নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভূমিসেবা এখনো হয়রানি মুক্ত হয়নি বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। আজ বৃহস্পতিবার রাজধানীর ব্র্যাক সেন্টারে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত ‘ভূমি ব্যবস্থাপনায় সাম্প্রতিক উদ্যোগ ও নাগরিক অধিকার’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। সেমিনারে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষেরা নিজেদের সমস্যার কথা তুলে ধরেন।
সাইফুজ্জামান চৌধুরী বলেন, ‘আমরা ভূমিসেবার বিষয়গুলো মাথায় রেখে কাজ করছি। চেষ্টা করছি প্রত্যেকটা কাজ যাতে টেকসই হয়। বিভিন্ন সেবা ডিজিটালাইজ করছি, এর সুফল মানুষ পাচ্ছে। এর জন্য আন্তর্জাতিক পুরস্কারও পেয়েছি। তবে ভূমিসেবায় এখনো সমস্যা আছে। আমি বারবার বলছি, এখনো হয়রানি মুক্ত হয়নি।’
ভূমিমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি বড় হচ্ছে, মানুষের চাহিদা বাড়ছে। ভূমির দাম বাড়ছে। দামের কারণে মাটি হয়ে গেছে সোনা। মানুষ চায় নিষ্কণ্টক ঝামেলামুক্ত জমি। যাতে তার উত্তরাধিকারীকে ঝামেলামুক্ত জমি দিয়ে যেতে পারে।
গণমাধ্যমকে পর্যবেক্ষণের আহ্বান জানিয়ে ভূমিমন্ত্রী বলেন, ‘মিডিয়াকে বলছি, আপনার পর্যবেক্ষণ করে, সমালোচনা করেন। তবে ইয়েলো জার্নালিজম করবেন না। সমালোচনা করলে আমি প্রতিক্রিয়া দেখায় না, এটা না করলে তো আমি জানতে পারব না। আমি চাচ্ছি স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করতে। অফিসারদের মানসিকতা পরিবর্তনের চেষ্টা করছি।’
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবির) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘ভূমি অফিসগুলোতে প্রভাবশালীরা ক্ষমতার অব্যবহার করে অনিয়মকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। সিন্ডিকেটের প্রভাবটা যদি আমরা ভাঙতে না পারি, তাহলে আমরা যতই ডিজিটালাইজ করি লাভ নেই। কারণ সিস্টেমের চালানোর পেছনে যে মানুষটা আছে, সে যদি শুদ্ধাচার চর্চা না করে তাহলে কিন্তু মানুষ সুফল পাবে না।’
ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘আসলে আমাদের কাছে কোনো ম্যাজিক নেই, যে ম্যাজিকটা দিলে মানুষের স্বভাব পরিবর্তন হবে। যেমন, সুইচ টিপ দিলাম সব মানুষ ফেরেশতা হয়ে গেল। এটা কি সম্ভব। এই কারণে আমরা সিস্টেমগুলোকে এমন ভাবে ডিজাইন করছি, মানুষ দুষ্টামি করার চেষ্টা করলেও পারবে না।’ এ সময় ভূমি সচিব ভূমিসেবা আধুনিকায়নে বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন।

ভূমিসেবা এখনো হয়রানি মুক্ত হয়নি বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। আজ বৃহস্পতিবার রাজধানীর ব্র্যাক সেন্টারে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত ‘ভূমি ব্যবস্থাপনায় সাম্প্রতিক উদ্যোগ ও নাগরিক অধিকার’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। সেমিনারে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষেরা নিজেদের সমস্যার কথা তুলে ধরেন।
সাইফুজ্জামান চৌধুরী বলেন, ‘আমরা ভূমিসেবার বিষয়গুলো মাথায় রেখে কাজ করছি। চেষ্টা করছি প্রত্যেকটা কাজ যাতে টেকসই হয়। বিভিন্ন সেবা ডিজিটালাইজ করছি, এর সুফল মানুষ পাচ্ছে। এর জন্য আন্তর্জাতিক পুরস্কারও পেয়েছি। তবে ভূমিসেবায় এখনো সমস্যা আছে। আমি বারবার বলছি, এখনো হয়রানি মুক্ত হয়নি।’
ভূমিমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি বড় হচ্ছে, মানুষের চাহিদা বাড়ছে। ভূমির দাম বাড়ছে। দামের কারণে মাটি হয়ে গেছে সোনা। মানুষ চায় নিষ্কণ্টক ঝামেলামুক্ত জমি। যাতে তার উত্তরাধিকারীকে ঝামেলামুক্ত জমি দিয়ে যেতে পারে।
গণমাধ্যমকে পর্যবেক্ষণের আহ্বান জানিয়ে ভূমিমন্ত্রী বলেন, ‘মিডিয়াকে বলছি, আপনার পর্যবেক্ষণ করে, সমালোচনা করেন। তবে ইয়েলো জার্নালিজম করবেন না। সমালোচনা করলে আমি প্রতিক্রিয়া দেখায় না, এটা না করলে তো আমি জানতে পারব না। আমি চাচ্ছি স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করতে। অফিসারদের মানসিকতা পরিবর্তনের চেষ্টা করছি।’
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবির) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘ভূমি অফিসগুলোতে প্রভাবশালীরা ক্ষমতার অব্যবহার করে অনিয়মকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। সিন্ডিকেটের প্রভাবটা যদি আমরা ভাঙতে না পারি, তাহলে আমরা যতই ডিজিটালাইজ করি লাভ নেই। কারণ সিস্টেমের চালানোর পেছনে যে মানুষটা আছে, সে যদি শুদ্ধাচার চর্চা না করে তাহলে কিন্তু মানুষ সুফল পাবে না।’
ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘আসলে আমাদের কাছে কোনো ম্যাজিক নেই, যে ম্যাজিকটা দিলে মানুষের স্বভাব পরিবর্তন হবে। যেমন, সুইচ টিপ দিলাম সব মানুষ ফেরেশতা হয়ে গেল। এটা কি সম্ভব। এই কারণে আমরা সিস্টেমগুলোকে এমন ভাবে ডিজাইন করছি, মানুষ দুষ্টামি করার চেষ্টা করলেও পারবে না।’ এ সময় ভূমি সচিব ভূমিসেবা আধুনিকায়নে বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
২ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
২ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
২ ঘণ্টা আগে