নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডিজিটাল, সোশ্যাল মিডিয়া এবং ওটিটি প্ল্যাটফর্ম ২০২১–এর খসড়া প্রবিধানটি মানবাধিকারের মূলনীতি এবং নাগরিক ও রাজনৈতিক অধিকারসংক্রান্ত আন্তর্জাতিক সনদের সঙ্গে সাংঘর্ষিক। এই প্রবিধান সম্পর্কে এমন মত দিয়েছে হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ (এইচআরএফবি)।
আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমন মত তুলে ধরেছে এইচআরএফবি। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এ প্রবিধান তৈরি করেছে।
বিবৃতিতে সামাজিক ও ডিজিটাল যোগাযোগমাধ্যম এবং ওটিটি প্ল্যাটফর্ম যথাযথভাবে ব্যবস্থাপনার জন্য কর্তৃপক্ষের এ উদ্যোগকে স্বাগত জানানো হয়। তবে বলা হয়, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইন, ২০১৩ এবং পরবর্তী সময়ে ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮-এর নানা ধরনের অপপ্রয়োগ গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতার ক্ষেত্র সংকুচিত করেছে।
এই সব পরিস্থিতি বিবেচনায় নিয়ে ফোরাম বলেছে, এমন প্রবিধান প্রণয়নের আগে সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে পর্যাপ্ত উন্মুক্ত আলোচনা ও সতর্ক পর্যালোচনার প্রয়োজন। নয়তো ভালো উদ্দেশ্য নিয়ে প্রবিধানটি করা হলেও তার নানা ফাঁকফোকরের কারণে এর অপব্যবহারের আশঙ্কা থাকবে।
বিবৃতিতে জানানো হয়, বিটিআরসির দায়িত্ব হলো কমপ্লায়েন্স তদারকি করা, আইন বা নীতিমালা যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে কি না দেখা। এই নীতিমালায় ব্যবহৃত অনেক শব্দ ও বাক্যাংশ সংজ্ঞায়িত করা হয়নি। তাই তা যেমন অপপ্রয়োগের সুযোগ সৃষ্টি করবে, পাশাপাশি অস্পষ্টতার সুযোগ রয়ে যাবে। ধর্মীয় অনুভূতিতে আঘাত সৃষ্টিকারী উপকরণ, সাম্প্রদায়িকতা, দেশীয় সংস্কৃতি, সামাজিক মূল্যবোধসহ অন্যান্য প্রয়োজনীয় সব শব্দ ও বাক্যাংশের সুস্পষ্ট সংজ্ঞা থাকা প্রয়োজন। একই সঙ্গে ব্যতিক্রমগুলো এবং যেসব ক্ষেত্রে সংজ্ঞায়িত করা সম্ভব নয়, সেসব ক্ষেত্রে ব্যাখ্যার মাধ্যমে বিধানটি সর্বসাধারণের জন্য সহজবোধ্য করা প্রয়োজন।
বিবৃতিতে আরও বলা হয়, এ প্রবিধানের অধিকাংশ বিধানই সংবিধান, মানবাধিকারের মূলনীতি এবং নাগরিক ও রাজনৈতিক অধিকারসংক্রান্ত আন্তর্জাতিক সনদের সঙ্গে সাংঘর্ষিক।

ডিজিটাল, সোশ্যাল মিডিয়া এবং ওটিটি প্ল্যাটফর্ম ২০২১–এর খসড়া প্রবিধানটি মানবাধিকারের মূলনীতি এবং নাগরিক ও রাজনৈতিক অধিকারসংক্রান্ত আন্তর্জাতিক সনদের সঙ্গে সাংঘর্ষিক। এই প্রবিধান সম্পর্কে এমন মত দিয়েছে হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ (এইচআরএফবি)।
আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমন মত তুলে ধরেছে এইচআরএফবি। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এ প্রবিধান তৈরি করেছে।
