নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ পুলিশ পেশাদারত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি বলেন, ‘আমরা দায়িত্ব পালনের মধ্য দিয়ে দেশের মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করব, মানুষকে সেবা দিয়ে গর্বিত হব।’
আজ মঙ্গলবার সকালে খুলনা জেলা পুলিশ লাইনসে খুলনা বিভাগের সব পুলিশ ইউনিট ও খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অফিসার এবং ফোর্সের সঙ্গে বিশেষ কল্যাণ সভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।
এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর।
পুলিশপ্রধান বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের জনবল বৃদ্ধি করেছেন, দেশে-বিদেশে পুলিশ সদস্যদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন, লজিস্টিকস বাড়িয়েছেন। ফলে পুলিশ বাহিনীর সক্ষমতা বেড়েছে। প্রধানমন্ত্রী ২০৪১ সালে বাংলাদেশকে উন্নত, সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছেন। স্মার্ট বাংলাদেশের উপযোগী করে বাংলাদেশ পুলিশকেও স্মার্ট পুলিশ হিসেবে গড়ে তোলা হচ্ছে।
এর আগে আইজিপি নগরীর খালিশপুরে কেএমপির পুলিশ অফিসার্স মেস উদ্বোধন করেন। তিনি খুলনা জেলা পুলিশ লাইনসে খুলনা জেলা পুলিশের নবনির্মিত সার্ভিস ব্লক ভবন উদ্বোধন করেন এবং সেখানে একটি গাছের চারা রোপণ করেন। পরে আইজিপি খুলনা বিভাগে কর্মরত সব ইউনিটের অফিসারদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন।
কেএমপির পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক, খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক এবং কেএমপি ও খুলনা রেঞ্জের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা আইজিপির সঙ্গে ছিলেন।

বাংলাদেশ পুলিশ পেশাদারত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি বলেন, ‘আমরা দায়িত্ব পালনের মধ্য দিয়ে দেশের মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করব, মানুষকে সেবা দিয়ে গর্বিত হব।’
আজ মঙ্গলবার সকালে খুলনা জেলা পুলিশ লাইনসে খুলনা বিভাগের সব পুলিশ ইউনিট ও খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অফিসার এবং ফোর্সের সঙ্গে বিশেষ কল্যাণ সভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।
এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর।
পুলিশপ্রধান বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের জনবল বৃদ্ধি করেছেন, দেশে-বিদেশে পুলিশ সদস্যদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন, লজিস্টিকস বাড়িয়েছেন। ফলে পুলিশ বাহিনীর সক্ষমতা বেড়েছে। প্রধানমন্ত্রী ২০৪১ সালে বাংলাদেশকে উন্নত, সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছেন। স্মার্ট বাংলাদেশের উপযোগী করে বাংলাদেশ পুলিশকেও স্মার্ট পুলিশ হিসেবে গড়ে তোলা হচ্ছে।
এর আগে আইজিপি নগরীর খালিশপুরে কেএমপির পুলিশ অফিসার্স মেস উদ্বোধন করেন। তিনি খুলনা জেলা পুলিশ লাইনসে খুলনা জেলা পুলিশের নবনির্মিত সার্ভিস ব্লক ভবন উদ্বোধন করেন এবং সেখানে একটি গাছের চারা রোপণ করেন। পরে আইজিপি খুলনা বিভাগে কর্মরত সব ইউনিটের অফিসারদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন।
কেএমপির পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক, খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক এবং কেএমপি ও খুলনা রেঞ্জের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা আইজিপির সঙ্গে ছিলেন।

বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
১৩ মিনিট আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
১৯ মিনিট আগে
দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের জেটিঘাটে জাহাজ থেকে নামতেই মাইকিংয়ের শব্দ কানে ভেসে আসে। পরিবেশ অধিদপ্তরের এক কর্মীকে পর্যটকদের উদ্দেশে বলতে শোনা যায়, ‘সম্মানিত পর্যটকবৃন্দ, প্রতিবেশ সংকটাপন্ন ছেঁড়াদিয়া দ্বীপে ভ্রমণ করবেন না, পরিবেশ-প্রতিবেশ রক্ষায় সরকার ছেঁড়াদিয়া দ্বীপে ভ্রমণ...
২৪ মিনিট আগে
নিজের অবৈধ আয়কে বৈধ দেখাতে ‘মায়ের দান’ হিসেবে উল্লেখ করার অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রজেক্টের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে।
২ ঘণ্টা আগে