নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সন্ত্রাসবিরোধী আইনে শাহবাগ থানায় করা মামলায় গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের মিডিয়া উইংয়ের প্রধান সমন্বয়কারী ইমতিয়াজ সেলিমকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা এই রিমান্ড মঞ্জুর করেন।
আজ সন্ধ্যার আগে ইমতিয়াজকে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা সিটিটিসির সাইবার ইন্টেলিজেন্স টিমের পরিদর্শক মো. খাইরুল ইসলাম তাঁকে সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক শাহিন রেজা তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ঢাকার আদালতের শাহবাগ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই সাইফুর রহমান রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে ভোরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে ইমতিয়াজ সেলিমকে গ্রেপ্তার করে।
মামলার অভিযোগে বলা হয়েছে, খেলাফতের দাবি জানিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে গত ১৩ সেপ্টেম্বর বেলা ২টা ৩৫ মিনিটে শাহবাগ থানাধীন প্রেসক্লাবের সামনে মিছিল করেন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর সদস্যরা। এ সময় পুলিশ বাধা দিলে তাঁরা বাধা উপেক্ষা করে হাইকোর্টের দিকে যেতে থাকেন। এরপর অতিরিক্ত পুলিশের উপস্থিতি লক্ষ করে তাঁরা পালিয়ে যান।
এ ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করে পুলিশ।
রিমান্ড আবেদনে বলা হয়েছে, আসামি নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীরের মিডিয়া উইংয়ের প্রধান সমন্বয়কারী। নিষিদ্ধ সংগঠন হওয়া সত্ত্বেও এই সংগঠন সরকারবিরোধী কার্যকলাপে লিপ্ত। তাঁর সঙ্গে আর কারা জড়িত, তা উদ্ঘাটনের জন্য তাঁকে রিমান্ডে নেওয়া প্রয়োজন।
সন্ত্রাসবিরোধী আইনে শাহবাগ থানায় করা মামলায় গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের মিডিয়া উইংয়ের প্রধান সমন্বয়কারী ইমতিয়াজ সেলিমকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা এই রিমান্ড মঞ্জুর করেন।
আজ সন্ধ্যার আগে ইমতিয়াজকে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা সিটিটিসির সাইবার ইন্টেলিজেন্স টিমের পরিদর্শক মো. খাইরুল ইসলাম তাঁকে সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক শাহিন রেজা তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ঢাকার আদালতের শাহবাগ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই সাইফুর রহমান রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে ভোরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে ইমতিয়াজ সেলিমকে গ্রেপ্তার করে।
মামলার অভিযোগে বলা হয়েছে, খেলাফতের দাবি জানিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে গত ১৩ সেপ্টেম্বর বেলা ২টা ৩৫ মিনিটে শাহবাগ থানাধীন প্রেসক্লাবের সামনে মিছিল করেন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর সদস্যরা। এ সময় পুলিশ বাধা দিলে তাঁরা বাধা উপেক্ষা করে হাইকোর্টের দিকে যেতে থাকেন। এরপর অতিরিক্ত পুলিশের উপস্থিতি লক্ষ করে তাঁরা পালিয়ে যান।
এ ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করে পুলিশ।
রিমান্ড আবেদনে বলা হয়েছে, আসামি নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীরের মিডিয়া উইংয়ের প্রধান সমন্বয়কারী। নিষিদ্ধ সংগঠন হওয়া সত্ত্বেও এই সংগঠন সরকারবিরোধী কার্যকলাপে লিপ্ত। তাঁর সঙ্গে আর কারা জড়িত, তা উদ্ঘাটনের জন্য তাঁকে রিমান্ডে নেওয়া প্রয়োজন।
ঈদুল ফিতরের আর মাত্র কয়েক দিন বাকি। ফলে বিভিন্ন বিপণিবিতানে জুতার দোকানেগুলোয় ভিড় বাড়ছে। চৈত্র মাসে ঈদ হওয়ায় বেশির ভাগ ক্রেতাই পোশাকের সঙ্গে মিলিয়ে আরামদায়ক জুতা বা স্যান্ডেল খুঁজছেন। অনেকে আবার বছরজুড়ে বিভিন্ন অনুষ্ঠান বা কর্মক্ষেত্রে পরার উপযোগী ফরমাল শু-ও কিনে রাখছেন।
১ ঘণ্টা আগেমুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর অংশের ১৩ কিলোমিটার সড়কে কয়েকটি পয়েন্টে যানজটের ভোগান্তি পোহাতে হতে পারে বলে আশঙ্কা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিভিন্ন দাবিতে এসব এলাকার কারখানাগুলোর শ্রমিকদের মহাসড়ক অবরোধের বিষয়টি গুরুত্ব দিচ্ছেন
২ ঘণ্টা আগেজাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়াতে মার্চ-এপ্রিল দুই মাস মেঘনা নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। কিন্তু লক্ষ্মীপুরের কমলনগরে তা মানা হচ্ছে না। স্থানীয় জেলেরা প্রকাশ্যে নদীতে মাছ শিকার করছেন। অভিযোগ রয়েছে, এর পেছনে স্থানীয় বিএনপি নেতাদের মদদ আছে।
২ ঘণ্টা আগেনৌপথে জ্বালানি তেল পরিবহনে শ্যালো ড্রাফট, বে-ক্রসিং ও মিনি ট্যাংকার জাহাজ ব্যবহার করা যাবে সাড়ে তিন মাস। সাগর উত্তাল থাকার কারণে এ সাড়ে তিন মাসের বেশি উল্লিখিত নৌযান চলাচল করতে নিষেধ আছে। তবে এই নিষেধের কোনো তোয়াক্কা করছে না সরকারি তিনটি তেল কোম্পানি।
২ ঘণ্টা আগে