মুন্সিগঞ্জ প্রতিনিধি

পদ্মা সেতুতে যানবাহন চলাচল শুরুর দ্বিতীয় দিনে পারাপার তুলনামূলক কমে গেছে। বন্ধ ছিল মোটরসাইকেল চলাচল। গতকাল সোমবার ভোর ৬টা থেকে আজ মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় যান পারাপার হয়েছে ১৫ হাজার। এই ২৪ ঘণ্টায় টোল আদায় হয়েছে ১ কোটি ৯৭ লাখ টাকা।
পদ্মা সেতু কর্তৃপক্ষ বলছে, গত শনিবার পদ্মা সেতু উদ্বোধনের পরদিন রোববার সকাল ৬টা থেকে যান পারাপার শুরু হয়। এ সময় সোমবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় পদ্মা সেতু দিয়ে ৬০ হাজার যানবাহন চলাচল করেছে। এর মধ্যে ৬১ শতাংশই ছিল মোটরসাইকেল। সে হিসেবে মোটরসাইকেল বাদে অন্যান্য যান পারাপার হয়েছে প্রায় ২৪ হাজার। তবে মোটরসাইকেল চলাচল বন্ধ রেখে সোমবার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় যান পারাপার হয়েছে ১৫ হাজার।
অন্যদিকে, যান চলাচল শুরুর প্রথম দিন ২৪ ঘণ্টায় মোট টোল আদায় হয়েছিল পৌনে ৩ কোটি টাকা। কিন্তু দ্বিতীয় দিনে ২৪ ঘণ্টায় টোল আদায় হয়েছে ১ কোটি ৯৭ লাখ টাকা।
এ বিষয়ে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী মো. আবুল হোসেন বলেন, যান চলাচল কমে গেছে, তা বলা যাবে না। প্রথম দিনের যান চলাচলের সঙ্গে তুলনা করা সমীচীন হবে না। পুরো এক মাস অতিবাহিত হওয়ার পর এই রুটে যান চলাচলের প্রকৃত চিত্র পাওয়া যাবে।
এদিকে, পদ্মা সেতুতে মোটরসাইকেল নিষিদ্ধ ঘোষণা করা হলেও কবে থেকে আবার চলাচল করার অনুমতি পেতে পারে, তা এখনো ঠিক করা হয়নি। কিন্তু মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণার পর পণ্যবাহী ট্রাক ও পিকআপে করে মোটরসাইকেল পার করছেন চালকেরা। এতে করে তাঁদের অতিরিক্ত ভাড়া প্রদান করতে হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে ৮০০ থেকে ১ হাজার ৫০০ টাকায় পিকআপ ভাড়ায় সেতু পার হচ্ছেন মোটরসাইকেল চালকেরা।
এ বিষয়ে প্রকৌশলী মো. আবুল হোসেন বলেন, ‘যদি ট্রাক বা পিকআপে করে মোড়কে মুড়িয়ে পণ্য হিসেবে মোটরসাইকেল পার করা হয় তাহলে পণ্যবাহী যান হিসেবে সেটা পদ্মা সেতু পার হতে পারছে। পণ্যবাহী যান আমরা আটকে দিচ্ছি না।’

পদ্মা সেতুতে যানবাহন চলাচল শুরুর দ্বিতীয় দিনে পারাপার তুলনামূলক কমে গেছে। বন্ধ ছিল মোটরসাইকেল চলাচল। গতকাল সোমবার ভোর ৬টা থেকে আজ মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় যান পারাপার হয়েছে ১৫ হাজার। এই ২৪ ঘণ্টায় টোল আদায় হয়েছে ১ কোটি ৯৭ লাখ টাকা।
পদ্মা সেতু কর্তৃপক্ষ বলছে, গত শনিবার পদ্মা সেতু উদ্বোধনের পরদিন রোববার সকাল ৬টা থেকে যান পারাপার শুরু হয়। এ সময় সোমবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় পদ্মা সেতু দিয়ে ৬০ হাজার যানবাহন চলাচল করেছে। এর মধ্যে ৬১ শতাংশই ছিল মোটরসাইকেল। সে হিসেবে মোটরসাইকেল বাদে অন্যান্য যান পারাপার হয়েছে প্রায় ২৪ হাজার। তবে মোটরসাইকেল চলাচল বন্ধ রেখে সোমবার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় যান পারাপার হয়েছে ১৫ হাজার।
অন্যদিকে, যান চলাচল শুরুর প্রথম দিন ২৪ ঘণ্টায় মোট টোল আদায় হয়েছিল পৌনে ৩ কোটি টাকা। কিন্তু দ্বিতীয় দিনে ২৪ ঘণ্টায় টোল আদায় হয়েছে ১ কোটি ৯৭ লাখ টাকা।
এ বিষয়ে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী মো. আবুল হোসেন বলেন, যান চলাচল কমে গেছে, তা বলা যাবে না। প্রথম দিনের যান চলাচলের সঙ্গে তুলনা করা সমীচীন হবে না। পুরো এক মাস অতিবাহিত হওয়ার পর এই রুটে যান চলাচলের প্রকৃত চিত্র পাওয়া যাবে।
এদিকে, পদ্মা সেতুতে মোটরসাইকেল নিষিদ্ধ ঘোষণা করা হলেও কবে থেকে আবার চলাচল করার অনুমতি পেতে পারে, তা এখনো ঠিক করা হয়নি। কিন্তু মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণার পর পণ্যবাহী ট্রাক ও পিকআপে করে মোটরসাইকেল পার করছেন চালকেরা। এতে করে তাঁদের অতিরিক্ত ভাড়া প্রদান করতে হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে ৮০০ থেকে ১ হাজার ৫০০ টাকায় পিকআপ ভাড়ায় সেতু পার হচ্ছেন মোটরসাইকেল চালকেরা।
এ বিষয়ে প্রকৌশলী মো. আবুল হোসেন বলেন, ‘যদি ট্রাক বা পিকআপে করে মোড়কে মুড়িয়ে পণ্য হিসেবে মোটরসাইকেল পার করা হয় তাহলে পণ্যবাহী যান হিসেবে সেটা পদ্মা সেতু পার হতে পারছে। পণ্যবাহী যান আমরা আটকে দিচ্ছি না।’

ঢাকার কলোনি-আশুলিয়া মহাসড়কে চলন্ত বাসে এক নারী যাত্রী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় টাঙ্গাইল থেকে বাসের চালকসহ তিনজনকে আটক করা হয়েছে।
১২ মিনিট আগে
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় হালদা নদীর উপশাখা থেকে অবৈধভাবে বালু তোলায় একজনকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে তিনটহরী ইউনিয়নের চেঙ্গুছড়া এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা তাহিরা এই ভ্রাম্যমাণ আদালত
২৩ মিনিট আগে
মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী আতাউর রহমান আতাকে মানসিক রোগী আখ্যায়িত করেছেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন।
২৫ মিনিট আগে
নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ক মকছেদুল মোমিনকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক তাঁকে এই জরিমানা করেন।
২৯ মিনিট আগে