নিজস্ব প্রতিবেদক, ঢাকা

‘আশা ছিল দুপুর বা সন্ধ্যায় যাত্রী বাড়বে। কিন্তু এমন অবস্থা, যাত্রী ডেকেও পাওয়া যাচ্ছে না। ঈদের আগের দিন এত কম যাত্রী হয়, এবারই প্রথম দেখলাম।’ বিস্ময়ের স্বরে কথাগুলো বলছিলেন রাজধানীর সায়েদাবাদ বাসস্ট্যান্ডে হানিফ এন্টারপ্রাইজের কাউন্টার মাস্টার মিজানুর রহমান।
শুধু তিনিই নন, সায়েদাবাদে পরিবহন-সংশ্লিষ্টদের সবার মুখেই হতাশাব্যঞ্জক কথা। তাঁরা বলছেন, ৩০ রোজা হলে যাত্রী কম হয়, কিন্তু এত কম হবে ভাবেননি তাঁরা।
আজ বুধবার সায়েদাবাদ হানিফ পরিবহনের আরেক কাউন্টার মাস্টার মো. ইকবাল বলেন, ‘সকালে কিছু যাত্রী ছিল। এখন সেটাও নেই। সময় যত বাড়বে, যাত্রী চাপ তত কমবে। আমরা ট্রিপও সে জন্য এখন কমাব। যাত্রীর চাপ না থাকলে, বাড়তি গাড়ি ছেড়ে তো লাভ নেই। কিন্তু এমন অবস্থা কখনো দেখিনি।’
শ্যামলী কাউন্টারের মোফাজ্জল আজকের পত্রিকাকে বলেন, ‘যাত্রী কম। সকাল থেকে অনেক গাড়িই ছেড়েছে। কিন্তু যাত্রী সেভাবে হয়নি। সকাল থেকে আমার কাউন্টারে মাত্র ১৩টা টিকিট বিক্রি করছি। সন্ধ্যা পর্যন্ত হয়তো যাত্রী পাওয়াই যাবে না।’
এস আলম পরিবহনের ম্যানেজার মোহাম্মদ নাইম বলেন, ‘সকাল থেকে টুকটাক যাত্রী গেছে। বেলা বাড়তেছে, আর যাত্রী কমতেছে। বাস যাচ্ছে। কারণ, অন্য জায়গার কাউন্টার থেকেও যাত্রী উঠবে। কিন্তু সায়েদাবাদে যে পরিমাণ যাত্রী থাকে, তেমন তো পাচ্ছি না।’
পরিবারের সঙ্গে ঈদ করতে চট্টগ্রাম যাচ্ছেন মাইনুল হক। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল (মঙ্গলবার) পর্যন্ত অফিস ছিল। তাই ভাবলাম আজ যাত্রীদের চাপ কম থাকবে, সে জন্য আজকে যাচ্ছি। যাত্রীর চাপ নেই, তাই যানজটহীনভাবে নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারব বলে আশা করি।’
পরিবার নিয়ে সিলেট যাচ্ছেন আনিস মিয়া। তিনি বলেন, ‘আগে থেকে ঠিক করিনি। শুধু ভেবে রাখছি, ঈদের আগের দিন রওনা হব। তাই আজ সবাইকে নিয়ে বের হলাম। শেষ দিনে ঝামেলা একবারে কম থাকে।’

‘আশা ছিল দুপুর বা সন্ধ্যায় যাত্রী বাড়বে। কিন্তু এমন অবস্থা, যাত্রী ডেকেও পাওয়া যাচ্ছে না। ঈদের আগের দিন এত কম যাত্রী হয়, এবারই প্রথম দেখলাম।’ বিস্ময়ের স্বরে কথাগুলো বলছিলেন রাজধানীর সায়েদাবাদ বাসস্ট্যান্ডে হানিফ এন্টারপ্রাইজের কাউন্টার মাস্টার মিজানুর রহমান।
শুধু তিনিই নন, সায়েদাবাদে পরিবহন-সংশ্লিষ্টদের সবার মুখেই হতাশাব্যঞ্জক কথা। তাঁরা বলছেন, ৩০ রোজা হলে যাত্রী কম হয়, কিন্তু এত কম হবে ভাবেননি তাঁরা।
আজ বুধবার সায়েদাবাদ হানিফ পরিবহনের আরেক কাউন্টার মাস্টার মো. ইকবাল বলেন, ‘সকালে কিছু যাত্রী ছিল। এখন সেটাও নেই। সময় যত বাড়বে, যাত্রী চাপ তত কমবে। আমরা ট্রিপও সে জন্য এখন কমাব। যাত্রীর চাপ না থাকলে, বাড়তি গাড়ি ছেড়ে তো লাভ নেই। কিন্তু এমন অবস্থা কখনো দেখিনি।’
শ্যামলী কাউন্টারের মোফাজ্জল আজকের পত্রিকাকে বলেন, ‘যাত্রী কম। সকাল থেকে অনেক গাড়িই ছেড়েছে। কিন্তু যাত্রী সেভাবে হয়নি। সকাল থেকে আমার কাউন্টারে মাত্র ১৩টা টিকিট বিক্রি করছি। সন্ধ্যা পর্যন্ত হয়তো যাত্রী পাওয়াই যাবে না।’
এস আলম পরিবহনের ম্যানেজার মোহাম্মদ নাইম বলেন, ‘সকাল থেকে টুকটাক যাত্রী গেছে। বেলা বাড়তেছে, আর যাত্রী কমতেছে। বাস যাচ্ছে। কারণ, অন্য জায়গার কাউন্টার থেকেও যাত্রী উঠবে। কিন্তু সায়েদাবাদে যে পরিমাণ যাত্রী থাকে, তেমন তো পাচ্ছি না।’
পরিবারের সঙ্গে ঈদ করতে চট্টগ্রাম যাচ্ছেন মাইনুল হক। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল (মঙ্গলবার) পর্যন্ত অফিস ছিল। তাই ভাবলাম আজ যাত্রীদের চাপ কম থাকবে, সে জন্য আজকে যাচ্ছি। যাত্রীর চাপ নেই, তাই যানজটহীনভাবে নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারব বলে আশা করি।’
পরিবার নিয়ে সিলেট যাচ্ছেন আনিস মিয়া। তিনি বলেন, ‘আগে থেকে ঠিক করিনি। শুধু ভেবে রাখছি, ঈদের আগের দিন রওনা হব। তাই আজ সবাইকে নিয়ে বের হলাম। শেষ দিনে ঝামেলা একবারে কম থাকে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
২ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
২ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৩ ঘণ্টা আগে