নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকার আমিনবাজারের তুরাগ নদে বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়েছে। অভিযানে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হলেও নিখোঁজ রয়েছে আরও দুজন। নিখোঁজদের মধ্যে একজন নারী ও একজন শিশু। এরা হলেন রুপায়ন ও শিশু আলমিনা।
আজ রোববার দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে উদ্ধার অভিযান সমাপ্ত করেন বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক শেখ রবিউল ইসলাম। তবে চ্যানেলে টহল অব্যাহত থাকবে বলে জানান ফায়ার সার্ভিসের ঢাকা-২ জোনের কমান্ডার আবুল বাশার।
ঘটনার দিন ১৮ জন কয়লাশ্রমিক নিয়ে রাজধানীর আমিনবাজার এলাকায় তুরাগ নদে ট্রলারডুবির ঘটনা ঘটে। এতে ১০ জনকে জীবিত ও পাঁচজনকে মৃত উদ্ধার করা হয়। গতকাল থেকে আজ পর্যন্ত বিআইডব্লিউটিএ, নৌবাহিনী, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড সম্মিলিতভাবে উদ্ধার অভিযান চালিয়েছে।
এ ঘটনায় গতকাল সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে নারী, শিশুসহ পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়। আজ দ্বিতীয় দিনের মতো অভিযান চালিয়েও বাকি দুজনকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
একই পরিবারের নিখোঁজ পাঁচজনের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা গেছে। এরা হলো আরমান (৪), ইমরান (৬), জেসমিন (দেড় বছর) ও সায়লা বিবি (২০)। অন্য পরিবারের ফারহান মনি (৫) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। আমিনবাজার নৌ থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর শেখ আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি আলমগীর শেখ বলেন, প্রতিটি মরদেহের পরিবারকে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে ২০ হাজার টাকা দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের তিনটি ডুবুরি দল, জেলা পুলিশসহ নৌ পুলিশের কয়েকটি দলসহ নৌবাহিনী, বিআইডব্লিউটিএ ও কোস্টগার্ড উদ্ধার অভিযান চালায়।

ঢাকার আমিনবাজারের তুরাগ নদে বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়েছে। অভিযানে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হলেও নিখোঁজ রয়েছে আরও দুজন। নিখোঁজদের মধ্যে একজন নারী ও একজন শিশু। এরা হলেন রুপায়ন ও শিশু আলমিনা।
আজ রোববার দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে উদ্ধার অভিযান সমাপ্ত করেন বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক শেখ রবিউল ইসলাম। তবে চ্যানেলে টহল অব্যাহত থাকবে বলে জানান ফায়ার সার্ভিসের ঢাকা-২ জোনের কমান্ডার আবুল বাশার।
ঘটনার দিন ১৮ জন কয়লাশ্রমিক নিয়ে রাজধানীর আমিনবাজার এলাকায় তুরাগ নদে ট্রলারডুবির ঘটনা ঘটে। এতে ১০ জনকে জীবিত ও পাঁচজনকে মৃত উদ্ধার করা হয়। গতকাল থেকে আজ পর্যন্ত বিআইডব্লিউটিএ, নৌবাহিনী, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড সম্মিলিতভাবে উদ্ধার অভিযান চালিয়েছে।
এ ঘটনায় গতকাল সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে নারী, শিশুসহ পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়। আজ দ্বিতীয় দিনের মতো অভিযান চালিয়েও বাকি দুজনকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
একই পরিবারের নিখোঁজ পাঁচজনের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা গেছে। এরা হলো আরমান (৪), ইমরান (৬), জেসমিন (দেড় বছর) ও সায়লা বিবি (২০)। অন্য পরিবারের ফারহান মনি (৫) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। আমিনবাজার নৌ থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর শেখ আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি আলমগীর শেখ বলেন, প্রতিটি মরদেহের পরিবারকে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে ২০ হাজার টাকা দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের তিনটি ডুবুরি দল, জেলা পুলিশসহ নৌ পুলিশের কয়েকটি দলসহ নৌবাহিনী, বিআইডব্লিউটিএ ও কোস্টগার্ড উদ্ধার অভিযান চালায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করায় শেরপুর-১ (সদর) আসনে বিএনপি, জামায়াত, স্বতন্ত্রসহ তিন প্রার্থীকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। গতকাল সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় শোকজের বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর-১ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক...
১৩ মিনিট আগে
১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে অবশেষে মুক্ত হলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) ও উপ-উপাচার্য (প্রোভিসি)। গতকাল সোমবার দিবাগত রাত ১টায় শাকসুর দাবিতে আন্দোলনকারীরা কর্মসূচি সাময়িক স্থগিত করে আন্দোলনস্থল ত্যাগ করলে তাঁরা মুক্ত হন।
৩ ঘণ্টা আগে
রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৮ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৯ ঘণ্টা আগে