নিজস্ব প্রতিবেদক, সাভার

সাভারের নয়ারহাটের জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউটের (নিটার) শিক্ষার্থীরা আবার মহাসড়ক অবরোধ করেছেন। দাবি মেনে না নিয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের দরজা ভেঙে চলে যাওয়া এবং শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ তুলে তাঁরা বেলা ৩টার দিকে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।
এর আগে আজ মঙ্গলবার সকালে সাড়ে ৯টার দিকে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা প্রশাসনিক ভবনের দরজা ভেঙে বেরিয়ে যান। এ সময় তাঁরা পাহারায় থাকা শিক্ষার্থীদের ওপর হামলা করেন বলে অভিযোগ শিক্ষার্থীদের।
এর প্রতিবাদে বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে বেলা ১টার দিকে তাঁরা অবরোধ তুলে নেন।
শিক্ষার্থীরা জানিয়েছেন, ৬ শিক্ষক, ৩ কর্মকর্তা ও ৫ কর্মচারীর পদত্যাগের দাবি মেনে না নিয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পালিয়ে যাওয়া এবং শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বেলা ১১টায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন নিটারের শিক্ষার্থীরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে বেলা একটার দিকে তাঁরা অবরোধ তুলে নেন। কিন্তু একই দাবিতে বেলা ৩টার দিকে আবার তাঁরা মহাসড়ক অবরোধ করেন।
এদিকে নাম প্রকাশ করার না শর্তে এক শিক্ষক সকালে জানিয়েছিলেন, কোনো প্রমাণ ছাড়াই শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তাঁদের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা টানা ৪২ ঘণ্টা ধরে তাঁদের অবরুদ্ধ করে রাখেন। গতকাল আইন প্রয়োগকারী সংস্থার কাছে সহায়তার চেয়েও কোনো সাড়া পাওয়া যায়নি। এ পর্যায়ে তাঁরা আজ মঙ্গলবার সকালে প্রশাসনিক ভবনের তালা ভেঙে বের হয়েছেন।
তিনি আরও জানান, প্রশাসনিক ভবন থেকে বের হয়ে ১৮০ জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী একযোগে পদত্যাগপত্রে স্বাক্ষর করেছেন। নিটারের পরিচালনা পর্ষদের কাছে পদত্যাগপত্রগুলো জমা দেওয়া হবে।

সাভারের নয়ারহাটের জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউটের (নিটার) শিক্ষার্থীরা আবার মহাসড়ক অবরোধ করেছেন। দাবি মেনে না নিয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের দরজা ভেঙে চলে যাওয়া এবং শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ তুলে তাঁরা বেলা ৩টার দিকে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।
এর আগে আজ মঙ্গলবার সকালে সাড়ে ৯টার দিকে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা প্রশাসনিক ভবনের দরজা ভেঙে বেরিয়ে যান। এ সময় তাঁরা পাহারায় থাকা শিক্ষার্থীদের ওপর হামলা করেন বলে অভিযোগ শিক্ষার্থীদের।
এর প্রতিবাদে বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে বেলা ১টার দিকে তাঁরা অবরোধ তুলে নেন।
শিক্ষার্থীরা জানিয়েছেন, ৬ শিক্ষক, ৩ কর্মকর্তা ও ৫ কর্মচারীর পদত্যাগের দাবি মেনে না নিয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পালিয়ে যাওয়া এবং শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বেলা ১১টায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন নিটারের শিক্ষার্থীরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে বেলা একটার দিকে তাঁরা অবরোধ তুলে নেন। কিন্তু একই দাবিতে বেলা ৩টার দিকে আবার তাঁরা মহাসড়ক অবরোধ করেন।
এদিকে নাম প্রকাশ করার না শর্তে এক শিক্ষক সকালে জানিয়েছিলেন, কোনো প্রমাণ ছাড়াই শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তাঁদের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা টানা ৪২ ঘণ্টা ধরে তাঁদের অবরুদ্ধ করে রাখেন। গতকাল আইন প্রয়োগকারী সংস্থার কাছে সহায়তার চেয়েও কোনো সাড়া পাওয়া যায়নি। এ পর্যায়ে তাঁরা আজ মঙ্গলবার সকালে প্রশাসনিক ভবনের তালা ভেঙে বের হয়েছেন।
তিনি আরও জানান, প্রশাসনিক ভবন থেকে বের হয়ে ১৮০ জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী একযোগে পদত্যাগপত্রে স্বাক্ষর করেছেন। নিটারের পরিচালনা পর্ষদের কাছে পদত্যাগপত্রগুলো জমা দেওয়া হবে।

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৫ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
৬ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৬ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৬ ঘণ্টা আগে