নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর রাজধানীর আরো দুটি বড় মার্কেটকে অগ্নিনিরাপত্তার দিক থেকে ঝুঁকিপূর্ণ মনে করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। জরুরি ভিত্তিতে আগামীকাল বৃহস্পতিবার দুই মার্কেটে জরিপ চালানো হবে।
আজ বুধবার দুপুর ১টায় বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণের হালনাগাদ পরিস্থিতি জানাতে অধিদপ্তরের প্রধান ফটকে সাংবাদিকদের সামনে এসে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন এ কথা বলেন।
তিনি বলেন, ‘রাজধানী সুপার মার্কেট ও গাউছিয়া মার্কেটকেও ঝুঁকিপূর্ণ মনে করছে ফায়ার সার্ভিস৷ আগামীকাল এ দুটি মার্কেট সার্ভে করা হবে।’
বঙ্গবাজারের এনেক্সকো ভবনসহ আশপাশের মার্কেটগুলোতে ছড়িয়ে পড়া আগুন এখনো পুরোপুরি নেভেনি; ক্ষণে ক্ষণে জ্বলে উঠছে।
অগ্নিনির্বাপক বাহিনীর প্রধান বলেন, এনেস্কো ভবনের ৫ ও ৬ তলায় গোডাউন রয়েছে। সেখানে এখনো মাঝে মাঝে আগুন দেখা যাচ্ছে। সেখানে আমাদের সদস্যরা কাজ করছেন।
সব মিলে আজ আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে বলে তিনি জানান।
রাজধানীর অন্যতম বড় খুচরা ও পাইকারি কাপড়ের মার্কেট বঙ্গবাজারে মঙ্গলবার সকাল ৬টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে দুপুর ১২টায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ছাড়াও বিমান ও সেনাবাহিনী সহযোগিতা করেছে।
তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই সব দোকান পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় অন্তত ৫ হাজার দোকান পুড়ে ছাই হয়ে গেছে বলে জানান বঙ্গবাজার দোকান মালিক সমিতির পরিচালক মো. শাহাবুদ্দিন।
তবে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দীনের দাবি, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ ১ হাজার কোটি টাকার বেশি হবে। পরিস্থিতি খুবই ভয়াবহ।’
আরও খবর পড়ুন:

বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর রাজধানীর আরো দুটি বড় মার্কেটকে অগ্নিনিরাপত্তার দিক থেকে ঝুঁকিপূর্ণ মনে করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। জরুরি ভিত্তিতে আগামীকাল বৃহস্পতিবার দুই মার্কেটে জরিপ চালানো হবে।
আজ বুধবার দুপুর ১টায় বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণের হালনাগাদ পরিস্থিতি জানাতে অধিদপ্তরের প্রধান ফটকে সাংবাদিকদের সামনে এসে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন এ কথা বলেন।
তিনি বলেন, ‘রাজধানী সুপার মার্কেট ও গাউছিয়া মার্কেটকেও ঝুঁকিপূর্ণ মনে করছে ফায়ার সার্ভিস৷ আগামীকাল এ দুটি মার্কেট সার্ভে করা হবে।’
বঙ্গবাজারের এনেক্সকো ভবনসহ আশপাশের মার্কেটগুলোতে ছড়িয়ে পড়া আগুন এখনো পুরোপুরি নেভেনি; ক্ষণে ক্ষণে জ্বলে উঠছে।
অগ্নিনির্বাপক বাহিনীর প্রধান বলেন, এনেস্কো ভবনের ৫ ও ৬ তলায় গোডাউন রয়েছে। সেখানে এখনো মাঝে মাঝে আগুন দেখা যাচ্ছে। সেখানে আমাদের সদস্যরা কাজ করছেন।
সব মিলে আজ আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে বলে তিনি জানান।
রাজধানীর অন্যতম বড় খুচরা ও পাইকারি কাপড়ের মার্কেট বঙ্গবাজারে মঙ্গলবার সকাল ৬টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে দুপুর ১২টায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ছাড়াও বিমান ও সেনাবাহিনী সহযোগিতা করেছে।
তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই সব দোকান পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় অন্তত ৫ হাজার দোকান পুড়ে ছাই হয়ে গেছে বলে জানান বঙ্গবাজার দোকান মালিক সমিতির পরিচালক মো. শাহাবুদ্দিন।
তবে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দীনের দাবি, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ ১ হাজার কোটি টাকার বেশি হবে। পরিস্থিতি খুবই ভয়াবহ।’
আরও খবর পড়ুন:

রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
৭ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
১ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে মারা যাওয়া মো. নিরব হোসেন (৫৬) দৈনিক জনকণ্ঠের সাবেক প্রশাসনিক কর্মকর্তা। তাঁর বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামে। রাজধানীর বড় মগবাজারে তিনি পরিবারসহ বসবাস করতেন।
২ ঘণ্টা আগে
ভিডিওতে অজ্ঞাতনামা ব্যক্তির (ঠিকাদার প্রতিনিধি) সঙ্গে কথা বলার আগে কাজের বিলের ফাইল স্বাক্ষর করার সময় ৪৫ হাজার টাকা নেওয়ার বিষয়টিও উঠে আসে। এ ছাড়া নতুন করে আরও পাঁচ হাজার টাকা না দেওয়ায় গড়িমসি করতে থাকেন ওই প্রকৌশলী। একপর্যায়ে তাঁকে অজ্ঞাতনামা ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে পকেটে রাখতে দেখা যায়।
২ ঘণ্টা আগে