নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডিজিটাল, সোশ্যাল মিডিয়া এবং ওটিটি প্ল্যাটফর্ম ২০২১–এর খসড়া প্রবিধানটি মানবাধিকারের মূলনীতি এবং নাগরিক ও রাজনৈতিক অধিকারসংক্রান্ত আন্তর্জাতিক সনদের সঙ্গে সাংঘর্ষিক। এই প্রবিধান সম্পর্কে এমন মত দিয়েছে হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ (এইচআরএফবি)।
আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমন মত তুলে ধরেছে এইচআরএফবি। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এ প্রবিধান তৈরি করেছে।
বিবৃতিতে সামাজিক ও ডিজিটাল যোগাযোগমাধ্যম এবং ওটিটি প্ল্যাটফর্ম যথাযথভাবে ব্যবস্থাপনার জন্য কর্তৃপক্ষের এ উদ্যোগকে স্বাগত জানানো হয়। তবে বলা হয়, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইন, ২০১৩ এবং পরবর্তী সময়ে ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮-এর নানা ধরনের অপপ্রয়োগ গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতার ক্ষেত্র সংকুচিত করেছে।
এই সব পরিস্থিতি বিবেচনায় নিয়ে ফোরাম বলেছে, এমন প্রবিধান প্রণয়নের আগে সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে পর্যাপ্ত উন্মুক্ত আলোচনা ও সতর্ক পর্যালোচনার প্রয়োজন। নয়তো ভালো উদ্দেশ্য নিয়ে প্রবিধানটি করা হলেও তার নানা ফাঁকফোকরের কারণে এর অপব্যবহারের আশঙ্কা থাকবে।
বিবৃতিতে জানানো হয়, বিটিআরসির দায়িত্ব হলো কমপ্লায়েন্স তদারকি করা, আইন বা নীতিমালা যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে কি না দেখা। এই নীতিমালায় ব্যবহৃত অনেক শব্দ ও বাক্যাংশ সংজ্ঞায়িত করা হয়নি। তাই তা যেমন অপপ্রয়োগের সুযোগ সৃষ্টি করবে, পাশাপাশি অস্পষ্টতার সুযোগ রয়ে যাবে। ধর্মীয় অনুভূতিতে আঘাত সৃষ্টিকারী উপকরণ, সাম্প্রদায়িকতা, দেশীয় সংস্কৃতি, সামাজিক মূল্যবোধসহ অন্যান্য প্রয়োজনীয় সব শব্দ ও বাক্যাংশের সুস্পষ্ট সংজ্ঞা থাকা প্রয়োজন। একই সঙ্গে ব্যতিক্রমগুলো এবং যেসব ক্ষেত্রে সংজ্ঞায়িত করা সম্ভব নয়, সেসব ক্ষেত্রে ব্যাখ্যার মাধ্যমে বিধানটি সর্বসাধারণের জন্য সহজবোধ্য করা প্রয়োজন।
বিবৃতিতে আরও বলা হয়, এ প্রবিধানের অধিকাংশ বিধানই সংবিধান, মানবাধিকারের মূলনীতি এবং নাগরিক ও রাজনৈতিক অধিকারসংক্রান্ত আন্তর্জাতিক সনদের সঙ্গে সাংঘর্ষিক।

ডিজিটাল, সোশ্যাল মিডিয়া এবং ওটিটি প্ল্যাটফর্ম ২০২১–এর খসড়া প্রবিধানটি মানবাধিকারের মূলনীতি এবং নাগরিক ও রাজনৈতিক অধিকারসংক্রান্ত আন্তর্জাতিক সনদের সঙ্গে সাংঘর্ষিক। এই প্রবিধান সম্পর্কে এমন মত দিয়েছে হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ (এইচআরএফবি)।
আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমন মত তুলে ধরেছে এইচআরএফবি। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এ প্রবিধান তৈরি করেছে।
বিবৃতিতে সামাজিক ও ডিজিটাল যোগাযোগমাধ্যম এবং ওটিটি প্ল্যাটফর্ম যথাযথভাবে ব্যবস্থাপনার জন্য কর্তৃপক্ষের এ উদ্যোগকে স্বাগত জানানো হয়। তবে বলা হয়, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইন, ২০১৩ এবং পরবর্তী সময়ে ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮-এর নানা ধরনের অপপ্রয়োগ গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতার ক্ষেত্র সংকুচিত করেছে।
এই সব পরিস্থিতি বিবেচনায় নিয়ে ফোরাম বলেছে, এমন প্রবিধান প্রণয়নের আগে সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে পর্যাপ্ত উন্মুক্ত আলোচনা ও সতর্ক পর্যালোচনার প্রয়োজন। নয়তো ভালো উদ্দেশ্য নিয়ে প্রবিধানটি করা হলেও তার নানা ফাঁকফোকরের কারণে এর অপব্যবহারের আশঙ্কা থাকবে।
বিবৃতিতে জানানো হয়, বিটিআরসির দায়িত্ব হলো কমপ্লায়েন্স তদারকি করা, আইন বা নীতিমালা যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে কি না দেখা। এই নীতিমালায় ব্যবহৃত অনেক শব্দ ও বাক্যাংশ সংজ্ঞায়িত করা হয়নি। তাই তা যেমন অপপ্রয়োগের সুযোগ সৃষ্টি করবে, পাশাপাশি অস্পষ্টতার সুযোগ রয়ে যাবে। ধর্মীয় অনুভূতিতে আঘাত সৃষ্টিকারী উপকরণ, সাম্প্রদায়িকতা, দেশীয় সংস্কৃতি, সামাজিক মূল্যবোধসহ অন্যান্য প্রয়োজনীয় সব শব্দ ও বাক্যাংশের সুস্পষ্ট সংজ্ঞা থাকা প্রয়োজন। একই সঙ্গে ব্যতিক্রমগুলো এবং যেসব ক্ষেত্রে সংজ্ঞায়িত করা সম্ভব নয়, সেসব ক্ষেত্রে ব্যাখ্যার মাধ্যমে বিধানটি সর্বসাধারণের জন্য সহজবোধ্য করা প্রয়োজন।
বিবৃতিতে আরও বলা হয়, এ প্রবিধানের অধিকাংশ বিধানই সংবিধান, মানবাধিকারের মূলনীতি এবং নাগরিক ও রাজনৈতিক অধিকারসংক্রান্ত আন্তর্জাতিক সনদের সঙ্গে সাংঘর্ষিক।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৪ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৪ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৪ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৫ ঘণ্টা আগে