গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বন্ধ ১৬ কারখানা খুলে দেওয়াসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করছেন শ্রমিক-কর্মকর্তা ও কর্মচারীরা। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে জেলার কালিয়াকৈর চক্রবর্তী এলাকার চন্দ্রা-নবীনগর মহাসড়কের পাশ ধরে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি পালন করছেন শ্রমিকেরা।
গত ১৫ ডিসেম্বর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে বেক্সিমকোর শিল্পপ্রতিষ্ঠানগুলোর শ্রম ও ব্যবসা পরিস্থিতি পর্যালোচনাসংক্রান্ত উপদেষ্টা পরিষদের কমিটির সভায় ওই ১৬ কারখানা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার সারাবো এলাকার ওই কারখানাগুলোতে কাজ করতেন অন্তত ৪০ হাজার শ্রমিক।
বিষয়টি যাতে সরকারের সংশ্লিষ্ট মহলের নজরে আসে, এ জন্য কয়েক দিন ধরে বেক্সিমকো ইন্ডাস্ট্রির কর্মকর্তা-কর্মীচারীরা প্রচারণা চালিয়েছেন। তাঁরা লিফলেট বিতরণ ও মাইকিং করেন এবং শ্রমিক কর্মকর্তাদের বিভিন্ন জোনে ভাগ করে দায়িত্ব বণ্টন করেন।

চন্দ্রা-নবীনগর সড়কের গুরুত্বপূর্ণ ১৩টি পয়েন্ট ভাগ করে দুজন করে টিম লিডারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের নেতৃত্বেই আজ সকাল থেকে এই কর্মসূচি পালন করা হয়। তবে এই কর্মসূচি ঘিরে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং মহাসড়কের পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক রয়েছেন।
কারখানার শ্রমিকেরা বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানের সব কারখানা পুনরায় চালু করার দাবি জানাচ্ছি। আমাদের কর্মসংস্থান ও ভবিষ্যৎ সুরক্ষার জন্য কাজের পরিবেশ চাই। পাশাপাশি ব্যাংকিং ব্যবস্থা পুনরায় চালুসহ সব বকেয়া আদায় করতে হবে।’
এ বিষয়ে জানতে চাইলে শিল্প পুলিশ-২-এর এসপি এ কে এম জহিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের এলসি খুলে দেওয়া, ব্যাংকিং সুবিধা চালুসহ বেশ কিছু দাবিতে শ্রমিকেরা শান্তিপূর্ণ মানববন্ধন করছেন। ৯-১০ কিলোমিটার এলাকাজুড়ে মানববন্ধন হচ্ছে। তারা মহাসড়কের পাশে অবস্থান করছেন, যে কারণে যানবাহন চলাচলে কোনো বিঘ্ন সৃষ্টি হচ্ছে না।

গাজীপুরে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বন্ধ ১৬ কারখানা খুলে দেওয়াসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করছেন শ্রমিক-কর্মকর্তা ও কর্মচারীরা। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে জেলার কালিয়াকৈর চক্রবর্তী এলাকার চন্দ্রা-নবীনগর মহাসড়কের পাশ ধরে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি পালন করছেন শ্রমিকেরা।
গত ১৫ ডিসেম্বর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে বেক্সিমকোর শিল্পপ্রতিষ্ঠানগুলোর শ্রম ও ব্যবসা পরিস্থিতি পর্যালোচনাসংক্রান্ত উপদেষ্টা পরিষদের কমিটির সভায় ওই ১৬ কারখানা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার সারাবো এলাকার ওই কারখানাগুলোতে কাজ করতেন অন্তত ৪০ হাজার শ্রমিক।
বিষয়টি যাতে সরকারের সংশ্লিষ্ট মহলের নজরে আসে, এ জন্য কয়েক দিন ধরে বেক্সিমকো ইন্ডাস্ট্রির কর্মকর্তা-কর্মীচারীরা প্রচারণা চালিয়েছেন। তাঁরা লিফলেট বিতরণ ও মাইকিং করেন এবং শ্রমিক কর্মকর্তাদের বিভিন্ন জোনে ভাগ করে দায়িত্ব বণ্টন করেন।

চন্দ্রা-নবীনগর সড়কের গুরুত্বপূর্ণ ১৩টি পয়েন্ট ভাগ করে দুজন করে টিম লিডারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের নেতৃত্বেই আজ সকাল থেকে এই কর্মসূচি পালন করা হয়। তবে এই কর্মসূচি ঘিরে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং মহাসড়কের পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক রয়েছেন।
কারখানার শ্রমিকেরা বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানের সব কারখানা পুনরায় চালু করার দাবি জানাচ্ছি। আমাদের কর্মসংস্থান ও ভবিষ্যৎ সুরক্ষার জন্য কাজের পরিবেশ চাই। পাশাপাশি ব্যাংকিং ব্যবস্থা পুনরায় চালুসহ সব বকেয়া আদায় করতে হবে।’
এ বিষয়ে জানতে চাইলে শিল্প পুলিশ-২-এর এসপি এ কে এম জহিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের এলসি খুলে দেওয়া, ব্যাংকিং সুবিধা চালুসহ বেশ কিছু দাবিতে শ্রমিকেরা শান্তিপূর্ণ মানববন্ধন করছেন। ৯-১০ কিলোমিটার এলাকাজুড়ে মানববন্ধন হচ্ছে। তারা মহাসড়কের পাশে অবস্থান করছেন, যে কারণে যানবাহন চলাচলে কোনো বিঘ্ন সৃষ্টি হচ্ছে না।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৬ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৭ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৭ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৭ ঘণ্টা আগে