নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাগর বর্মন (৯) নামে এক শিশুর পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যা মামলায় তিন তরুণকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এই আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—কিশোরগঞ্জের দড়ি জাহাঙ্গীরপুর এলাকার রাকিব (২০), করিমগঞ্জের লামাপাড়া এলাকার আকাশ (২০) এবং নরসিংদীর কাজীকান্দী এলাকার সোহেল (২১)। রায় ঘোষণাকালে আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
নিহত সাগর বর্মন নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি রাজীবপুর গ্রামের রতন বর্মণের ছেলে।
রায়ের সত্যতা নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ। তিনি বলেন, ‘২০১৬ সালের একটি হত্যা মামলায় তিনজনকে শিশু আইনে আদালত এই রায় ঘোষণা করেছেন। ঘটনার সময় তিন অপরাধী অপ্রাপ্তবয়স্ক ছিল।’
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রকিব উদ্দিন আহমেদ বলেন, ২০১৬ সালের ২৪ জুলাই রূপগঞ্জের যাত্রামুড়া এলাকায় একটি টেক্সটাইলে শিশু সাগর বর্মনের পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যা করা হয়। সাগর ওই টেক্সটাইলে শ্রমিক হিসেবে কাজ করত। ছোট হওয়ায় প্রায়ই আসামিরা সাগরকে বিভিন্ন কাজের জন্য গালাগাল দিত। জবাবে পাল্টা প্রতিবাদ করত সাগর। এ নিয়ে ক্ষুব্ধ হয়ে সাগরের পায়ুপথে কম্প্রেসর মেশিন দিয়ে বাতাস ঢুকিয়ে হত্যা করে।
এই ঘটনায় সাগরের বাবা রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। তিনজন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ আদালতের বিচারক রায় ঘোষণা করেছেন।

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৩২ জন।
২ ঘণ্টা আগে
জীবনের প্রতি ক্রমবর্ধমান বিতৃষ্ণা, হতাশা আর অনিশ্চয়তা মানুষকে ঠেলে দিচ্ছে চরম সিদ্ধান্তের দিকে। সামাজিক বন্ধন দুর্বল হওয়া, পারিবারিক উষ্ণতার অভাব, অর্থনৈতিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের অবহেলা মিলিয়ে আত্মহত্যা যেন অনেকের কাছে ‘শেষ মুক্তির পথ’ হয়ে উঠছে।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্তপথে বাড়ছে অবৈধ অস্ত্রের আনাগোনা। প্রায় প্রতিদিনই ঢুকছে আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি সামাল দিতে জড়িতদের তালিকা করে নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সিদ্ধান্তে ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামী প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে। তবে জোটের আরেক শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে প্রার্থী না থাকলেও জামায়াতের ভোট কোন বাক্সে গিয়ে পড়বে...
২ ঘণ্টা আগে