Ajker Patrika

পদ্মা সেতুর রেলিংয়ের নাট খোলা বায়েজিদের জামিন নামঞ্জুর

শরীয়তপুর প্রতিনিধি
পদ্মা সেতুর রেলিংয়ের নাট খোলা বায়েজিদের জামিন নামঞ্জুর

পদ্মা সেতুর রেলিংয়ের নাট খোলা বায়েজিদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে জামিন শুনানি শেষে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সামসুল আলম আসামির জামিন আবেদন নামঞ্জুর করেন।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, গত ২৬ জুন পদ্মা সেতুতে এসে জাজিরা প্রান্তের একটি রেলিংয়ের নাট খোলেন বায়েজিদ তালহা নামের এক যুবক। পরবর্তীতে ভিডিওটি টিকটক অ্যাকাউন্টে ছড়িয়ে দেন তিনি। নাট খোলার দৃশ্য অনলাইনে ছড়িয়ে পরলে দেশব্যাপী তোলপাড় শুরু হয়। পরে সিআইডি পুলিশ ঢাকার পল্টন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।

সিআইডি পুলিশের পরিদর্শক শাহীনুল ইসলাম বাদী হয়ে পদ্মা সেতু দক্ষিণ থানায় ওই দিনই বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন। সহযোগিতা করায় মামলায় আরও আসামি করা হয় কায়সার আহম্মেদ (২৬) নামের এক যুবককে। তার বাড়ি সাভারের নালিয়াসুর মুশুরিখোলা গ্রামে। এ ঘটনার পর থেকে কয়সার পলাতক রয়েছেন। 

ঘটনা তদন্ত করার জন্য সিআইডি পুলিশ বায়েজিদ তালহাকে রিমান্ডে নেওয়ার আবেদন করে। আদালত গত ২৭ জুন তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে গতকাল মঙ্গলবার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। আজ বুধবার সকালে তার আইনজীবী শহীদুল ইসলাম সজিব জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে জামিনের আবেদন নামঞ্জুর করেন। 

আসামি পক্ষের আইনজীবী শহীদুল ইসলাম সজিব আজকের পত্রিকাকে বলেন, ‘জামিন চাওয়া প্রত্যেক আসামির অধিকার। এ আদালত সেটা মূল্যায়ন করেননি। আমরা ন্যায় বিচার পেতে উচ্চ আদালতে যাব।’ 

শরীয়তপুর জেলা আদালত পুলিশের পরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, সেতুর রেলিংয়ের নাট খোলা যুবককে রিমান্ড শেষে আদালতে উপস্থাপন করা হয়। তার আইনজীবী জামিনের আবেদন করলে শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। ওই আসামি এখন শরীয়তপুর জেলা কারাগারে রয়েছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

ভ্রাম্যমাণ আদালতে বাধা: চেয়ারম্যানকে বরখাস্তের এক দিন পর ইউএনও বদলি

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত