Ajker Patrika

লালমাটিয়ায় দুই তরুণীকে যৌন হেনস্তাকারী রিংকু কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ মার্চ ২০২৫, ০৮: ৪২
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকার লালমাটিয়ায় দুই তরুণীকে যৌন হেনস্তাকারী গোলাম মোস্তাকীম রিংকুকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার তাঁকে আদালতে উপস্থিত করে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। অন্যদিকে তাঁর জামিন চেয়ে আবেদন করে আসামিপক্ষের আইনজীবীরা।

উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুমা রহমান জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, গতকাল সোমবার পুলিশ অভিযুক্ত রিংকুকে গ্রেপ্তার করে।

রাজধানীর লালমাটিয়ায় আড়ংয়ের পাশে দুই তরুণীর প্রকাশ্যে ধূমপান নিয়ে রিংকু তাঁদের ওপর চড়াও হয়। বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে ৪০-৫০ জনের একটি মব সৃষ্টি করে রিংকু ওই দুই মেয়েকে যৌন হেনস্তা ও মারধর করেন। পুলিশ খবর পেয়ে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ওই দুই তরুণীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। মোহাম্মদপুর থানায় প্রায় চার ঘণ্টা ধরে দুই পক্ষের দেন-দরবারে আপসের পর রাত সাড়ে ১১টার দিকে দুই তরুণীকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

এর পরদিন মিরপুরে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘দুই নারীর ওপর হামলার বিষয়ে আমি যতটুকু জানছি, ওনারা না কি সিগারেট খাইতেছিলেন। ওই সময় কিছু লোক না কি নামাজ পড়তে যাইতেছিল। এ সময় ওনারা (লোকেরা) বাধা দেওয়ায় তাদের ওপর চা ছুড়ে মারছে। তো আপনারা জানেন ওপেন জায়গায় সিগারেট খাওয়া কিন্তু নারী-পুরুষ সবার জন্যই নিষেধ। এটা কিন্তু একটা অফেনস। এ জন্য আমি অনুরোধ করব, ওপেন যেন কেউ সিগারেটটা না খায়। আর এখন যে রোজার সময় সবাইকে একটু সংযমী হতে হবে। বাইরে যেন কেউ খাবারটা না খায়, এ বিষয়ে আমাদের ধর্ম উপদেষ্টাও কিন্তু রিকোয়েস্ট করছে। এটা যারা রোজা থাকতেছে তাদের জন্য একটা সম্মান প্রদর্শন করা।’

এই মন্তব্যকে ‘মবের উসকানি’ আখ্যা দিয়ে ৩ মার্চ বিকেলে মানিক মিয়া অ্যাভিনিউতে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর ‘অবিলম্বে অপসারণ’ চেয়ে তাঁর কুশপুতুল পুড়িয়েছেন ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ ব্যানারে একদল শিক্ষার্থী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত