নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডিজিটাল, সোশ্যাল মিডিয়া এবং ওটিটি প্ল্যাটফর্ম ২০২১–এর খসড়া প্রবিধানটি মানবাধিকারের মূলনীতি এবং নাগরিক ও রাজনৈতিক অধিকারসংক্রান্ত আন্তর্জাতিক সনদের সঙ্গে সাংঘর্ষিক। এই প্রবিধান সম্পর্কে এমন মত দিয়েছে হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ (এইচআরএফবি)।
আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমন মত তুলে ধরেছে এইচআরএফবি। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এ প্রবিধান তৈরি করেছে।
বিবৃতিতে সামাজিক ও ডিজিটাল যোগাযোগমাধ্যম এবং ওটিটি প্ল্যাটফর্ম যথাযথভাবে ব্যবস্থাপনার জন্য কর্তৃপক্ষের এ উদ্যোগকে স্বাগত জানানো হয়। তবে বলা হয়, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইন, ২০১৩ এবং পরবর্তী সময়ে ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮-এর নানা ধরনের অপপ্রয়োগ গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতার ক্ষেত্র সংকুচিত করেছে।
এই সব পরিস্থিতি বিবেচনায় নিয়ে ফোরাম বলেছে, এমন প্রবিধান প্রণয়নের আগে সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে পর্যাপ্ত উন্মুক্ত আলোচনা ও সতর্ক পর্যালোচনার প্রয়োজন। নয়তো ভালো উদ্দেশ্য নিয়ে প্রবিধানটি করা হলেও তার নানা ফাঁকফোকরের কারণে এর অপব্যবহারের আশঙ্কা থাকবে।
বিবৃতিতে জানানো হয়, বিটিআরসির দায়িত্ব হলো কমপ্লায়েন্স তদারকি করা, আইন বা নীতিমালা যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে কি না দেখা। এই নীতিমালায় ব্যবহৃত অনেক শব্দ ও বাক্যাংশ সংজ্ঞায়িত করা হয়নি। তাই তা যেমন অপপ্রয়োগের সুযোগ সৃষ্টি করবে, পাশাপাশি অস্পষ্টতার সুযোগ রয়ে যাবে। ধর্মীয় অনুভূতিতে আঘাত সৃষ্টিকারী উপকরণ, সাম্প্রদায়িকতা, দেশীয় সংস্কৃতি, সামাজিক মূল্যবোধসহ অন্যান্য প্রয়োজনীয় সব শব্দ ও বাক্যাংশের সুস্পষ্ট সংজ্ঞা থাকা প্রয়োজন। একই সঙ্গে ব্যতিক্রমগুলো এবং যেসব ক্ষেত্রে সংজ্ঞায়িত করা সম্ভব নয়, সেসব ক্ষেত্রে ব্যাখ্যার মাধ্যমে বিধানটি সর্বসাধারণের জন্য সহজবোধ্য করা প্রয়োজন।
বিবৃতিতে আরও বলা হয়, এ প্রবিধানের অধিকাংশ বিধানই সংবিধান, মানবাধিকারের মূলনীতি এবং নাগরিক ও রাজনৈতিক অধিকারসংক্রান্ত আন্তর্জাতিক সনদের সঙ্গে সাংঘর্ষিক।

ডিজিটাল, সোশ্যাল মিডিয়া এবং ওটিটি প্ল্যাটফর্ম ২০২১–এর খসড়া প্রবিধানটি মানবাধিকারের মূলনীতি এবং নাগরিক ও রাজনৈতিক অধিকারসংক্রান্ত আন্তর্জাতিক সনদের সঙ্গে সাংঘর্ষিক। এই প্রবিধান সম্পর্কে এমন মত দিয়েছে হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ (এইচআরএফবি)।
আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমন মত তুলে ধরেছে এইচআরএফবি। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এ প্রবিধান তৈরি করেছে।
বিবৃতিতে সামাজিক ও ডিজিটাল যোগাযোগমাধ্যম এবং ওটিটি প্ল্যাটফর্ম যথাযথভাবে ব্যবস্থাপনার জন্য কর্তৃপক্ষের এ উদ্যোগকে স্বাগত জানানো হয়। তবে বলা হয়, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইন, ২০১৩ এবং পরবর্তী সময়ে ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮-এর নানা ধরনের অপপ্রয়োগ গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতার ক্ষেত্র সংকুচিত করেছে।
এই সব পরিস্থিতি বিবেচনায় নিয়ে ফোরাম বলেছে, এমন প্রবিধান প্রণয়নের আগে সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে পর্যাপ্ত উন্মুক্ত আলোচনা ও সতর্ক পর্যালোচনার প্রয়োজন। নয়তো ভালো উদ্দেশ্য নিয়ে প্রবিধানটি করা হলেও তার নানা ফাঁকফোকরের কারণে এর অপব্যবহারের আশঙ্কা থাকবে।
বিবৃতিতে জানানো হয়, বিটিআরসির দায়িত্ব হলো কমপ্লায়েন্স তদারকি করা, আইন বা নীতিমালা যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে কি না দেখা। এই নীতিমালায় ব্যবহৃত অনেক শব্দ ও বাক্যাংশ সংজ্ঞায়িত করা হয়নি। তাই তা যেমন অপপ্রয়োগের সুযোগ সৃষ্টি করবে, পাশাপাশি অস্পষ্টতার সুযোগ রয়ে যাবে। ধর্মীয় অনুভূতিতে আঘাত সৃষ্টিকারী উপকরণ, সাম্প্রদায়িকতা, দেশীয় সংস্কৃতি, সামাজিক মূল্যবোধসহ অন্যান্য প্রয়োজনীয় সব শব্দ ও বাক্যাংশের সুস্পষ্ট সংজ্ঞা থাকা প্রয়োজন। একই সঙ্গে ব্যতিক্রমগুলো এবং যেসব ক্ষেত্রে সংজ্ঞায়িত করা সম্ভব নয়, সেসব ক্ষেত্রে ব্যাখ্যার মাধ্যমে বিধানটি সর্বসাধারণের জন্য সহজবোধ্য করা প্রয়োজন।
বিবৃতিতে আরও বলা হয়, এ প্রবিধানের অধিকাংশ বিধানই সংবিধান, মানবাধিকারের মূলনীতি এবং নাগরিক ও রাজনৈতিক অধিকারসংক্রান্ত আন্তর্জাতিক সনদের সঙ্গে সাংঘর্ষিক।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
১ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
২ ঘণ্টা আগে