সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারে একটি হাসপাতালে ‘ভুয়া’ নার্স দিয়ে ডেলিভারির সময় নবজাতক মৃত্যুর ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সাভার উপজেলা স্বাস্থ্য কর্তৃপক্ষ। গণমাধ্যমে নবজাতক মৃত্যুর ঘটনায় সংবাদ প্রকাশ হওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন সাভার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সায়েমুল হুদা। গতকাল রোববার আজকের পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে সকালে এ তদন্ত কমিটি গঠনের নির্দেশনা প্রদান করেন তিনি।
তদন্ত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জুনিয়র কনসালট্যান্ট (গাইনি) ডা. জয়নব আক্তার। সদস্যসচিব হিসেবে আরএমও ডা. সাইদুল ইসলাম এবং সদস্য হিসেবে রয়েছেন জুনিয়র কনসালট্যান্ট (শিশু) ডা. আশিকুর রহমান, জুনিয়র কনসালট্যান্ট (অ্যানেসথেসিয়া) ডা. নাজমুল হুদা মিঠু এবং উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোজাম্মেল।
ডা. সায়েমুল হুদা বলেন, শিশুমৃত্যুর ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এখন অবধি কোনো অভিযোগ পাইনি। তবুও প্রকাশিত সংবাদের ভিত্তিতে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৫ কর্মদিবসের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রাপ্ত রিপোর্টের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে গতকাল রোববার সাভারের আশুলিয়ার শ্রীপুর বাসস্ট্যান্ড এলাকার নাগরিক হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে প্রসবের সময় নবজাতক মৃত্যুর ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, ডেলিভারির সময় দুজন ভুয়া নার্স ও একজন আয়া ব্যতীত কোনো চিকিৎসক ছিলেন না। এ নিয়ে আজকের পত্রিকায় রবিবার ‘‘সাভারে ‘ভুয়া’ নার্স দিয়ে ডেলিভারি, নবজাতকের মৃত্যু’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এ সংবাদের আলোকেই ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে সাভার উপজেলা স্বাস্থ্য কর্তৃপক্ষ।

সাভারে একটি হাসপাতালে ‘ভুয়া’ নার্স দিয়ে ডেলিভারির সময় নবজাতক মৃত্যুর ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সাভার উপজেলা স্বাস্থ্য কর্তৃপক্ষ। গণমাধ্যমে নবজাতক মৃত্যুর ঘটনায় সংবাদ প্রকাশ হওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন সাভার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সায়েমুল হুদা। গতকাল রোববার আজকের পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে সকালে এ তদন্ত কমিটি গঠনের নির্দেশনা প্রদান করেন তিনি।
তদন্ত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জুনিয়র কনসালট্যান্ট (গাইনি) ডা. জয়নব আক্তার। সদস্যসচিব হিসেবে আরএমও ডা. সাইদুল ইসলাম এবং সদস্য হিসেবে রয়েছেন জুনিয়র কনসালট্যান্ট (শিশু) ডা. আশিকুর রহমান, জুনিয়র কনসালট্যান্ট (অ্যানেসথেসিয়া) ডা. নাজমুল হুদা মিঠু এবং উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোজাম্মেল।
ডা. সায়েমুল হুদা বলেন, শিশুমৃত্যুর ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এখন অবধি কোনো অভিযোগ পাইনি। তবুও প্রকাশিত সংবাদের ভিত্তিতে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৫ কর্মদিবসের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রাপ্ত রিপোর্টের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে গতকাল রোববার সাভারের আশুলিয়ার শ্রীপুর বাসস্ট্যান্ড এলাকার নাগরিক হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে প্রসবের সময় নবজাতক মৃত্যুর ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, ডেলিভারির সময় দুজন ভুয়া নার্স ও একজন আয়া ব্যতীত কোনো চিকিৎসক ছিলেন না। এ নিয়ে আজকের পত্রিকায় রবিবার ‘‘সাভারে ‘ভুয়া’ নার্স দিয়ে ডেলিভারি, নবজাতকের মৃত্যু’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এ সংবাদের আলোকেই ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে সাভার উপজেলা স্বাস্থ্য কর্তৃপক্ষ।

অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ২২ জুলাই জুলাই গণ-অভ্যুত্থানে ইন্টারনেট শাটডাউন চলাকালে এসব ব্যবসায়ী সাবেক স্বৈরাচার ও সাজাপ্রাপ্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্দোলন দমনে সহায়তার প্রতিশ্রুতি ও সার্বিকভাবে পাশে থাকার জন্য ঢাকার ওসমানী মিলনায়তনে একত্রিত হন।
১৮ মিনিট আগে
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ইজিবাইক (ব্যাটারিচালিত অটোরিকশা) নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে কাশেম মোল্লা (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার আশুতিয়ায় এ দুর্ঘটনা ঘটে। কাশেম আশুতিয়া গ্রামের রাজ্জাক মোল্লার ছেলে। তিনি পেশাগতভাবে অটোরিকশাচালক নন। শখের বসে চালাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
২৫ মিনিট আগে
মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানের (৯) অবস্থা এখনো সংকটাপন্ন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা হুজাইফার মস্তিষ্কের ‘চাপ কমাতে’ তার মাথার খুলির একটি অংশ খুলে রাখা হয়েছে।
৩৪ মিনিট আগে
নোয়াখালীর কবিরহাট উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় বিপ্লব চন্দ্র শীল (৩৮) নামের এক ইনস্যুরেন্স কর্মকর্তা নিহত হয়েছেন। এই ঘটনায় তাঁর ভগ্নিপতি পলাশ চন্দ্র শীল গুরুতর আহত হন। গতকাল সোমবার রাতে উপজেলার গলাকাটা পোল এলাকায় কবিরহাট-বসুরহাট সড়কে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে