উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের বোয়িং ৭৭৭ এর অরুন আলো উড়োজাহাজের সিটের পাইপ থেকে সুকৌশলে লুকানো অবস্থায় প্রায় দেড় কোটি টাকা মূল্যের স্বর্ণের বার জব্দ করা হয়েছে।
দুবাই থেকে বাংলাদেশ বিমানের বিজি ৩৪৮ ফ্লাইটে রোববার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় আসা ওই উড়োজাহাজটিতে গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে এসব স্বর্ণের বার জব্দ করে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিমের কর্মকর্তারা।
পরবর্তীতে ঢাকা কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা মো. শফিকুল ইসলাম আজ সোমবার আজকের পত্রিকাকে এসব তথ্য জানিয়েছেন।
শফিকুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে অত্যাধুনিক বিমান অরুন আলোতে অভিযান চালিয়ে ১ কোটি ৪০ লাখ টাকা মূল্যের ১৬টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। যার ওজন ১ কেজি ৮৫৬ গ্রাম। এসব স্বর্ণের বারগুলো বিমানটির ১৭ জে এবং ১৯জে সিটের নিচের পাইপের ভেতর সু-কৌশলে লুকায়িত অবস্থায় জব্দ করা হয়।
শফিকুল ইসলাম বলেন, সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে আসা ওই বিমানটি থেকে যাত্রী নেমে যাওয়ার পর হ্যাঙ্গার গেটে নিয়ে তল্লাশি করে এসব স্বর্ণের বার জব্দ করা হয়েছে। জব্দকৃত স্বর্ণের বারগুলো চোরাচালানের উদ্দেশ্যে সু-কৌশলে লুকায়িত অবস্থায় নিয়ে আসা হয়েছিল।
এ ঘটনায় বিমানবন্দর থানায় ঢাকা কাস্টমস হাউসের সহকারি রাজস্ব কর্মকর্তা জোহরা খানম বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে একটি ফৌজদারি মামলা কর হয়েছে। সেই সঙ্গে জব্দকৃত স্বর্ণের বারগুলো ঢাকা কাস্টমস হাউসের গুদামে জমা দেওয়া হয়েছে বলেও জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের বোয়িং ৭৭৭ এর অরুন আলো উড়োজাহাজের সিটের পাইপ থেকে সুকৌশলে লুকানো অবস্থায় প্রায় দেড় কোটি টাকা মূল্যের স্বর্ণের বার জব্দ করা হয়েছে।
দুবাই থেকে বাংলাদেশ বিমানের বিজি ৩৪৮ ফ্লাইটে রোববার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় আসা ওই উড়োজাহাজটিতে গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে এসব স্বর্ণের বার জব্দ করে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিমের কর্মকর্তারা।
পরবর্তীতে ঢাকা কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা মো. শফিকুল ইসলাম আজ সোমবার আজকের পত্রিকাকে এসব তথ্য জানিয়েছেন।
শফিকুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে অত্যাধুনিক বিমান অরুন আলোতে অভিযান চালিয়ে ১ কোটি ৪০ লাখ টাকা মূল্যের ১৬টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। যার ওজন ১ কেজি ৮৫৬ গ্রাম। এসব স্বর্ণের বারগুলো বিমানটির ১৭ জে এবং ১৯জে সিটের নিচের পাইপের ভেতর সু-কৌশলে লুকায়িত অবস্থায় জব্দ করা হয়।
শফিকুল ইসলাম বলেন, সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে আসা ওই বিমানটি থেকে যাত্রী নেমে যাওয়ার পর হ্যাঙ্গার গেটে নিয়ে তল্লাশি করে এসব স্বর্ণের বার জব্দ করা হয়েছে। জব্দকৃত স্বর্ণের বারগুলো চোরাচালানের উদ্দেশ্যে সু-কৌশলে লুকায়িত অবস্থায় নিয়ে আসা হয়েছিল।
এ ঘটনায় বিমানবন্দর থানায় ঢাকা কাস্টমস হাউসের সহকারি রাজস্ব কর্মকর্তা জোহরা খানম বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে একটি ফৌজদারি মামলা কর হয়েছে। সেই সঙ্গে জব্দকৃত স্বর্ণের বারগুলো ঢাকা কাস্টমস হাউসের গুদামে জমা দেওয়া হয়েছে বলেও জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
২ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
২ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
২ ঘণ্টা আগে