বিবৃতিতে সামাজিক ও ডিজিটাল যোগাযোগমাধ্যম এবং ওটিটি প্ল্যাটফর্ম যথাযথভাবে ব্যবস্থাপনার জন্য কর্তৃপক্ষের এ উদ্যোগকে স্বাগত জানানো হয়। তবে বলা হয়, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইন, ২০১৩ এবং পরবর্তী সময়ে ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮-এর নানা ধরনের অপপ্রয়োগ গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতার ক্ষেত্র সংকুচিত করেছে।
এই সব পরিস্থিতি বিবেচনায় নিয়ে ফোরাম বলেছে, এমন প্রবিধান প্রণয়নের আগে সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে পর্যাপ্ত উন্মুক্ত আলোচনা ও সতর্ক পর্যালোচনার প্রয়োজন। নয়তো ভালো উদ্দেশ্য নিয়ে প্রবিধানটি করা হলেও তার নানা ফাঁকফোকরের কারণে এর অপব্যবহারের আশঙ্কা থাকবে।
বিবৃতিতে জানানো হয়, বিটিআরসির দায়িত্ব হলো কমপ্লায়েন্স তদারকি করা, আইন বা নীতিমালা যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে কি না দেখা। এই নীতিমালায় ব্যবহৃত অনেক শব্দ ও বাক্যাংশ সংজ্ঞায়িত করা হয়নি। তাই তা যেমন অপপ্রয়োগের সুযোগ সৃষ্টি করবে, পাশাপাশি অস্পষ্টতার সুযোগ রয়ে যাবে। ধর্মীয় অনুভূতিতে আঘাত সৃষ্টিকারী উপকরণ, সাম্প্রদায়িকতা, দেশীয় সংস্কৃতি, সামাজিক মূল্যবোধসহ অন্যান্য প্রয়োজনীয় সব শব্দ ও বাক্যাংশের সুস্পষ্ট সংজ্ঞা থাকা প্রয়োজন। একই সঙ্গে ব্যতিক্রমগুলো এবং যেসব ক্ষেত্রে সংজ্ঞায়িত করা সম্ভব নয়, সেসব ক্ষেত্রে ব্যাখ্যার মাধ্যমে বিধানটি সর্বসাধারণের জন্য সহজবোধ্য করা প্রয়োজন।
বিবৃতিতে আরও বলা হয়, এ প্রবিধানের অধিকাংশ বিধানই সংবিধান, মানবাধিকারের মূলনীতি এবং নাগরিক ও রাজনৈতিক অধিকারসংক্রান্ত আন্তর্জাতিক সনদের সঙ্গে সাংঘর্ষিক।

বরগুনার পাথরঘাটায় জামায়াতে ইসলামীর এক নেতার পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি কর্মীর বিরুদ্ধে। আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের হাড়িটানা এলাকায় এ ঘটনা ঘটে।
৮ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির বোন মাসুমা আক্তার বলেছেন, আওয়ামী লীগের আমলে দেশ মেধাশূন্য হয়ে গিয়েছিল। তখন একটি জরিপে দেখা গিয়েছিল, মেধাবীরা দেশ ছেড়ে বিদেশে পাড়ি দিতেই বেশি আগ্রহী।
২১ মিনিট আগে
বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় সম্পন্ন হলো বাংলাদেশ মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা ২০২৬। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জলদিয়া এলাকায় একাডেমির ক্যাম্পাসে গত শনিবার ছিল দিনব্যাপী এই আনন্দ আয়োজন।
২৪ মিনিট আগে
কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়ন যুবদল নেতা আবুল বাশার বাদশাকে কুপিয়ে, পিটিয়ে দুই পা থেঁতলে দেওয়া হয়েছে। গতকাল রোববার (১১ জানুয়ারি) রাত ১১টার দিকে একদল সশস্ত্র সন্ত্রাসী তাঁর গাড়ির গতিরোধ করে হামলা চালায় বলে অভিযোগ ভুক্তভোগী ও স্বজনদের।
৪১ মিনিট আগে