষের আইনজীবী শহীদুল ইসলাম সজিব আজকের পত্রিকাকে বলেন, ‘জামিন চাওয়া প্রত্যেক আসামির অধিকার। এ আদালত সেটা মূল্যায়ন করেননি। আমরা ন্যায় বিচার পেতে উচ্চ আদালতে যাব।’
শরীয়তপুর জেলা আদালত পুলিশের পরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, সেতুর রেলিংয়ের নাট খোলা যুবককে রিমান্ড শেষে আদালতে উপস্থাপন করা হয়। তার আইনজীবী জামিনের আবেদন করলে শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। ওই আসামি এখন শরীয়তপুর জেলা কারাগারে রয়েছেন।

পদ্মা সেতুর রেলিংয়ের নাট খোলা বায়েজিদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে জামিন শুনানি শেষে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সামসুল আলম আসামির জামিন আবেদন নামঞ্জুর করেন।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, গত ২৬ জুন পদ্মা সেতুতে এসে জাজিরা প্রান্তের একটি রেলিংয়ের নাট খোলেন বায়েজিদ তালহা নামের এক যুবক। পরবর্তীতে ভিডিওটি টিকটক অ্যাকাউন্টে ছড়িয়ে দেন তিনি। নাট খোলার দৃশ্য অনলাইনে ছড়িয়ে পরলে দেশব্যাপী তোলপাড় শুরু হয়। পরে সিআইডি পুলিশ ঢাকার পল্টন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।
সিআইডি পুলিশের পরিদর্শক শাহীনুল ইসলাম বাদী হয়ে পদ্মা সেতু দক্ষিণ থানায় ওই দিনই বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন। সহযোগিতা করায় মামলায় আরও আসামি করা হয় কায়সার আহম্মেদ (২৬) নামের এক যুবককে। তার বাড়ি সাভারের নালিয়াসুর মুশুরিখোলা গ্রামে। এ ঘটনার পর থেকে কয়সার পলাতক রয়েছেন।
ঘটনা তদন্ত করার জন্য সিআইডি পুলিশ বায়েজিদ তালহাকে রিমান্ডে নেওয়ার আবেদন করে। আদালত গত ২৭ জুন তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে গতকাল মঙ্গলবার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। আজ বুধবার সকালে তার আইনজীবী শহীদুল ইসলাম সজিব জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে জামিনের আবেদন নামঞ্জুর করেন।
আসামি পক্ষের আইনজীবী শহীদুল ইসলাম সজিব আজকের পত্রিকাকে বলেন, ‘জামিন চাওয়া প্রত্যেক আসামির অধিকার। এ আদালত সেটা মূল্যায়ন করেননি। আমরা ন্যায় বিচার পেতে উচ্চ আদালতে যাব।’
শরীয়তপুর জেলা আদালত পুলিশের পরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, সেতুর রেলিংয়ের নাট খোলা যুবককে রিমান্ড শেষে আদালতে উপস্থাপন করা হয়। তার আইনজীবী জামিনের আবেদন করলে শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। ওই আসামি এখন শরীয়তপুর জেলা কারাগারে রয়েছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৫ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৫ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৫ ঘণ্টা আগে