মুন্সিগঞ্জ প্রতিনিধি

পদ্মা সেতুতে যানবাহন চলাচল শুরুর দ্বিতীয় দিনে পারাপার তুলনামূলক কমে গেছে। বন্ধ ছিল মোটরসাইকেল চলাচল। গতকাল সোমবার ভোর ৬টা থেকে আজ মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় যান পারাপার হয়েছে ১৫ হাজার। এই ২৪ ঘণ্টায় টোল আদায় হয়েছে ১ কোটি ৯৭ লাখ টাকা।
পদ্মা সেতু কর্তৃপক্ষ বলছে, গত শনিবার পদ্মা সেতু উদ্বোধনের পরদিন রোববার সকাল ৬টা থেকে যান পারাপার শুরু হয়। এ সময় সোমবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় পদ্মা সেতু দিয়ে ৬০ হাজার যানবাহন চলাচল করেছে। এর মধ্যে ৬১ শতাংশই ছিল মোটরসাইকেল। সে হিসেবে মোটরসাইকেল বাদে অন্যান্য যান পারাপার হয়েছে প্রায় ২৪ হাজার। তবে মোটরসাইকেল চলাচল বন্ধ রেখে সোমবার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় যান পারাপার হয়েছে ১৫ হাজার।
অন্যদিকে, যান চলাচল শুরুর প্রথম দিন ২৪ ঘণ্টায় মোট টোল আদায় হয়েছিল পৌনে ৩ কোটি টাকা। কিন্তু দ্বিতীয় দিনে ২৪ ঘণ্টায় টোল আদায় হয়েছে ১ কোটি ৯৭ লাখ টাকা।
এ বিষয়ে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী মো. আবুল হোসেন বলেন, যান চলাচল কমে গেছে, তা বলা যাবে না। প্রথম দিনের যান চলাচলের সঙ্গে তুলনা করা সমীচীন হবে না। পুরো এক মাস অতিবাহিত হওয়ার পর এই রুটে যান চলাচলের প্রকৃত চিত্র পাওয়া যাবে।
এদিকে, পদ্মা সেতুতে মোটরসাইকেল নিষিদ্ধ ঘোষণা করা হলেও কবে থেকে আবার চলাচল করার অনুমতি পেতে পারে, তা এখনো ঠিক করা হয়নি। কিন্তু মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণার পর পণ্যবাহী ট্রাক ও পিকআপে করে মোটরসাইকেল পার করছেন চালকেরা। এতে করে তাঁদের অতিরিক্ত ভাড়া প্রদান করতে হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে ৮০০ থেকে ১ হাজার ৫০০ টাকায় পিকআপ ভাড়ায় সেতু পার হচ্ছেন মোটরসাইকেল চালকেরা।
এ বিষয়ে প্রকৌশলী মো. আবুল হোসেন বলেন, ‘যদি ট্রাক বা পিকআপে করে মোড়কে মুড়িয়ে পণ্য হিসেবে মোটরসাইকেল পার করা হয় তাহলে পণ্যবাহী যান হিসেবে সেটা পদ্মা সেতু পার হতে পারছে। পণ্যবাহী যান আমরা আটকে দিচ্ছি না।’

পদ্মা সেতুতে যানবাহন চলাচল শুরুর দ্বিতীয় দিনে পারাপার তুলনামূলক কমে গেছে। বন্ধ ছিল মোটরসাইকেল চলাচল। গতকাল সোমবার ভোর ৬টা থেকে আজ মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় যান পারাপার হয়েছে ১৫ হাজার। এই ২৪ ঘণ্টায় টোল আদায় হয়েছে ১ কোটি ৯৭ লাখ টাকা।
পদ্মা সেতু কর্তৃপক্ষ বলছে, গত শনিবার পদ্মা সেতু উদ্বোধনের পরদিন রোববার সকাল ৬টা থেকে যান পারাপার শুরু হয়। এ সময় সোমবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় পদ্মা সেতু দিয়ে ৬০ হাজার যানবাহন চলাচল করেছে। এর মধ্যে ৬১ শতাংশই ছিল মোটরসাইকেল। সে হিসেবে মোটরসাইকেল বাদে অন্যান্য যান পারাপার হয়েছে প্রায় ২৪ হাজার। তবে মোটরসাইকেল চলাচল বন্ধ রেখে সোমবার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় যান পারাপার হয়েছে ১৫ হাজার।
অন্যদিকে, যান চলাচল শুরুর প্রথম দিন ২৪ ঘণ্টায় মোট টোল আদায় হয়েছিল পৌনে ৩ কোটি টাকা। কিন্তু দ্বিতীয় দিনে ২৪ ঘণ্টায় টোল আদায় হয়েছে ১ কোটি ৯৭ লাখ টাকা।
এ বিষয়ে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী মো. আবুল হোসেন বলেন, যান চলাচল কমে গেছে, তা বলা যাবে না। প্রথম দিনের যান চলাচলের সঙ্গে তুলনা করা সমীচীন হবে না। পুরো এক মাস অতিবাহিত হওয়ার পর এই রুটে যান চলাচলের প্রকৃত চিত্র পাওয়া যাবে।
এদিকে, পদ্মা সেতুতে মোটরসাইকেল নিষিদ্ধ ঘোষণা করা হলেও কবে থেকে আবার চলাচল করার অনুমতি পেতে পারে, তা এখনো ঠিক করা হয়নি। কিন্তু মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণার পর পণ্যবাহী ট্রাক ও পিকআপে করে মোটরসাইকেল পার করছেন চালকেরা। এতে করে তাঁদের অতিরিক্ত ভাড়া প্রদান করতে হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে ৮০০ থেকে ১ হাজার ৫০০ টাকায় পিকআপ ভাড়ায় সেতু পার হচ্ছেন মোটরসাইকেল চালকেরা।
এ বিষয়ে প্রকৌশলী মো. আবুল হোসেন বলেন, ‘যদি ট্রাক বা পিকআপে করে মোড়কে মুড়িয়ে পণ্য হিসেবে মোটরসাইকেল পার করা হয় তাহলে পণ্যবাহী যান হিসেবে সেটা পদ্মা সেতু পার হতে পারছে। পণ্যবাহী যান আমরা আটকে দিচ্ছি না।’

কুলকান্দী ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ বলেন, আনন্দ বাজার এলাকায় দেশীয় অস্ত্রসহ ঘোরাফেরা করতে দেখে আনোয়ারকে আটক করে স্থানীয় লোকজন ইউপি কার্যালয়ে এনে গ্রাম পুলিশের কাছে হস্তান্তর করে। পরে সেনাবাহিনীর একটি দল তাঁকে থানায় নিয়ে যায়।
১ ঘণ্টা আগে
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে বদলি করা হয়। আজ বুধবার সকালে ইউএনও মাসুদুর রহমান নিজেই বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগে
দীর্ঘদিন বন্ধ থাকার পর বর্তমান কলেজ প্রশাসন ছাত্রাবাসটি পুনরায় চালুর উদ্যোগ নেয়। ইতিমধ্যে বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪ জন শিক্ষার্থীকে সিট বরাদ্দ দেওয়া হয়েছে। চলতি মাসের মধ্যেই শিক্ষার্থীরা সেখানে উঠবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর এলাকায় একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় গোগনগরের মসিনাবন্দ এলাকায় এই ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।
৩ ঘণ্টা আগে