হারুনূর রশিদ, ভৈরব (কিশোরগঞ্জ) থেকে

কিশোরগঞ্জের ভৈরব স্বাস্থ্য কমপ্লেক্সের বেডে ভর্তি আট বছর বয়সী শিশু রবিন। আহত অবস্থায় হাসপাতালের বাইরে শুয়ে ছিল। স্বেচ্ছাসেবী এক তরুণী তাকে ভর্তি করে চিকিৎসকের তত্ত্বাবধানে রেখেছেন। গতকাল ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় আহত এই শিশুটির এখনো পরিচয় মেলেনি।
আজ মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, হাসপাতালের বেডে শুয়ে ঘুমাচ্ছে শিশু রবিন। তার হাতে, পায়ে, শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম। একজন স্বেচ্ছাসেবী সেবিকা দেখভাল করছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও উপজেলা প্রশাসন সার্বিক দেখভালের দায়িত্বে রয়েছে।
ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, সর্বশেষ গতকাল রাতে ট্রেন দুর্ঘটনায় আহত চারজন হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। এখন শুধু শিশু রবিনই এই হাসপাতালে ভর্তি রয়েছে।
হাসপাতালে রবিনের দেখাশোনা করছেন স্থানীয় জান্নাত আক্তার নামের এক তরুণী। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘খুব খারাপ অবস্থায় সে হাসপাতালের বাইরে শুয়ে ছিল। সেখান থেকে তাকে ওয়ার্ডে নিয়ে আসি। তারপর থেকে চিকিৎসাসেবাসহ সব বিষয়ে দেখাশোনা করছি। পরিচয় নিশ্চিত না হওয়া পর্যন্ত তার পাশে আছি। তবে সে তার পরিচয় জিজ্ঞেস করলে একেক সময় একেক কথা বলছে।’
তিনি আরও বলেন, ‘রাতে জ্ঞান ফেরার পর স্পষ্টভাবে কথা বলতে পারছিল সে। পরে অস্পষ্টভাবে সে জানায়, বন্ধুর সঙ্গে ট্রেনে উঠেছিল। তার বাবার নাম রবিউল ইসলাম, মা নেই। বাবা দ্বিতীয় বিয়ে করেছেন। বাড়ির ঠিকানা ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, রায়পুরা বললেও কয়েকবার কওমি ঈদগাহ মাঠ নামে একটি স্থানের কথা বলেছে।’
ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত নার্স কল্পনা বানু আজকের পত্রিকাকে বলেন, ‘মুখে আঘাত পেয়ে ঠোঁটের ওপরের মাড়ি ফেটে গেছে শিশুটির। দুটি সেলাই লেগেছে সেখানে। এ ছাড়া দাঁতেও হালকা আঘাত আছে। পর্যাপ্ত চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। শিশুটি একজন মেয়ের তত্ত্বাবধানে আছে।’
ভৈরব উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. বুলবুল আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘আহত রবিনকে হাসপাতালে আনার পর থেকে চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এখন পর্যন্ত তার নাম-পরিচয় পাওয়া যায়নি। উপজেলা প্রশাসন এ নিয়ে কাজ করছে।’
গতকাল সোমবার কিশোরগঞ্জের ভৈরবে এগারসিন্দুর ট্রেনের সঙ্গে কনটেইনারবাহী ট্রেনের সংঘর্ষে ১৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে হাসপাতালে নেওয়ার আগেই ১৩ জনের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত হয়েছে শতাধিক। ঢাকা, ভৈরব, নরসিংদীসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে আহতরা।

কিশোরগঞ্জের ভৈরব স্বাস্থ্য কমপ্লেক্সের বেডে ভর্তি আট বছর বয়সী শিশু রবিন। আহত অবস্থায় হাসপাতালের বাইরে শুয়ে ছিল। স্বেচ্ছাসেবী এক তরুণী তাকে ভর্তি করে চিকিৎসকের তত্ত্বাবধানে রেখেছেন। গতকাল ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় আহত এই শিশুটির এখনো পরিচয় মেলেনি।
আজ মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, হাসপাতালের বেডে শুয়ে ঘুমাচ্ছে শিশু রবিন। তার হাতে, পায়ে, শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম। একজন স্বেচ্ছাসেবী সেবিকা দেখভাল করছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও উপজেলা প্রশাসন সার্বিক দেখভালের দায়িত্বে রয়েছে।
ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, সর্বশেষ গতকাল রাতে ট্রেন দুর্ঘটনায় আহত চারজন হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। এখন শুধু শিশু রবিনই এই হাসপাতালে ভর্তি রয়েছে।
হাসপাতালে রবিনের দেখাশোনা করছেন স্থানীয় জান্নাত আক্তার নামের এক তরুণী। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘খুব খারাপ অবস্থায় সে হাসপাতালের বাইরে শুয়ে ছিল। সেখান থেকে তাকে ওয়ার্ডে নিয়ে আসি। তারপর থেকে চিকিৎসাসেবাসহ সব বিষয়ে দেখাশোনা করছি। পরিচয় নিশ্চিত না হওয়া পর্যন্ত তার পাশে আছি। তবে সে তার পরিচয় জিজ্ঞেস করলে একেক সময় একেক কথা বলছে।’
তিনি আরও বলেন, ‘রাতে জ্ঞান ফেরার পর স্পষ্টভাবে কথা বলতে পারছিল সে। পরে অস্পষ্টভাবে সে জানায়, বন্ধুর সঙ্গে ট্রেনে উঠেছিল। তার বাবার নাম রবিউল ইসলাম, মা নেই। বাবা দ্বিতীয় বিয়ে করেছেন। বাড়ির ঠিকানা ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, রায়পুরা বললেও কয়েকবার কওমি ঈদগাহ মাঠ নামে একটি স্থানের কথা বলেছে।’
ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত নার্স কল্পনা বানু আজকের পত্রিকাকে বলেন, ‘মুখে আঘাত পেয়ে ঠোঁটের ওপরের মাড়ি ফেটে গেছে শিশুটির। দুটি সেলাই লেগেছে সেখানে। এ ছাড়া দাঁতেও হালকা আঘাত আছে। পর্যাপ্ত চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। শিশুটি একজন মেয়ের তত্ত্বাবধানে আছে।’
ভৈরব উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. বুলবুল আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘আহত রবিনকে হাসপাতালে আনার পর থেকে চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এখন পর্যন্ত তার নাম-পরিচয় পাওয়া যায়নি। উপজেলা প্রশাসন এ নিয়ে কাজ করছে।’
গতকাল সোমবার কিশোরগঞ্জের ভৈরবে এগারসিন্দুর ট্রেনের সঙ্গে কনটেইনারবাহী ট্রেনের সংঘর্ষে ১৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে হাসপাতালে নেওয়ার আগেই ১৩ জনের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত হয়েছে শতাধিক। ঢাকা, ভৈরব, নরসিংদীসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে আহতরা।

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৪ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
৫ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৫ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৫ ঘণ্টা আগে